[প্রসঙ্গঃ দিনশেষে একটু স্বস্তির খোঁজে // ১০% ভালোবাসা @shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

ভালোবাসা নিবেন,


আজ- ২১ই, ফাল্গুন / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / রবিবার /


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, দিনশেষে একটু স্বস্তির খোঁজে ছুটে যাওয়ার গল্প। চলুন তাহলে দেখে ও পড়ে নেয়া যাক।

IMG_20220306_204444.jpg



IMG20220305175357.jpg

IMG20220305175452.jpg

জীবন হচ্ছে চলো-মালিন্য। তাই,প্রতিটা মানুষের জীবনের প্রশান্ত শান্তি ও স্বস্তির টানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরীক্ষা শেষ করে বেশ কয়েকদিন হচ্ছে গ্রামে আসার। গ্রামে আসার পর থেকে চতুর দিকে ঘিরে রয়েছে সুজলা সুফলা সবুজে ভরা ফসল মাঠ। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ দেখতে পাই। এভাবে বেশ কয়েকদিন ভালোই কাটলো গ্রামের আড্ডায় প্রকৃতির টানে। এভাবে কাটতে কাটতে হঠাৎ করে এক বন্ধু বলে উঠলো নতুন আবাদ বা ফসল এসেছে আমাদের পার্শ্ববর্তী গ্রামে। আমি শুনতে লাগলাম কি ফসল মাঠ কি ফসল ক্ষেত। বন্ধু আমার বলে উঠলো সূর্যমুখীর ফুল🌻 চাষ।

IMG_20220305_193448.jpg

এটা শোনার পর পরই বন্ধুকে বললাম যাওয়ার ব্যবস্থা করো। কেননা, এর আগে এরকম ফসল আমাদের আশেপাশে কখনো আমি চাষ করা দেখিনি'। তাই চলে গেলাম। ঠিক তিন কিলোমিটার একটু দূরে আমাদের গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রাম। পড়ন্ত বিকালে বেরিয়ে পড়লাম সেই একটু স্বস্তির টানে। এখানে এসে জানতে পারলাম, আমাদের মত আরো কিছু ছেলে মেয়ে দেখতে আসতেছে সূর্যমুখী ফুল চাষের ক্ষেত। এটা শুনে বেশ ভালো একটা অনুভূতি জাগলো। অনেকেই ছবি তুলতেছে এই সূর্যমুখী ফুল চাষ ক্ষেতের সাথে। আমরা যখন গিয়েছিলাম তখন ও বেশ কয়েকজন ছিল।

IMG_20220305_193603.jpg

IMG_20220305_193531.jpg

যাই হোক সূর্যমুখীর ফুল চাষ সম্পর্কে কিছু বলি না বললেই নয়। এটা হচ্ছে একটা একমুখী ফসল। যা বছরে একবার চাষ করা হয়। সূর্যমুখী চাষ করার সময় হচ্ছে কার্তিক মাস। সূর্যমুখী চাষ উপযোগী সব জমিতে চাষ করা যায়। যে জমিগুলো থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে। সেগুলোতে অধিক পরিমাণে সূর্যমুখীর ফুল চাষ বেশি হয়।

IMG20220305175329.jpg

IMG20220305175332.jpg

যাই হোক অবশেষে গতকালের পড়ন্ত বিকেল, "দিনশেষে একটু স্বস্তির খোঁজে" অনেক ভালোই কাটলো বন্ধুর সাথে সূর্যমুখী ফুল চাষের ক্ষেতে। এত ভাল লেগেছে যে যা বলার মত নয়। ওই সময় আমার অনুভূতি অনেক সুন্দর ছিল। যেন মনটা হালকা হয়ে গেছে। কেউ যেমন কিছু পেলে যতটা খুশি হয় ততটা আমিও খুশি ছিলাম কালকে ওখানে গিয়ে। বিশেষ করে আমি ঘুরতে ও খাইতে অনেক ভালোবাসি।



ধন্যবাদ সবাইকে আমার অনুচ্ছেদটি ধৈর্য সহকারে পড়ার জন্য। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 3 years ago 

সূর্যমুখী ফুলের বাগান টি দেখে আমার খুবই চমৎকার লেগেছে। আমাদের গ্রামে এখনো এত বড় হয়নি সূর্যমুখী। আজ দেখলাম ছোট ছোট গাছ এখনো। আপনাদের ঘুরাঘুরি দেখে আমারও সূর্যমুখী বাগানে ঘোরাঘুরি করতে যেতে খুব ইচ্ছে করতেছে। এত অসাধারন একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সূর্যমুখী ফুলের বাগানটি অনেক সুন্দর ছিল।ফুলের বাগানের প্রতিটি ফুল অনেক সুন্দর হবে ক্যামেরাবন্দি করেছেন। সেই সঙ্গে আপনার বাগানে ঘুরতে যাওয়ার মুহূর্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে বিকেলের সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আমাদের সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

সূর্যমুখী ফুলের বাগানে কাটানো অসাধারণ কিছু মুহূর্তের কথা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সূর্যমুখী ফুল আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। অনেকদিন হয়ে গেছে সূর্যমুখী ফুলের বাগানে যাওয়া হয় না আপনার এই পোস্টটি দেখার মাধ্যমে ইচ্ছা হচ্ছিল যদি আমি এখনই আপনার ওই বাগানে যেতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো।

 3 years ago 
সূর্যমুখী ফুলের ছবি দেখলে আমাদের গ্রামে যেতে মন চায়। আমাদের গ্রামেও এমন একটা সূর্যমুখী ফুলের বাগান আছে। তবে সূর্যমুখী ফুলের বাগান দিলে সেখানে মানুষের অনেক ভিড় হয়। আবার অনেক সময় ফুলও নষ্ট হয়। যাইহোক আপনার কাটানো মুহুর্ত দেখে অনেক ভালো লাগলো। আপনার মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
 3 years ago 

সূর্যমুখীর খেতে দারুন সময় অতিবাহিত করেছেন আমাদের দিকে সূর্যমুখী ফুল চাষ দেখা যায় না অনেকদিন সশরীরে সূর্যমুখী বাগান পরিদর্শন করা হয়না আপনার ফটোগ্রাফি গুলা দেখে খুবই ভালো লাগলো আপনাদের সুন্দর সময় অতিবাহিত করেছেন এটা নিশ্চিত

 3 years ago 

মাঝে মাঝে এমন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে সত্যিই চমৎকার লাগে। এতে যেমন প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায় তেমনি মনটাও ফুরফুরে লাগে। আমি কখনো সূর্যমুখী ক্ষেত বাস্তবে দেখি নি। আমাদের এদিকে এই ফুলটি চাষ হয় না। অনেক ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

নিজের মানসিক প্রশান্তির জন্য ও মনকে ভালো রাখতে আমরা যদি মাঝে মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ফুলের বাগানগুলোতে ঘুরতে যাই তাহলে খুবই ভালো লাগে। একদিকে যেমন মনের প্রশান্তি আসে অন্যদিকে খুব কাছ থেকে ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে আপনার কাটানো মুহূর্ত তুলে ধরেছেন এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং সেইসাথে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সূর্যমুখীর বাগানটি দেখতে খুবই চমৎকার লাগলো ভাই । আমাদের এদিকে সূর্যমুখীর চাষ তেমন একটা হয় না তবুও আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু উপলব্ধি করতে পারলাম ।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এরকম মুহূর্ত অনেকদিন যাবত উপভোগ করা হয় না ।আপনার দিনের স্বস্তির খোঁজে গল্পটি খুবই ভালো লাগলো। তার সাথে সুন্দর মুহূর্ত পার করলেন। আমার কাছে সূর্যমুখী ফুলের সৌন্দর্যে মুগ্ধ করেছে। এভাবে সূর্যমুখী ফুল চাষের জমিতে গিয়ে য়ে উপভোগ করা হয় না খুব সুন্দর মুহূর্ত পার করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26