Diy-এসো নিজে করি:- রঙ্গিন কাগজ দিয়ে মগ তৈরি ll ১০% পে-আউট @shy-fox
২৪ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
প্রসঙ্গঃ"রঙিন কাগজ দিয়ে মগ তৈরি"
হ্যালো বন্ধুরা,
সবাইকে-অভিনন্দন
আশাকরি, এপার-ওপার দুই বাংলার সকল সদস্যরা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সর্বদা সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমি আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমার আজকের পোস্ট-রঙিন কাগজ দিয়ে মগ তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক, মগ তৈরীর প্রক্রিয়া গুলো।
মগ তৈরির উপকরণঃ
১. একটি রঙিন কাগজ।
২. একটি আটা ও
৩. একটি কাচি✂️।
মগ তৈরির ধাপ ০১
প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়েছি। তারপরে এটাকে কেটে চতুর্দিক স্কয়ার করে নিলাম।
মগ তৈরির ধাপ ০২
তারপরে রঙিন কাগজ টাকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম।
মগ তৈরির ধাপ ০৩
তারপরে আমি আবার ভাঁজ করে নিলাম।
মগ তৈরির ধাপ ০৪
তারপরে আমি আবার দুই সাইট ভাঁজ করে নিলাম।
মগ তৈরির ধাপ ০৫
তারপরে আমি ভাঁজ গুলো খুলে নিলাম।
মগ তৈরির ধাপ ০৬
তারপরে আমি আগের ভাঁজ খুলে নিয়ে, অপর-দিকে ৪ টি ভাঁজ করে নিলাম।
মগ তৈরির ধাপ ০৭
অপরদিকের ভাঁজ করা থেকে একটি ভাঁজ এভাবে কেটে নিলাম।
মগ তৈরির ধাপ ০৮
তারপরে আমি আটা লাগিয়ে রাখলাম, দুই মাথা একসাথে করার জন্য।
মগ তৈরির ধাপ ০৯
তারপর আমি আটা লাগিয়ে নিলাম।
মগ তৈরির ধাপ ১০
এগুলো হচ্ছে মগের তলা।
মগ তৈরির ধাপ ১১
এখন এগুলোতে আটা লাগিয়ে দিলেই তলা তৈরি হয়ে যাবে।
মগ তৈরির ধাপ ১২
তারপরে আমি সুন্দর করে তলাটি লাগিয়ে দিলাম।
মগ তৈরির ধাপ ১৩
তারপরে আমি মগের হাতল বানিয়ে নিলাম। শুধু লাগানোর বাকি।
মগ তৈরির ধাপ ১৪
পরিশেষে আমি মগের হাতল টিও লাগিয়ে নিলাম।
মগ তৈরির ধাপ ১৫
সর্বোপরি খুব সুন্দর করে আমি আমার মগটি তৈরি করে ফেলেছি।
মগ তৈরির ধাপ ১৬
সবাইকে ধন্যবাদ আমার মগ তৈরীর প্রক্রিয়া গুলো ধৈর্য সহকারে দেখার জন্য।
আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে, আমার মগ তৈরীর প্রক্রিয়া। জানিনা কতটা সুন্দর করতে পেরেছি, তারপরেও সুন্দর করার চেষ্টা করেছি। আবারো জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা।
শুভেচ্ছান্তে-
@hayat221
খুবই চমৎকারভাবে রঙ্গিন কাগজ দিয়ে মগ তৈরি ll করেছেন এবং প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা আপনার জন্য♥♥
ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য পেশ করার জন্য। আপনার প্রতি আমারো ভালোবাসা রইল।
খুব সুন্দর করে আপনি কাগজ দিয়ে মগ তৈরি করেছেন৷ প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখতেও খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
ভাইয়া আপনার কাগজের তৈরি মগ বানানো খুবই চমৎকার হয়েছে। খুব ধৈর্য সহকারে আপনি কাজটি শেষ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে সাজিয়েছেন সাথে উপস্থাপন করেছেন বেশ ভালো। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক কমেন্ট করার জন্য। আপনাদের যে ভালো লেগেছে এটা শুনে অনেক খুশি হলাম। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
বাস্তবিক অর্থে খুব সুন্দর একটি জিনিস তৈরী করেছেন। আপনার সৃজনশীলতা প্রখর। ভাল থাকবেন শুভেচ্ছা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি ও ভালো থাকবেন।
অনেক সুন্দর হয়েছে আপনার কাগজ দিয়ে বানানো মগ টি। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা কাগজ দিয়ে বানানো ।আমি ভেবেছিলাম এটা সত্যি কারের। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন বানানোর উপস্থাপন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
তাই আপু প্রথমে বুঝতে পারেন নাই।জি আপু এটা কাগজ দিয়ে বানানো। ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
ওয়াও ভাইয়া,খুবই খুবই সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে মগ এটা।আপনি দক্ষতার সাথে এই মগ তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে।তৈরি করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শুভকামনা রইল
আপনার তৈরি করা মগটি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছেন। সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটি মগ তৈরি শেখানোর জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার জন্য।
জি আপু আমার তৈরি করার প্রক্রিয়া গুলো দেখলে অবশ্যই আপনিও বানাতে পারবেন। ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট পেশ করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
মোখটি বানানোর দৃশ্য স্টেপ বাই স্টেপ দেখা নয় আমাদের বোঝায় অনেক সহজ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনেক ভাল হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
সত্যি আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। খুব ইউনিক একটি ডাই নিয়ে হাজির হয়েছেন। সুন্দর উপস্থাপনা ছিল। শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।