প্রকৃতির চাষাবাদ // "আমার বাংলা ব্লগ" // ২৯-০৬-২০২১
হ্যালো বন্ধুরা
সবাইকে-অভিনন্দন
আসসালামু- আলাইকুম
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি "আমার বাংলা ব্লগ"এ শেয়ার করবো, কৃষকরা কিভাবে প্রকৃতির রূপ ঘটাতে পারে।
কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রম করে, বয়ে আনতে পারে আমাদের প্রকৃতির রূপ। প্রকৃতির রূপএমনিতেই হয় না, তাদের পরিশ্রমের ফলেই হয়। কৃষকরা যেমন প্রকৃতির রুপ ঘটায় অন্যদিকে তেমনি ভাবে একটা পরিবারকেও চালিয়ে নেয় তারা। প্রকৃতির রূপ ঘটানোর জন্য তাদের এত কষ্টের ত্যাগ স্বীকার করতে হয়, যা ভাবার মতো নয়। তাদের এই কষ্টের ফল এই আমরা এমন রূপ টা দেখতে পাই। এটা শুধু তাদের প্রাপ্য।
- আমাদের দিক থেকে তাদেরকে, হাজারো সালাম, হাজারো শ্রদ্ধা, হাজারো সম্মান ও হাজারে ভালোবাসা।
- এখন আমি দেখাবো কৃষকরা কিভাবে জমিতে ধান রোপন করে। তার মধ্যে রয়েছে কতো কষ্টতা।
https://w3w.co/sardines.hovercraft.rattling
Device | Relme | Narzo | 30 | A |
---|
আশা করি আপনাদের ভালো লাগবে, আমার পোষ্টটি পড়ে। এর মাঝে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের।
শুভেচ্ছান্তে-
@hayat221
ভাইয়া পোস্ট অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
সবুজ শ্যামল ক্ষেত্রে দৃশ্যগুলো আমার কাছে চমৎকার লেগেছে। আর কিছুদিন পর পুরো ক্ষেতটি সবুজে ভরে যাবে। what3words এর লিংক দেখে ভালো লাগলো। ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ ।
অতিৰ সুন্দর প্রকৃতির ছবি
ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো হয়েছে ভাইয়া