[প্রসঙ্গঃ আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি // ১০% ভালোবাসা @shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

ভালোবাসা নিবেন,


আজ- ১১ই, ফাল্গুন/ ১৪২৮ ,বঙ্গাব্দ /বসন্তকাল / বৃহস্পতিবার /


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি। চলুন তাহলে দেখে নেয়া যাক।



এখন আমি তুলে ধরব গ্রামের গ্রামীন কিছু দৃশ্যের ফটোগ্রাফি। গ্রামের সৌন্দর্যের সজীবতা ও আকুলতা দেখতে অনেক ভালোই লাগে। আমিতো দেখলামই পাশাপাশি আপনাদের দেখার সুযোগ করে দিলাম। দেখে নেয়া যাক এক নজরে কিছু ফটোগ্রাফি।

IMG_20220224_165942.jpg


ফটোগ্রাফি ০১

IMG20220219140829.jpg

এটি একটি বড় যন্ত্রাংশ। যা দিয়ে অনায়াসে মাটি খনন করা যায়। তারমধ্যে, নদী-নালা, খাল-বিল খনন করতেছে। এর নাম হচ্ছে, খননকারী মেশিন তথা excavator অর্থাৎ ভেকু। গ্রাম গঞ্জের মানুষরা ভেকু নামেই চিনে থাকেন। এটি প্রায় ঘন্টায় অনায়াসে অনেক মাটি খনন করে থাকে। পরিশেষে এটিও চলে এসেছে করতোয়া নদীর খনন কাজে।

ফটোগ্রাফি ০২

IMG20220219142422.jpg

আমরাও পড়ি একটি মেশিনের ছবি দেখে আসলাম। এটি হচ্ছে আমাদের সেই করতোয়া নদী। যা আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। অনেকদিন যাবত আমরা দেখে আসতেছি করতোয়া নদীর পরিহাস অবস্থা। এখন এটা দেখতে প্রায় একটা নালার মত দেখাচ্ছে। নদী ছিল একপাশে গ্রামের মানুষজন রা বানিয়ে দিয়েছে আরেক পাশে। কিন্তু করতোয়া নদী খনন করায় বেরিয়ে আসতেছে আসল নদী।


ফটোগ্রাফি ০৩

IMG20220220124231.jpg

ভুট্টা ফসল আমরা তো অনেকেই চিনি। কারো অজানার মতো কিছু নয়। একদিন না একদিন সবার চোখেই পড়েছে। বিশেষ করে গ্রামের মধ্যে। আমাদের দেশ কৃষির উপরে নির্ভরশীল। তাই যদি বলা যায় এক কথায় বলা যাবে-বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এটি হচ্ছে সেই ফসলের মধ্যে একটা ভুট্টা গাছের ফুল।


ফটোগ্রাফি ০৪

IMG20220220124314.jpg

এটা একটা ভুট্টা গাছ, তার ডগার সাথে রয়েছে একটি ভুট্টা। একটি ভুট্টা গাছে দুই থেকে তিনটা ভুট্টা পর্যন্ত ধরে থাকে। তবে বিশেষ করে একটি ভুট্টা গাছে একটি ভুট্টা হওয়ায় অনেক ভালো। তাতে করে দেখা যাবে যে,ওই দুই থেকে তিনটা ভুট্টা ধরে যে পরিমাণ ভুট্টা হবে তা থেকে একটাতেই তার বেশি ভুট্টা হবে। কেননা, দানা অনেক মোটা হবে আর বড় বড় হবে।


ফটোগ্রাফি ০৫

IMG20220220124427.jpg

একটা লাউ গাছের ফুল। আমরা অনেকেই দেখেছি এবং লাউ সম্পর্কে জানি। সবজির মধ্যে লাউ একটা সুন্দর সবজি। মানুষ গানেই বলে স্বাধের লাউ, আসলে এর স্বাদ অনেক। যদি আবার ডিম ভেঙে ভেঙে দিয়ে রান্না করা যায় তাহলে যেন কি খাচ্ছি মনে হয়। গ্রাম বাংলার আনাচে কানাচে এর চাষ করা হয়। তথা বাড়ির আঙিনায়।


ফটোগ্রাফি ০৬

IMG20220222110408.jpg

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হাওয়ায়, বেশিরভাগ আয়ের উৎস হয় কৃষি শিল্প থেকে। একজন কৃষক ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ধান রোপনের চারা। তারা অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায় জমিতে। তাদের উপরেই আমরাও চেয়ে বসে আছি।


ফটোগ্রাফি ০৭

IMG20220224164528.jpg

চির সবুজের দেশ বাংলাদেশ। এই যেন এক সবুজে ঘেরা এক মাঠ।আমাদের চারপাশে ভরে গেছে ধানে ধন্যে ভরা ফসল। যেদিকে তাকাই সেদিকেই শুধু ধান আর ধান। সুজলা সুফলা ধন্যে ভরে উঠেছে পুরো ফসল ক্ষেত। ধীরে ধীরে বেড়ে উঠে চলে যাবে কৃষকের ঘরে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে।



ধন্যবাদ সবাইকে আমার সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো ধৈর্য্য সহকারে দেখার জন্য।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। কৃষকের ঘাড়ে ফসলের ছোট ছোট চারা গুলো নিয়ে যাওয়ার দৃশ্য আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনি একদম ঠিক কথাই বলেছেন কৃষিপ্রধান এই দেশ। সুজলা-সুফলা শস্য-শ্যামলা এই প্রকৃতির সৌন্দর্য কে আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

খুবই চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাইয়া। প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফিতে সেই প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার অসাধারণ ফটোগ্রাফির জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও ভাই আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন এটা সত্যি জাস্ট অসাধারণ ছিল। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ভুট্টা গাছের ফটোগ্রাফি টি তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক স্পষ্ট এবং সুন্দর ছিল। আপনি অনেক চমৎকার ভাবে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার তোলা ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। তবে একটি হাস্যকর বিষয় হচ্ছে নদী খনন করে তোলা মাটি নদীর পাশেই আবার জমা করে রাখা হয়। পরবর্তীতে যা বিভিন্নভাবে আবারও নদীর মধ্যে গিয়েই পড়ে। এভাবে কাজের কাজ কিছুই হয় না মাঝখান থেকে নষ্ট হয় সরকারের হাজার হাজার কোটি টাকা। ছবিগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ,খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।ভুট্টা ফুল দেখতে খুবই ভালো লাগে।তাছাড়া করতোয়া নদী নামটি ভীষন সুন্দর।করতোয়া নদীর কথা জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে ভুট্টা ফুল এবং ভুট্টার যে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফির গুলো খুবই অসাধারণ লেগেছে। আপনি আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে গ্রামীণ পরিবেশ তুলে ধরেছেন। করোতোয়া নদীর ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে। এ রকম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। এরকম অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি তো খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন। ফটোগ্রাফি গুলো দেখতে কি অসাধারণ দেখাচ্ছে। আমি তো আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির দেখেই একেবারে অবাক হয়ে গেলাম। সুন্দর পরিবেশের খুবই চমৎকার ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

ওয়াও আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে। এত অসাধারন ফটোগ্রাফি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ, প্রতিটি ফটো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে কোনটা রেখে কোনটা প্রশংসা করবো সত্যিই আমি ভেবে পাচ্ছি না। এভাবে চেষ্টা করতে থাকুন একটা সময় যে আপনি আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63182.56
ETH 3083.10
USDT 1.00
SBD 3.83