প্রসঙ্গঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে-দশমির শেষে "ভুরি-ভোজে করে খাওয়ার আয়োজন" ll ১০% পে-আউট @shy-fox
হ্যালো বন্ধুরা,
আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
প্রসঙ্গঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে-দশমির শেষে "ভুরি-ভোজে করে খাওয়ার আয়োজন" ll
সবাই কেমন আছেন?
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে, আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমার আজকের পোস্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে-দশমির শেষে "ভুরি-ভোজে করে খাওয়ার আয়োজন। আশা করি সবাই উপভোগ করতে পারবেন।
বরাবরের মতো, এবারও পূজার ভুরি-ভোজে করে খাওয়ার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই এটা আমাদের বন্ধুদের মাঝে হয়ে থাকে। আমরা প্রায় ১০ থেকে ১৫ জন বন্ধু সচরাচর যোগাযোগের মাধ্যমে কথা বলে থাকি স্কুল জীবন থেকে। সেই স্কুল জীবনের ১০ থেকে ১৫ জনের মধ্যে একটাই ছিল হিন্দু ধর্মের বন্ধু। তাকে আমরা কখনো ধর্মের ভেদাভেদ বন্ধুত্ব করে আসেনি। আমি যেমন মানুষের একজন মানুষ এটাই ভেবে। এটা হতে পারে তার ধর্ম সে পালন করবে আমার ধর্ম আমি পালন করব। এর মাঝে কোন বৈষম্যের ভেদাভেদ নেই আমাদের সবার মাঝে। "কথাই বলে ধর্ম যার যার উৎসব সবার"।
আমাদের এই ভুরি ভোজের আয়োজন করা হয়েছিল গত শুক্রবার। কিন্তু আমার বন্ধু বিসর্জনের ব্যস্ততা থাকায় আমরা ঐদিন করতে পারিনি। অন্যথায় আমরা দিন ঠিক করছিলাম শনিবার। তারপরে আমরা শনিবারে মোটামুটি কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম আমাদের শহরের নামকরা একটি হোটেল।"শাহ হোটেল"।
পূজার উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সবাই বাসায় এসেছিলাম। আমরা কয়েকজন মিলে সপ্তমীর দিনে অনেকজন বেরিয়েছিলাম পূজা দেখার জন্য। আসলে সত্য কথা বলতে বন্ধুদের সাথে দেখা করতে হলে বা সবাই একসাথে হতে হলে এইরকম ছুটির ব্যবস্থা ছাড়া কখনো দেখা হয় না। এক হচ্ছে আমাদের দুই ঈদ ও পূজার ছুটিতে ছাড়া সবাই একসাথে কখনো হতে পারি না। তাই সবাই বরাবরেই একসাথে হয় খাওয়ার প্লান করে ফেলি।"বাজেটে থাকতেছে মিলন চন্দ্র রায়"। পরপরেই খেয়ে আসি আমার শহরের নামকরা হোটেল এ।
এবার একটু হোটেল নিয়ে কিছু কথা-:
আমরা এই হোটেল এ কেন যাই খেতেএই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর খাবারের মান থেকে শুরু করে পরিবেশ অনেকাংশেই উন্নত মানের। এখানে যারা খাবার পরিবেশন করে তাদের মন-মানসিকতা বন্ধুসুলভ। এখানে সব রকমের খাবার পাওয়া যায়। শুধু কম দামি থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত। আসলে আমি কিছু কিছু জায়গার, খাবারের ও লোকজনের ভিড়তার কিছু ছবি শেয়ার করব তখনই বুঝতে পারবেন হোটেলের পরিবেশ সম্পর্কে। এখন আমরা ভুরিভোজের জন্য খাবার বেছে নিয়েছি, "গ্রিল আর নান রুটি"। এখন আমি ধাপে ধাপে শেয়ার করব আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়ার কিছু ছবি।
হোটেলের লোকেশন
https://w3w.co/gums.flocking.sulked
|Device|oppo|12|A|
অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়ে ভুরিভোজ করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ জানাই সকলকে আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।
শুভেচ্ছান্তে-
@hayat221
বন্ধুদের সাথে এভাবে একসাথে খাওয়া এবং সময় কাটানোর মজাই আলাদা। সময় গুলো ভালোই কাটিয়েছেন এভাবে আরো ভালো সময় কাটাবেন বন্ধুদের সাথে এবং প্রিয় মানুষ জনের সাথে কামনা করি।শুভ কামনা রইল আপনার জন্য।
হ্যাঁ ঠিক বলেছেন বন্ধুদের সাথে সময় কাটানো অনেক মজা। ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
ভুরিভোজ দেখতে কারনা ভালো লাগে!
কিন্তু আমার অনেক খারাপ লেগেছে!
কারণ হলো আপনাদের এতো এলাহী খাবার দাবার দেখে আমারো খেতে ইচ্ছে করছে।
চোখের সামনে খাবার থাকলে তো খারাপ লাগবেই। তবে আপনি চাইলে ফ্রেন্ডের সাথে খেতে পারেন। অনেক মজা হয় সবাই মিলে একসাথে খেলে। অসংখ্য ধন্যবাদ।
বন্ধুদের সাথে এভাবে উৎসবের মধ্যে একসাথে খাওয়া এবং সময় কাটানোর মজাই আলাদা মজা আছে যারা অন্য সবকিছু তুলনায় অনেক বেশি। সময় গুলো ভালোই কাটিয়েছেন এভাবে আরো ভালো সময় কাটাবেন বন্ধুদের সাথে এবং প্রিয় মানুষ জনের সাথে কামনা করি।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আমিও বরাবরই এই কামনাই করি যেন বন্ধুদের সাথে সব সময় থাকতে পারি।
আসলে খাবার আমার অতীব পছন্দের একটি জিনিস। ভুরিভোজ করলেন কিন্তু ইনভাইট করা উচিত ছিল ভাই। অতীব চমৎকার দৃশ্য পথ দিয়ে সাজিয়েছেন আপনার ভুরিভোজের প্রতিটি পর্যায়ে
পরেরবার ভুরি ভোজের আয়োজন করা হলে অবশ্যই ইনভাইট করব। এখন শুধু অপেক্ষার পালা।
খুশি হলাম ভাই।
অবশ্যই ভাইয়া।
আপনার পোস্ট ও আলোকচিত্র গুলো অনেক ভালো হয়েছে।সবমিলে পোস্টটি সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে পুরো পোস্টটি পড়ার জন্য।
আমাদের বন্ধুদের ভাষায় এটা গ্রিল এবং বন রুটি।এটা দিয়ে ভুরিভোজ সত্যি দারুন অনুভুতি অনেক সুন্দর সময় পার করেছেন।সব মিলিয়ে দারুন ছিলো।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য। আসলেই খাবার মানেই আগুন।