[প্রসঙ্গঃ আবোল-তাবোল জীবনের গল্প "সময়"! ১০% পে-আউট @shy-fox ]


24-11-2021

৭ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ আবোল-তাবোল জীবনের গল্প "সময়"!

IMG-20211121-WA0001.jpg

IMG20211124114401.jpg



আশা করি, এপার-ওপার দুই বাংলার সকল সদস্যরা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। ভালো থাকার বৈশিষ্ট্যটাই মনুষ্যজাতির। তাই! আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে, আমি আমার আজকের পোস্ট শুরু করতে চলেছি। আবোল-তাবোল জীবনের গল্প "সময়" সাপেক্ষে।


সময়

ময় সময়ের তরে-
চলছে আপন গতিতে,
ধিক ধিক ঝকঝক করে-
বছরের পর বছরে।
সময়ে মূল্য দিতে শেখি সবাই, নয়তো-
কখন যে বেরিয়ে যাবে বোঝার ক্ষমতা নাই।
সে তার গতিপথ করে নাকো ক্ষয়-
এক গতিতে ছুটছে দেখার ক্ষমতা নাই।



IMG-20211121-WA0000.jpg

IMG20211124113935.jpg

জীবনকে পরিচালনা করতে হলে সময় এর অবদান অপরিসীম। জীবনের প্রতিটা মুহূর্ত সময় সর্বদায় বলে দেয়। শুধু অপেক্ষার প্রহর আর নির্বাচনের। সময় সর্বদা মানুষের সম্মুখে ফেলে দেয়। কোনটা ভাল আর কোনটা খারাপ নির্বাচন করার জন্য। ভালো সময় নির্বাচন করতে পারলেই জীবন স্বর্গ নসেত, খারাপ সময় নির্বাচন করলে জীবন নরক।আমরা ছোট থেকে বড় হওয়া অবদি জীবনে অনেক কিছু করে এসেছি। জীবনে কখনো একবারে বড় হয় আসেনি। ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় হয়ে এসেছি। স্বরূপ জীবনের সাথে পেয়েছি সময়ের বাঁধন। সময় ব্যাপারটা বিশাল একটা ব্যাপার। এটাকে আসল সময়ের সঠিক ব্যবহার করাটাই মুখ্য বিষয়। কিন্তু শত চেষ্টার পরেও আমরা তা পারি না। সময় সময়ের গতিতে চলছে, মানুষ মানুষের গতিতে। এখানে দুটো জিনিস এই আলাদা রকম। সময় সময়ের গতিতে চলছে অন্যদিকে মানুষ নিজের গতির কখন কি পরিবর্তন করতে পারে তা জানা অসম্ভব। তাই সময় কে প্রকৃত বন্ধু বানিয়ে সঙ্গে নিয়ে ধরে বেড়ানোই আসল বিষয়।

IMG-20211121-WA0003.jpg

IMG_20211124_112650.jpg

সময় জিনিসটা আমাদের জীবনের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সময় এই আছে এই নাই। এক সময় হারিয়ে গেলে ওই সময় আর ফিরে পাওয়ার সম্ভাবনাই নাই। ফেলে আসা অতীতের সময়ের দিকে যেমন ফিরে যাওয়া যাবে না ঠিক তেমনি সময়কে ধরে রাখা যাবে না। সময়ের সঠিক ব্যবহার সঠিক সময়ে কড়াই বুদ্ধিমানের কাজ। মাঝে মাঝে বুদ্ধির কাজেও সময় হার মানিয়ে দেয়। সময়ের কাজেই কখনো ফাঁকি দেওয়া ভালো না। সময়ের কাজ সময়ে মধ্যে করা উচিত। একসময়ের কাজ অন্য সময় করলেই যেমন ক্ষতিগ্রস্ত হতে হয় স্বরূপ সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়।


IMG-20211121-WA0002.jpg

IMG_20211124_111954.jpg

সময় থাকতে সময় সাধন ব্যাপারটা বলতে বলতেই একটা গান মনে চলে আসলো। সময় গেলে সাধন পাওয়া যাবে না ও মনরে সময় থাকতে সময়ের গান গাও রে। সত্যি জীবনের প্রতিটা মুহূর্ত উপরের দিকে উঠানোর জন্য সময়ের সত্যি বিকল্প অনেক। যেমন একটি বিল্ডিং এর সিঁড়ি বেয়ে পর্যায়ক্রমে উপরে উঠতে হয়। ঠিক তেমনিভাবে সময় থাকতে- সময়ের সাধন করতে হয়। সময় থাকতে সময়ের সাধন করলে, সময় সময়ের গতিতে,তোমাকেও নিয়ে যাবে উন্নতির দিকে। তাই সময় থাকতে সময়ের সাধন।



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোথাও কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। শুভ বিকাল।

শুভেচ্ছান্তে-
@hayat221

Logo.png



Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38