[প্রসঙ্গঃ ভাইয়া ও ভাবীর জন্য দোয়া চেয়ে // ১০% ভালোবাসা @shy-fox]


09-01-2022

২৩ই পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার বড় ভাইয়ার বিয়ের আনন্দ মুহূর্ত। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG_20220109_001754.jpg



আমার একটি মাত্রই বড় ভাই। তার গত শুক্রবার বিয়ে করেছে। তাই তাদেরকে নিয়ে আজকে আমার প্রতিবেদন। প্রথমেই সবার কাছে প্রার্থনা চাই, তারা যেন সারা জীবন একসাথে ভালো ভাবে কাটাতে পারে। আপনারা সবাই মন থেকে প্রার্থনা করবেন। গত একমাস ধরে বিয়ে হবে হবে বলে সময় ছাড়িয়ে যাচ্ছে। দেখতে দেখতে চলে আসলো বিয়ের সময় বা দিন। দেখতে দেখতে বিয়ে টাও সম্পন্ন হয়ে গেল। আমার ভাইয়া পেয়ে গেল একজন জীবনসঙ্গিনী। আবারও সবার কাছে প্রার্থনা চাই, আমার ভাইয়া ও ভাবীর জন্য। এখন দেখে নেয়া যাক আনন্দ মুহূর্ত গুলো।

IMG20220106205202.jpg

IMG20220106210925.jpg

এটা ছিল আমার ভাইয়ার হলুদ ছোঁয়ার স্টেজ। আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি হলুদ ছোঁয়ার স্টেজ। বিভিন্ন রকমের কাগজের ফুল দিয়ে। এগুলো সব ছিল ডেকোরেটর উপকরণ।


বিশেষ আকর্ষণ এখন আমি দেখাবো, আমার ভাইয়ার হলুদ ছোঁয়ার সাথে সাথে মিষ্টিমুখ করার মুহূর্ত।

IMG20220106193433.jpg


IMG20220106193710.jpg


IMG20220106193723.jpg


IMG20220106193741.jpg


IMG20220106193633.jpg


IMG20220106193647.jpg


IMG20220106193658.jpg

এগুলো সব কিছুর সাজিয়েছে আমার-বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন। সবাই সুন্দর করে সবকিছু সাজিয়েছে। আমার অনেক ভালো লেগেছে তাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

IMG20220106212441.jpg

IMG20220106220703.jpg

IMG20220106220812.jpg

IMG20220106220808.jpg

তারপর আমরা সবাই আমার ভাইয়াকে এক এক করে হলুদ ও মিষ্টিমুখ করা শুরু করলাম। ছোট থেকে বড় পর্যন্ত সবাই হলুদ ছোঁয়া ও মিষ্টিমুখ করালো। এটা অনেক আনন্দের মুহূর্ত ছিল। শুধু এতেই শেষ নয়-ভাইয়াকে মিষ্টিমুখ করার সাথে সাথে কিছু টাকাও দিতে হয়। এভাবে হলুদ ছোঁয়া ও মিষ্টি মুখ করার মুহূর্তে আমার ভাইয়ার টাকা উঠেছিল ১০০০০ হাজার টাকা।

IMG20220107113800.jpg

IMG20220107113814.jpg

আমাদের এইদিকে এখনো এই প্রথা আছে। যে কারো বিয়ে হলে রং মাখামাখি করতে হবে। তাই আমরাও করে নিয়েছি। আমরা লাল, নীল ও অনেক রাবিশ মাখামাখি করেছি। ওই সময়টা অনেক আনন্দের মুহূর্ত ছিল।

IMG20220107221711.jpg

IMG20220107221737.jpg

IMG_20220108_214505.jpg

অবশেষে যখন বিয়ে সম্পন্ন হয়ে গেল, আমরা আমার ভাবীকে নিয়ে আসলাম আমাদের বাসায়। অনেক ভালো লাগলো নিজেকে যে, আমারও এখন থেকে ভাবী ডাকা হবে একজনকে। আসলেই বুঝতেছি না কতটা শেয়ার করতে পারলাম। যাইহোক সর্বোপরি আমি অনেক খুশি নতুন ভাবী পেয়ে। আবারো, সবার কাছ থেকে প্রার্থনা চাই আমার ভাইয়া ও ভাবীর জন্য।



আশা করি আপনারা সবাই মন থেকে প্রার্থনা করবেন। আর এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। জানিনা কতটা আনন্দ মুহূর্ত শেয়ার করতে পেরেছি। তবে যা পেরেছি, মোটামুটি অনেক। কেননা খুবই বিজি ছিলাম কাজের চাপে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  

ওয়াও অসাধারণ সুন্দর মুহূর্ত কাটিয়েছে আপনার ভাইয়ের বিয়েতে। যা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার ভাইয়ের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর আপনার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল

 3 years ago 

@hayat221 ভাই পুরো অনুষ্ঠানটি দারুন উপভোগ করলেন দেখলাম ♥️
আপনার ভাই ভাবীর জন্য অনেক দোয়া এবং শুভ কামনা রইল। তাদের ভবিষ্যৎ জীবন সুখকর হোক 💫। আর বিয়ে বাড়ির এই অনুষ্ঠানগুলো সত্যিই মনে রাখার মতো ❣️।
অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য ♥️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64