[প্রসঙ্গঃ 📷🌿আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি 📷🌿 ll ১০% পে-আউট @ shy-fox]


19-12-2021

০৩ই পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ



আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আজকে আমি শেয়ার করতে চলেছি, আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি ফটোগ্রাফি।

IMG_20211219_103402.jpg



📷 ফটোগ্রাফি 📷০১

IMG20211216065845.jpg

ছবিটা তোলা হয়েছে শীতের সকালে। অনেকদিন পর শীতের সকালে বার হলাম একটু জগিং করার জন্য। কিন্তু পারলাম আর কতক্ষণ। মানুষ অভ্যাসের দাস। হঠাৎ করে এস হয়না। কিন্তু ওই সময়টা ভালোই কাটছিল। অনেকদিন যাবত এরকম শীতের সকাল উপভোগ করতে পারিনি।

📷 ফটোগ্রাফি 📷০২

IMG20211217165400.jpg

এটি হচ্ছে একটি টানা জাল। এটি দিয়ে করতোয়া নদী থেকে মাছ তুলতেছে। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা করতোয়া নদী। প্রত্যেকটা গ্রামে একটা করে ঘাট রয়েছে। সেই ঘাটে মাছ মারতেছে।


📷 ফটোগ্রাফি 📷০৩

IMG20211217165403.jpg

টানা জালটি নদীর মধ্যে ডুবানো হচ্ছে। এইভাবে কিছুক্ষণ নদীর পানির মধ্যে ডুবিয়ে রেখে আবার উপরে টানিয়ে তোলা হচ্ছে।


📷 ফটোগ্রাফি 📷০৪

IMG_20211219_084745.jpg

টানা জালটি নদীর তীরে উঠিয়ে মাছ ধরতেছে। মাছ ধরার মূহুর্ত টা আসলেই অনেক ভালো লাগে। তবে বেশি মাছ না উঠলেও এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে মাছ উঠতেই আছে কিছুক্ষণ পরপর।


📷 ফটোগ্রাফি 📷০৫

IMG20211218124950.jpg

এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে কিছু উঁচুভূমি পাহাড়। এটা আসলে বড় রকম কোন পাহাড় না। এটা মূলত কেটে কেটে এরকম করা হয়েছে। এখান থেকে মাটি কেটে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। বিশেষ করে দেওয়া হয় ইট ভাটায়।


📷 ফটোগ্রাফি 📷০৬

IMG20211217182317.jpg

এই ছবিটি হচ্ছে, ছোটদের বিনোদনের জন্য দোলনা। শুধু ছোটরা এখানে বসে আনন্দ উল্লাস করতে পারবে। এটা ক্যাপচার করা হয়েছিল একটি ওয়াজ মাহফিলের জায়গা থেকে। ছোটবেলায় আমরাও অনেক বসেছিলাম এই দোলনার মধ্যে।


📷 ফটোগ্রাফি 📷০৭

IMG20211218114521.jpg

ছবিটি হচ্ছে একটি দোকানের। এই দোকানে বিশেষ করে শুধু পানি সেচের জন্য টিউবলের পুরো সেট বিক্রি করা হয়। তবে এগুলো সারিবদ্ধ করে রাখাতে অনেক সুন্দর দেখাচ্ছে।


📷 ফটোগ্রাফি 📷০৮

IMG20211218125138.jpg

এটি হচ্ছে একটি পানির ট্যাংক। ট্যাংকি দেখতে অনেক বড়। এর সঠিক মাপ হচ্ছে ৫০০০ লিটার। এটাতে একসাথে অনেকগুলো পানি জমিয়ে রাখা যায়। এটা স্থাপন করা হয়েছে একটি বিশাল পাতারের মধ্যে। এটা শুধু জমির পানি সেচের কাজে ব্যবহৃত।


📷 ফটোগ্রাফি 📷০৯

IMG20211218125349.jpg

এটা হচ্ছে একটি, সৌর বিদ্যুতের প্লেট। এটা দেখলেই আমরা সহজেই বুঝতে পারব। এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে করা হয় সূর্যের উপস্থিতিতে। এটা আমরা বসতবাড়িতে ব্যবহার করতে পারি। তবে এটা বিশেষ করে লাগানো হয়েছে ওই জমি সেচের কাজে। এটা যে এলাকায় স্থাপন করা হয়েছে আসলে ওই এলাকায় এখন পর্যন্ত বিদ্যুত সরবরাহ না।


📷 ফটোগ্রাফি 📷১০

IMG_20211218_191822.jpg

ছবিটি তোলা হয়েছে ঠিক সূর্য ডুবার আগমুহূর্তে। লাল বর্ণের সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত হয়ে যাবে। তবে এই সূর্য বিশেষ করে ওঠা ও ডোবার সময় অনেক সুন্দর দেখায়।



লোকেশনস্থান
ক্যামেরাoppo A 12
স্থান লোকেশনপার্বতীপুর
Wh3w লোকেশনhttps://w3w.co/excavates.accursed.mountaineer


ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ফটোগ্রাফি গুলো দেখার জন্য।

আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।এর মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ জানাই, আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনে আশে পাশের সুন্দর জিনিসগুলোকে আপনার ফটোগ্রাফির মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
দারুণ ফটোগ্রাফি করেছেন। শীতের সকালের সুন্দর মুহূর্ত অনেকের দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি আমাদের মাঝে। টানা জাল এবং সৌর ও বিদ্যুতের প্লেট আমাদের মাঝে তুলে ধরেছেন এবং এর সাথে কিছু সুন্দর বর্ণনা দিয়েছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।`

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলে ভাইয়া ভালো লেগেছে আপনাদের এটা শুনে অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে গ্রামের চিত্র তুলে ধরেছেন। দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আরো ভালো লাগলো জালে মাছ ধরার দৃশ্য টি। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে আপনার পোষ্টটি। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনি সব মিলিয়ে অনেক সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেছেন। অনেক ভালো লাগলো দেখে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য।

 3 years ago 

ছবি তোলার দৃশ্য গুলো নির্বাচন অনেক সুন্দর হয়েছে আর ছবি ধারণ করা অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আপনার রেনডম ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলেই আপনাদের সামনে নিজেকে একটু প্রকাশ করার জন্য একটু ফটোগ্রাফি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। খুব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। আমার কাছে আপনার তোলা ছবির প্রথম ছবিটি খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

প্রথমে জানাই আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি ভাইয়া সত্যিই প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন দারুন হয়েছে দেখে অনেক ভালো লাগলো। মাছ ধরার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

জি ভাইয়া একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য। জানিনা কতটুকু পেরেছি। তবে পারব একসময় এভাবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ছবিটিতে গ্রামের চিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রামের বাড়িতে গেলে এগুলো সাধারণত দেখা যায় এবং দেখতে খুব ভালো লাগে। আপনার নদীটি দেখে মনে হচ্ছে যে পানি শুকিয়ে গেছে। বর্ষা কালে মনে হয় এটি দেখতে খুব সুন্দর লাগে। তাছাড়া আপনার সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে।। খুব ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে।

জ্বী আপু আপনি ঠিক ধরেছেন নদীতে কিছু পানি শুকিয়ে গেছে। বর্ষাকালে প্রচুর পানি ভরপুর থাকে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর লাগছে আপনার প্রতিটি ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা প্রতিটি মানুষের শখ। প্রতিটি ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্নণা করেছেন। আমার কাছে ৯ও ১০ নম্বর অনেক ভালো লাগছে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

জি ভাই ঠিক বলেছেন আপনি ফটোগ্রাফি করা প্রতিটা মানুষের শখ। এরই মধ্যে কেউ ভালো করতে পারে আবার কেউ মোটামুটি। শুভেচ্ছা ও অভিনন্দন আপনার জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলোতে বিভিন্ন বিষয়ে ফুটে উঠেছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে সংক্ষিপ্ত আলোচনা করেছেন যা সত্যিই আমার খুব ভালো লেগেছে। সকালবেলার শীতল প্রকৃতি কুয়াশাচ্ছন্ন রাস্তা পুকুরে মাছ ধরা বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

জি আপু গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য অনেক সুন্দর ফুটে উঠেছে। তবে পুকুরে নয় নদীতে মাছ ধরা হয়েছে। ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য।

 3 years ago 

বরাবরই আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেন আজও তার ব্যতিক্রম নয় আজ খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে সুন্দর বর্ণনা সহ উপস্থাপন করেছেন বিশেষ করে তার সূর্য ডোবার দৃশ্য গুলো আমার বেশ ভাল লেগেছে

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনাদের যে ভালো লেগেছে এটা শুনে সত্যিই আমি অনেক খুশি। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

বাহ ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। বিশেষ করে প্রথম ছবিতে শীতের সকালের রাস্তা এবং দ্বিতীয় ছবিতে টানা জাল দিয়ে মাছ ধরা এই দুটি ছবি অসাধারণ লেগেছে আমার কাছে। এবং ৯ নং ছবিতে যে সৌর বিদ‍্যুৎতের প্লেট দেখিয়েছেন এত বড় সৌর প‍্যানেল আমি কখনো দেখিনি। দারুণ ছিল পোস্ট টা।

ধন্যবাদ ভাইয়া সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য। সব মিলিয়ে কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65