তেলে ভাজা " ডিম দিয়ে পাউরুটির চপ " রান্নার রেসিপি ll আমার বাংলা ব্লগ ll

২৭-০৬-২০২১

আসসালামু- আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে "@আমার বাংলা ব্লগ " কর্তৃক আয়োজিত "তেলে ভাজা" প্রথম কনটেস্টে এ আমি অংশগ্রহণ করতে যাচ্ছি।


বন্ধুরা আজকে আমি যে,রেসিপিটি তৈরি করব সেটি খুবই চমৎকার এবং মজাদার প্রিয় একটি খাবার।এই রেসিপিটি আমরা খুব তাড়াতাড়ি বানাতে পারব এবং খেতে পারব কোন ঝামেলা ছাড়াই। এটা যে কোন সময় তৈরি করে আমরা খেতে পারি।

শুরু করা যাক,


ডিম দিয়ে পাউরুটির চপ :

IMG20210627175524.jpg

নিজ হাতে বানানো


উপকরণ সমূহ:

উপকরণ:পরিমাণ:
পাউরুটিএক প্যাকেট
ডিম২ টা
তেলপরিমান মত
লবণপরিমাণমতো
মরিচপরিমান মত
মসলাপরিমান মত

ধাপ ১

IMG20210627172603.jpg

প্রথমে রুটিগুলো আমি এভাবে পিস করলাম। এরকম ভাগ করা হয় সৌন্দর্যের জন্য।


ধাপ ২

IMG20210627172901.jpg

তারপর আমি দুইটা ডিম নিলাম।


ধাপ ৩

IMG20210627173159.jpg

এখানে আমি লবণ, মসলা ও মরিচ নিয়েছি।


ধাপ ৪

IMG20210627173539.jpg

IMG20210627173551.jpg

তারপরে আমি লবণ, মসলা ও মরিচ গুলোর উপর ডিম ভেঙ্গে দিলাম।


ধাপ ৪

IMG20210627174001.jpg

তারপরে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম।


ধাপ ৫

IMG20210627174302.jpg

তারপর আমি করাই চুলার মধ্যে বসিয়ে দিলাম।


ধাপ ৬

IMG20210627174501.jpg

তারপর কিছুক্ষন পর আমি করাইর মধ্যে তেল ঢেলে দিলাম।


ধাপ ৭

IMG20210627174613.jpg

তারপরে রুটিগুলো ভাজার জন্য এভাবে মিশিয়ে নিলাম।


ধাপ ৮

IMG20210627174707.jpg

তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম।


ধাপ ৯

IMG20210627174741.jpg

তারপর আমি কিছুক্ষণ পর সেগুলো উল্টে দিলাম।


ধাপ ১০

IMG20210627175524.jpg

তারপরে আমি আমার রেসিপি টি সম্পূর্ণরূপে তৈরি করতে পেরেছি।


ধাপ ১১

IMG20210627175740.jpg

IMG20210627175847.jpg

তারপরে, আমি ও আমার ভাগিনা সহ আমার তৈরি করা রেসিপি সাথে ছবি তুললাম।


আশা করি সবার ভালো লাগবে আমার রেসিপি টি। আমার রেসিপিটি আপনারা কেউ তৈরি করতে চাইলে, আমার দেখানো পোস্টটি অনুসরণ করলে আপনারা অতি সহজে তৈরি করতে পারবেন। ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

জ্বী ভাই আমার কাছে বেশ ভালো লেগেছে, সহজেই তৈরী করা সম্ভব এবং খেতেও বেশ লাগবে। ধন্যবাদ উপস্থাপন করার জন্য

ধন্যবাদ ভাই পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য।

বন্ধু অসাধারণ রেসিপি তৈরি করেছ। আমি খেয়ে তো ফিদা হয়ে গেছি, পরে আবার আমাকে বানিয়ে খাওয়াতে হবে। ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ। হ্যাঁ হবে একদিন।

 3 years ago 

এই খাবারটা আমার ভীষণ পছন্দের। আমি মাঝে মাঝেই চেষ্টা করি খাওয়ার জন্য ,বাসায় আমার গিন্নি বানিয়ে দেয় । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া। এটা আমারও খুবই পছন্দের একটা খাবার। আমি এটা প্রতিদিনই খেয়ে থাকি সকাল বেলা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58006.10
ETH 3098.72
USDT 1.00
SBD 2.43