আমার মুরগির মাংস রান্না ll "আমার বাংলা ব্লগ" ll

হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব, কিভাবে খুব সহজ উপায়ে মুরগির মাংস রান্না করা যায়। তো আর দেরি না করে শুরু করা যাক।

IMG_20210617_174438.jpg

মাংস রান্না করতে যা যা উপকরণ লাগবে:

১. মুরগির মাংস ১ কেজি।
২. তেল ২৫০ গ্রাম।
৩. পিয়াজ ১০০ গ্রাম।
৪. রসুম ৫০ গ্রাম।
৫. লবণ স্বাদ অনুযায়ী।
৬. হলুদ পরিমাণমতো।
৭. আদা পরিমাণমতো।
৮. মরিচ পরিমাণমতো।
৯. মসলা পরিমাণমতো।

আমি রান্নার কাজে যে মসলাগুলো ব্যবহার করব তার কিছু ছবি শেয়ার করলাম।

ধাপ ১

IMG20210518220532.jpg

প্রথমে আমি পিয়াজ, রসুন ও আদা এগুলো ভাল করে ছিলে নিলাম।

IMG20210518215926.jpg

IMG20210518231729.jpg

IMG20210530161543.jpg

রান্নার কাজে ব্যবহৃত সব মশলা উপকরণ এগুলো। এগুলো সব উপকরণ ব্যবহার করে আমি আমার রান্না শুরু করব।

ধাপ ২

IMG20210530152741.jpg

প্রথমে আমি মাংস গুলো ধুয়ে নিলাম।

ধাপ ৩

IMG20210530155223.jpg

তারপর মানুষ গুলোর উপরে আমি এক এক করে মসলাগুলো ঢেলে দিলাম।

ধাপ ৪

IMG20210530155321.jpg

এরপরে আমি সব মশলা উপকরণ দেওয়ার পর ভালোভাবে মেখে নিলাম।

ধাপ ৫

IMG20210530160033.jpg

তারপরে আমি একটু পানি দিলাম। পানি দেয়ার পরে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। 20 মিনিট পর।

ধাপ ৬

IMG20210530161142.jpg

IMG20210530161904.jpg

20 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নারানারি করলাম। তারপর আবার ঢাকনা লাগিয়ে দিলাম। তারপর আমি বিশ মিনিট আবার অপেক্ষা করলাম।

ধাপ ৭

IMG20210612163006.jpg

তারপর আমি দেখলাম আমার রান্না শেষের দিকে। তারপরে একটু কিছুক্ষণ আগুন জ্বালিয়ে রাখলাম।

ধাপ ৮

IMG20210530164404.jpg

এখন আমার রান্না পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো সুন্দরভাবে পরিবেশন করে খেতে পারব।

ধাপ ৯

IMG20210612170626.jpg

পরিশেষে আমি একটা ছবি তুললাম।


আশা করি সবার ভালো লাগবে, আমার রান্নার পোস্টটি দেখে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পরিশেষে,ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ"সকল সদস্যদের।

শুভেচ্ছান্তে-
@hayat221

Sort:  
 3 years ago 

খুব সুন্দর রান্না করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ।

অনেক সুন্দর রান্না করেছেন !! পারলে আমাদের জন্য রাখিয়েন।

আছে আপনারা চাইলে আসতে পারেন।

 3 years ago 

ভাইয়া আমার সেরা রাধুনি।💖💖💖

ধন্যবাদ ।

 3 years ago 

মুরগির মাংস আমার প্রিয়। দেখেই জিভে জল চলে আসলো। রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

খুব ভালো।

ধন্যবাদ

রান্না গুলো দেখে তো অনেক সুন্দর মনে হচ্ছে খেতেও মনে হয় আরো মজা হবে।

হ্যাঁ খাইতে অনেক মজা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67200.37
ETH 3331.98
USDT 1.00
SBD 2.77