[প্রসঙ্গঃ আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি // ১০% ভালোবাসা @shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

ভালোবাসা নিবেন,


আজ- ১৭ই, ভাল্গুন / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / বুধবার /


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার তোলা কিছু সেরা রেনডম ফটোগ্রাফি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG_20220302_224048.jpg



ফটোগ্রাফি ০১

IMG20220227115303.jpg

বসন্ত এসে গেছে আমাদের দুয়ারে। বসন্তের সময়ে সুন্দর ফুল ফুটেছে- শিমুল ফুল। আশা করি আমরা অনেকেই এই ফুলটি চিনি। ফুলটি বছরে একবার ফুটে। সেটা আবার বসন্ত কালে। এই ফুল থেকে ফোটে মোচা বা কলা আকার ধারণ করে, সেই কলার ভিতর চেপে থাকে তুলো। সেই তুলো আমরা ব্যবহার করি। আমরা নানান কাজে ব্যবহার করি বিশেষ করে বালিশ তৈরি করতে।

ফটোগ্রাফি ০২

IMG20220227115430.jpg

সুন্দর সারিবদ্ধ ভাবে সাজিয়ে তুলেছে এই ক্ষেত। এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। যারা গ্রামে বাস করে তারার নানান ধরনের ফসলের ক্ষেত দেখতে পায়। তারা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। আর যারা গ্রামে আছে শহর থেকে বেড়াতে তারা এগুলো দেখে অনেক আনন্দ পায়। পরিবেশটাও তাদের অনেক ভালো লাগে। সুজলা-সুফলা কি অপরূপ দৃশ্য।


ফটোগ্রাফি ০৩

IMG20220301165407.jpg

এটা কি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে কাঁঠাল ফল।আমাদের দেশের ফলের মধ্যে কাঁঠাল কে জাতীয় ফল হিসেবে গণ্য করা হয়েছে। এর স্বাদ যেন অতৃপ্তি কর। বছরে একবার খেলেও যেন সারা বছর মুখে লেগে থাকে এর স্বাদ।


ফটোগ্রাফি ০৪

IMG20220301165651.jpg

আমাদের গ্রামে পড়ন্ত বিকেলে গড়ে উঠেছে গ্রাম্য বাজার। সেটাতে ছোট ছোট আকারে গরম গরম বেসনের তৈরি করা বড়া। গরম গরম খেতে বেসনের বড়া অনেক ভালোই লাগে। প্রতিদিনে অনেক বড়া বিক্রি করে। শুধু বড়ায় নয় আলুর চপ, কালাই পাপড় ও আলুর পাপড়।


ফটোগ্রাফি ০৫

IMG20220301165515.jpg

সেই পড়ন্ত বিকেলের সেই বড়ার দোকানে ভিড় জমেছে বড়া কেনার জন্য। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। সে প্রায় প্রতিদিনই দোকানটি দেয় সেই জায়গায়। বিকেল হলেই এখানে অনেক আড্ডা হয় বড়া খেতে খেতে। মা, চাচি থেকে শুরু করে চাচা ও ছোট ভাইদের সাথে বড়া খাওয়ার আড্ডা টা অনেক ভালো লাগে।


ফটোগ্রাফি ০৬

IMG20220302084259.jpg

গ্রামের ছোট ভাতিজা যখন গাড়ি তৈরি করে বাঁশ দিয়ে। এটা আর কোন গাড়ি নয় এটা হচ্ছে ভেকু অর্থাৎ মাটি খোঁড়া গাড়ি। আমাদের গ্রামের পাশেই করতোয়া নদী। খনন কাজে লেগেছে সরকার। খনন করার জন্য এনেছে ভেকু গাড়ি। সেগুলো দেখে দেখেই তারাও তৈরি করছে ভেকু গাড়ি। তার এই অভিনব কর্মসূচি দেখে আমার অনেক ভালো লেগেছে। আমরাও অনেকেই এরকম ছোটবেলায় নানান ধরনের জিনিস তৈরি করে খেলেছি। মনে পড়ে গেল স্মৃতিবেলা।


ফটোগ্রাফি ০৭

IMG20220302120554.jpg

এটা হচ্ছে একটা পাওয়ার টিলার। এটা দিয়ে জমি চাষ করা হয়। কি অভিনব পদ্ধতি তৈরি করেছে মানুষ। মানুষের মাথা থেকে এসেছে এসব বুদ্ধি। চাষাবাদের জন্য কত সুযোগ-সুবিধা করে দিয়েছে মানুষজন। সময়ের পর সময় লাগতো গরুর মাধ্যমে হাল চাষ করে। এইগুলো এরকম পাওয়ার টিলার এসে সুন্দরভাবে অনায়াসে জমি চাষ করে যাচ্ছে।



ধন্যবাদ সবাইকে আমার সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো ধৈর্য্য সহকারে দেখার জন্য।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 3 years ago 

দক্ষ হাতে দারুন ক্যামেরাবন্দি। এরকম ফটোগ্রাফি কার না ভালো লাগে। খুব সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো বিশেষ করে ছোট ছোট কাঠাল গুলো দেখে তো মনে হচ্ছে কবে জে বড়ো হবে😁। যাইহোক ভাই সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো।

ভাইয়া আপনি আপনার অনুভূতি সুন্দর ভাবে প্রকাশ করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন ছিল ভাইয়া বিশেষ করে শিমুল ফুলটি তোর চোখ ধাঁধানো একদম ।দারুন উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আজকে আমাদের মাঝে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে সিওর। বিশেষ করে ক্ষেতের পেঁয়াজ গাছ গুলো দেখে অসাধারণ লাগছে। আসলে ফটোগ্রাফি করার মধ্যেও কিছু টেকনিক পেয়েছে যে আপনি আজকে অবলম্বন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাই।

বাহ ভাইয়া আপনার অনুভূতি গুলো সুন্দর ভাবে প্রকাশ করেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া দেখে। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে । রেনডম ফটোগ্রাফি ছিল প্রত্যেকটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার সাথে সাথে বর্ণনাগুলো অনেক সুন্দরভাবে দিয়েছেন । এত সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম।

 3 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো খুব ভাল ছিল। আমার বেশ চমৎকার লেগেছে। এভাবে প্রতিনিয়ত আমাদের সাথে আপনার রেনডম ফটোগ্রাফি শেয়ার করবেন এটা কামনা করি। ভালো থাকুন আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনিও সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সাথেই থাকুন।

 3 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু গ্রামীণ বৈচিত্র্যময় ফটোগ্রাফি করেছেন যেটা দেখে অসাধারণ না বলে পারলামনা। খুব ভালো লাগলো আপনার এই রকম একটি ফটোগ্রাফি দেখে। অনেক ভালো ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই গ্রামীণ বৈচিত্রের উপর ফটোগ্রাফি গুলো করা ছিল ‌‌। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 3 years ago 

আমি বিগত ৫ বছর ধরে শিমুল দেখি নাই তবে আজ আপনার পোষ্টের মাধ্যমে তা দেখার সুযোগ হল।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তাই নাকি এখন সব জায়গায় শিমুল ফুল দেখা যায় না। আপনার অনুভূতিটা অনেক ভালো লাগলো আমার।

 3 years ago 

আপনার ফটোকপি গুলো জাস্ট অসাধারণ ছিল ভাই। আপনি আপনার দৈনিক জীবনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আমার কাঁঠালের ফটোগ্রাফি টা বেশ দারুন লেগেছে ধন্যবাদ আপনাকে চমৎকার এই ফটোগ্রাফি পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুভূতি প্রকাশ করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি অসম্ভব অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার সব গুলো ফটোগ্রাফি অনেক দারুণ হয়েছে ভাইয়া। আমার কাছে অনেক ভালো লেগেছে পেঁয়াজ গাছের ফটোগ্রাফি আর কাঁঠালের ফটোগ্রাফি টা অসম্ভব সুন্দর হয়েছে। আরও বেশি ভালো লেগেছে আপনার ভাতিজার সেই চমৎকার বাঁশের তৈরি ভেকু গাড়ি টা।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

অনেক ভালো লাগলো আপু আপনার অনুভূতি পড়ে। ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে রেনডম ফটোগ্রাফি করেছেন। সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33