// আমার বাংলা ব্লগ // "ফুটবল" খেলা সম্পর্কে কিছু কথা // ২৮-০৬-২০২১



হ্যালো বন্ধুরা,

সবাইকে-অভিনন্দন

আসসালামু- আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালোবাসি। আজকে আমি শেয়ার করবো ফুটবল খেলা সম্পর্কে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।


1.jpg
Source

আমি প্রথমে খেলা নিয়ে কিছু কথা বলতে চাই, খেলাধুলা হচ্ছে শারীরিক চর্চা। খেলাধুলা করলে যেমন শারীরিক চর্চা হয়ে যায় অন্যদিকে মন ভালো হয়ে যায়। মন ও শরীর ভালো রাখতে হলে খেলাধুলা অবশ্যই করতে হবে। খেলাধুলার কোন বিকল্প নেই, সেটা ফুটবল হোক বা অন্য কোন খেলা হোক। তবে ফুটবল বিশ্বের একটি জনপ্রিয় খেলা। এই খেলার সম্পর্কে সবাই যানে।


ফুটবল

পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল এরই নাম ফুটবল। ফুটবল একটি বিশ্ব জনপ্রিয় খেলা।

observerbd.com_1598022644.jpg
Source



ফুটবল ইতিহাস

ফুটবল একটি জনপ্রিয় খেলা। ফুটবল খেলা চার বছর পর পর ফুটবল প্রেমীদের কাছে আসে। তাই এই নিয়ে মাতামাতির শেষ নেই। পতাকা বানাও, সাপোর্ট করো ও খেলা দেখো আরো কত কি। সারা বিশ্বে চলে এই আনন্দ। কিন্তু আমরা যারা ফুটবলকে ভালোবাসি, মনে ধারণ করি তারা অনেকেই জানেন না, এই খেলার আদি উৎপত্তি কোথায় আর প্রাচীন যুগে কারা খেলত।

বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে জানা গেছে, ফুটবল খেলা প্রথম আরম্ভ করেছিল প্রাচীন গ্রিক এবং রোমান সম্প্রদায় খ্রিষ্টপূর্ব ৩৫০ সালের দিকে। প্রাচীন গ্রীক ও রোমানরা বল নিয়ে বিভিন্ন রকমের খেলা খেলত। তার মধ্যে কিছু কিছু খেলা পা ব্যবহার করে খেলত।


ফুটবল মাঠ

ফুটবল খেলার মাঠ অবশ্যই আয়তাকার হতে হবে। আন্তর্জাতিক ম্যাচের জন্য মাঠের দৈর্ঘ্য সর্বোচ্চ ১১০ মিটার ও সর্বনিম্ন ১০০ মিটার। এবং প্রস্থ সর্বোচ্চ ৭৫ মিটার ও সর্বনিম্ন ৬৪ মিটার। গোলপোস্টের দুটির বারের দূরত্ব ৭.৩২ মিটার ও উচ্চতা ২.৪৪ মিটার।

depositphotos_370236272-stock-photo-football-football-field-top-light.jpg
Source



ফুটবল খেলার সরঞ্জাম :

একজন প্লেয়ারের সাথে এসব সরঞ্জাম গুলো থাকবে। তখনই সে খেলতে পারবে।
১. প্যান ও জার্সি. ২.বুট. ৩.গার্ড. ৪.মুজা. ৫.গ্লোভস।


প্যান ও জার্সি :

এই দুটো হচ্ছে প্যান ও জার্সি। প্রতিটি খেলোয়াড় কে প্যান ও জার্সি পরে মাঠে নামতে হবে।

unnamed (3).jpg
Source



বুট :

এগুলো হচ্ছে বুট। একজন খেলোয়ার বুটগুলো পায়ে পড়ে মাঠে প্রবেশ করবে। বুট পরার কারণ হচ্ছে এক খেলোয়াড় পা থেকে অন্য খেলোয়াড়ের পায়ের সাথে সংঘর্ষ লাগলে পা ভেঙ্গে যেতে পারে। এসব থেকে রক্ষা পাওয়ার জন্য বুট পরা হয়।

ktgfM5sYSmgST2h5mG28xP.jpg
Source



গার্ড :

এগুলো হচ্ছে গার্ড। এগুলো বুথ থেকে হাঁটুর মাঝখানে গার্ড গুলো ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করা হয় পা দুটিকে রক্ষা করার জন্য।

football-shin-guard-500x500.jpg
Source



মুজা :

এগুলো হচ্ছে মুজা। এই মুজাগুলো পড়ে তারপরে বুট পরতে হবে। শুধু বুট পরলে এর সাথে মুজা না পরলে,পা আউলিয়ে যেতে পারে।

adidas_santos_18_football_socks_1__00782.1510079248.800.800.jpg
Source



গ্লোভস :

এগুলো হচ্ছে গ্লোভস। এই গ্লোভস গুলো শুধু গোলকিপার ব্যবহার করে থাকে।

71Ojn3FuVEL._AC_SL1280_.jpg
Source



ফুটবল খেলার নিয়ম- কানুন

১. ফুটবল খেলার জন্য সুন্দর একটি আয়তাকার মাঠ
থাকতে হবে।
২. ফুটবল খেলার জন্য যে বলটি থাকবে তার ওজন
সর্বোচ্চ হবে ৪৫০ গ্রাম।
৩. প্রতিটি খেলোয়াড়রা সাজিয়ে মাঠে আসতে হবে।
৪. খেলার মধ্যে রেফারি একটি গুরুত্বপূর্ণ । রেফারি
যতক্ষণ না পর্যন্ত বাঁশি না বাজাবে ততক্ষণ পর্যন্ত
খেলোয়াড়দের দাঁড়ায় থাকে। তারপর বাঁশি
বাজালে সঙ্গে সঙ্গে খেলা শুরু করতে হবে। রেফারি
সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
৫. এই খেলার মধ্যে হলুদ কার্ড ও লাল কার্ড রয়েছে।
নিয়মের বিরুদ্ধাচরণ করলে রেফারি হলুদ
কার্ড দেখাতে পারে।
৬. আবার গুরুতর ফাউল করলে রেফারি সঙ্গে সঙ্গে
লাল কার্ড দেখাতে পারে। আর লাল কার্ড খাওয়ার
সাথে সাথে মাঠ থেকে উঠে যেতে হবে।
৭. দুই দল মিলে খেলোয়ার থাকতে হবে ২২ জন।
এছাড়াও ৬ জন অতিরিক্ত থাকতে পারে।
৮. কোন খেলোয়াড়ের বড় কোন প্রবলেম হলে সে
খেলোয়াড়ের পরবর্তীতে অন্য খেলোয়াড় নামতে
পারবে।
৯. খেলাটি ৯০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে।
তবে ৯০মিনিটের মধ্যে কোন পক্ষের গোল
না হলে,অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হয়।
১০. খেলা চলাকালীন সময়ে বল মাঠের বাইরে
গেলেে,থ্রো-ইন দিয়ে আবার খেলা শুরু হয়।



আমার মতামত :

এই ফুটবল খেলা খেলতে গেলে একটা খেলোয়াকে কঠিন পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে খেলাটি খেলতে পারা অসম্ভব'। এই খেলাটি ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেলতে পারে। খেলাটি এখন গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত বিদ্যমান। খেলাটি জনপ্রিয় হয়েছে প্রতিটা মানুষের ক্ষেত্রে। খেলাটিতে অনেক আনন্দ উপভোগ করা যায়।


আশা করি সবার ভালো লাগবে আমার ফুটবল পোস্টটি দেখে। এর মাঝে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের। আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লিখেছো ভাইয়া 💖💖

অনেক ধন্যবাদ তোমাকে পড়ার জন্য।

 3 years ago 

ভালো বিস্তারিত তথ্য দিয়েছেন ফুটবল খেলা সম্পর্কে ধন্যবাদ আপনাকে।

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42