[প্রসঙ্গঃ আমার পেন্সিল আর্ট"কাকতাড়ুয়া অংকন"১০% ভালোবাসা @shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

ভালোবাসা নিবেন,


আজ- ১৪ই, চৈত্র / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / মঙ্গলবার /


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার পেন্সিল আর্ট করা, একটি জমি ক্ষেতের উপর কাকতাড়ুয়ার চিত্র অংকন। চলুন তাহলে দেখে নেয়া যাক।



প্রথমেই একটা কথা বলে নেই, আমি ততটা সুন্দর আর্ট করতে পারিনা। তারপরেও মাঝেমধ্যে চেষ্টা করি কিন্তু ভালো হয় না। জানিনা আজকের টা কত ভালো করতে পেরেছি।


যাইহোক আগে বলে নেওয়া ভালো। কলেজ থেকে আসার পরে ম্যাচে বসে আছি। বসে থাকতে থাকতে খুব শখ জাগলো একটা আর্ট করার। মাথায় উঠে বসলো তাই শুরু করে দিলাম একটা জমির উপরে থাকা কাকতাড়ুয়ার অংকন। যেহেতু রেগুলার অঙ্কন করতে পারি না সেহেতু খুব সহজ একটা অংকন করলাম। সহজ কিছু করে আগে আর্ট করার বিষয়টা মাথায় তুলে নেই। কেননা একবারে ততটা ভালো করতে পারব না এটা সবাই বুঝি এবং জানি। আমার চেয়ে এখানে অনেক আর্টিস্ট আছে যারা রেগুলার সুন্দর সুন্দর আমাদের মাঝে সুন্দর আর্ট তথা ড্রয়িং ও পেইন্টিং শেয়ার করে থাকে। খুব সুন্দর হয় তাদের গুলো। তাদের দেখে আমিও একটু একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশেষে মোটামুটি একটু পারলাম বলে মনে হচ্ছে আমার কাছে। জানিনা আপনারা কিভাবে নিবেন ভালো হয়েছে কিনা। তো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক।

IMG_20220329_205616.jpg


আর্ট করার উপকরণ

IMG_20220326_215145.jpg

১. একটি সাদা পেজ।
২. একটি পেন্সিল ও
৩. একটি রাবার।

যেহেতু আমার এটা পেন্সিল ✏️ আর্ট সেহেতু বেশি উপকরণ লাগেনি।

ধাপ ০১

IMG_20220326_215145.jpg

প্রথমে আমি একটি সাদা পেজের উপরে রাখা পেন্সিল ও রাবারের ছবি তুলে দিলাম।

ধাপ ০২

IMG_20220326_215222.jpg

তারপর আমি ওই সাদা পেজের উপরে পেন্সিল দিয়ে একটা বৃত্ত তথা মাথা এঁকে নিলাম।


ধাপ ০৩

IMG_20220326_215257.jpg

তারপর আমি ওই বৃত্তের মধ্যে তথা মাথার মধ্যে চোখ ও তাঁতের শাড়ি অংকন করে নিলাম।


ধাপ ০৪

IMG_20220326_215345.jpg

তারপর আমি হাতদুটো করে নিলাম।


ধাপ ০৫

IMG_20220326_215406.jpg

তারপর আমি পুরো বোডি করে নিলাম।


ধাপ ০৬

IMG_20220326_215447.jpg

তারপর আমি গলাটা ঠিক করে নিলাম।


ধাপ ০৭

IMG_20220326_215605.jpg

তারপর আমি জমির উপরে কিছু ফসলের দৃশ্য এঁকে নিলাম।


ধাপ ০৮

IMG_20220326_215713.jpg

তারপর আমি ক্ষেতের দৃশ্যগুলো একটু ঘষে দিলাম এমনকি তার পাশে কিছু বাড়ি ঘরের দৃশ্য এঁকে নিলাম।


ধাপ ০৯

IMG_20220326_220053.jpg

তারপর আমি কিছু পাখির দৃশ্য ও পেন্সিল কালার করে নিলাম।


ধাপ ১০

IMG_20220326_220120.jpg

এটাই হচ্ছে সর্বশেষ ধাপ। মোটামুটি একটু আর্ট করতে পেরেছি।



ধন্যবাদ সবাইকে আমার আর্টটি ধৈর্য সরকারে দেখার জন্য।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 3 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি কাকতাড়ুয়া অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার পেন্সিল দিয়ে অঙ্কন করা কাকতাড়ুয়া। পেন্সিল দিয়ে অঙ্কন করা চিত্রাংকন আমার কাছে খুবই ভালো লাগে। পেন্সিল দিয়ে চিত্রাংকন করতে আমি অনেক পছন্দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাকতাড়ুয়ার পেন্সিল আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে।। পেন্সিলে অংকন আমার কাছে খুবই ভালো লাগে।। কাকতাড়ুয়া অংকন এর ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।।

 3 years ago 

আপনার কাকতাড়ুয়া আর্ট খুব অসাধারণ হয়েছে। আগে ফসলি জমিতে এই ধরনের কাকতাড়ুয়া দেখা যেত। এখন আর তেমন একটা দেখা যায়না। আপনার আর্ট টি খুবই অসাধারণ হয়েছে। দেখে খুব ভালো লাগলো। খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

পেন্সিল ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি কাকতাড়ুয়ার অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অঙ্কিত এই কাকতাড়ুয়া টি দেখতে বেশ ভালোই দেখাচ্ছে। চেষ্টা করতে থাকুন আরো ইউনিক ধরনের কিছু অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পেন্সিল দিয়ে আঁকা আপনার তৈরি কাকতাড়ুয়া চিত্র অংকন টি দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। সত্যি কথা বলতে মনের ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকতাড়ুয়া প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ওয়াও!!আপনার পেন্সিলে আর্ট"কাকতাড়ুয়া অংকন"টি সত্যিই আমার কাছে দারুন লেগেছে খুবই সুন্দর করে আপনি কাকতাড়ুয়া এঁকেছেন।রং বিহীন♥♥

জি আপু কখনো আর্ট করিনি। আপু আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।

 3 years ago 

পেন্সিল দিয়ে অঙ্কন করা যেকোনো ধরনের চিত্র দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও পেন্সিল দিয়ে আঁকতে খুবই ভালোবাসি। খুবই সুন্দর একটি জিনিস অঙ্কন করেছেন ছোটবেলায় মাঠে দেখতাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছে পেন্সিল দিয়ে আর্ট করা দেখতে খুবই ভালো লাগে ।আপনি খুব সুন্দর করে কাকতাড়ুয়া আর্ট করলেন ।যেটা খুবই সুন্দর হয়েছে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

জি ভাইয়া পেন্সিলের আর্ট ভালোই লাগে দেখতে ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 3 years ago 

শুধুমাত্র পেন্সিল দিয়ে সুন্দর একটি কাকতাড়ুয়া অঙ্কন করেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ আপনি ছবিটি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি পেন্সিল স্কেচ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একটু চেষ্টা করতে করতেই কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। তবে আপনাদের ভাল লেগেছে এটা জেনে খুশি হলাম। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 3 years ago 

এই কাকা তারুয়া দেখে গ্রামের দৃশ্যপটের কথা মনে পড়ে গেল। পেন্সিলের আঁচরে খুব সুন্দর এঁকেছেন ভাই। এবং আপনার উপস্থাপনা খুব সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 87929.97
ETH 3248.09
USDT 1.00
SBD 3.07