Diy- এসো নিজে করি-রঙিন কাগজ দিয়ে "ওয়ালমেট তৈরি"। ১০% পে-আউট @shy-fox


17-10-2021

৩০ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি"



হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের কে অভিনন্দন জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমার আজকের পোস্ট রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আশা করি সবার ভালো লাগবে।

IMG20211017141659.jpg


ওয়ালমেট তৈরির উপকরণঃ

১. ৪টি রঙ্গিন কাগজ।
২.১টি কাচি।
৩.১টি আটা ও
৪.১টি স্কেল।

IMG20211017121922.jpg

ওয়ালমেট তৈরি করতে এই সব কিছু উপকরণ লাগবে।


ওয়ালমেট তৈরির ধাপ ০১

IMG20211017121446.jpg

প্রথমে আমি কয়েকটি কাগজ নিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ০২

IMG20211017122133.jpg

তারপর আমি কাগজগুলো মাঝামাঝি ভাঁজ করে দুই ভাগ করে নিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ০৩

IMG20211017122602.jpg

তারপরে কেটে নেওয়া কাগজগুলোর একটা হাতে নিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ০৪

IMG20211017122818.jpg

এভাবে পর্যায়ক্রমে সব কাগজ ভাঁজ করতে শুরু করলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ০৫

IMG20211017123034.jpg

IMG20211017132000.jpg

এভাবেই ভাঁজ করে নিলাম সবগুলো কাগজ।


ওয়ালমেট তৈরির ধাপ ০৬

IMG20211017132054.jpg

তারপরে আবার আমি মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করলাম। এখন এটাতে আটা লাগিয়ে দিব।


ওয়ালমেট তৈরির ধাপ ০৭

IMG20211017132219.jpg

এভাবে আমি প্রত্যেকটি কাগজ ভাঁজ করে নিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ০৮

IMG20211017125156.jpg

এখন আমি আটা লাগিয়ে দিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ০৯

IMG20211017125411.jpg

এখন আমি সবগুলোতে আটা লাগানো শেষ করলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ১০

IMG20211017125840.jpg

এভাবে সব গুলো এক করে গোল করিয়ে আটা লাগিয়ে দিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ১১

IMG20211017133316.jpg

অন্য একটি কাগজ গোলাকার করে কেটে নিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ১২

IMG20211017133029.jpg

আবার অন্য একটি পেপার থেকে চিকন করে কেটে দিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ১৩

IMG20211017133553.jpg

এখন এগুলো গোল করা পেপারের ওপর, লেজের মতো করে লাগিয়ে দিলাম আটা দিয়ে।


ওয়ালমেট তৈরির ধাপ ১৪

IMG20211017134343.jpg

এখন গোল করা কাগজটির উপরে বসিয়ে দিলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ১৫

IMG20211017134708.jpg

এখন এক এক করে লেজের মধ্যে লাগিয়ে দিচ্ছি।


ওয়ালমেট তৈরির ধাপ ১৬

IMG_20211017_170805.jpg

এখন আমি সবগুলো লাগিয়ে নেওয়া শেষ করলাম।


ওয়ালমেট তৈরির ধাপ ১৭

IMG20211017135025.jpg

তারপরে আমি মাঝখানে একটি ফুল দিব। তা বানিয়ে নিলাম। তারপরেই এটি ওয়ালে টাঙ্গিয়ে দেওয়ার পালা।


ওয়ালমেট তৈরির ধাপ ১৮

IMG20211017141727.jpg

IMG20211017141737.jpg

এখন দেখেন আমি পুনরায় আমার ওয়ালমেট তৈরি করে ফেলেছি। ওয়ালে টাঙ্গিয়েও দিছি।আশা করি সবাই অনেক উপভোগ করতে পারবেন।


ওয়ালমেট তৈরির ধাপ ১৯

IMG_20211017_182555.jpg

আমি আমার তৈরি করা ওয়ালমেট এর সাথে একটি ছবি তুলে নিলাম।



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। অনেক ধৈর্য্য সহকারে আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। আমি আবারো জানাই সকল সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা। আমার তৈরি ওয়ালমেট টি ভাল লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুব ভালো হয়েছে ভাই।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া,অসাধারন একটি ওয়ালমেট তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল "

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য। হা সত্যি রঙিন কাগজের অনেক কিছু তৈরি করা যায়। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেটটি সত্যিই চমৎকার হয়ছে। প্রতিটা ধাপ অনেক সুন্দর উপস্থাপনা হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে একটি উৎসাহিত মূলক কমেন্ট করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অসাধারন আপনার প্রতিভা। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজের সাহায্য ওয়ালমেটটি চমৎকার করে তৈরি করেছেন।

ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

আপনার ওয়ালমেট তৈরিটি অনেক সুন্দর হয়েছে,আমার কাছে ভালো লেগেছে। আর লাল রঙ আমার সবসময় ই অনেক বেশি পছন্দের একটি রং।
ভালো থাকবেন।

সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসলে আমারও লাল রং বেশি পছন্দ। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট খুবই দারুন হয়েছে! আমার খুবই ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর পোস্ট করেছেন আপনি। লাল আর নীল কাগজের ওয়ালমেটটি সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64999.89
ETH 3101.81
USDT 1.00
SBD 3.87