DIY- রঙ্গিন-কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি // ১০% পে-আউ @shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



আশা করি সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি।আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাগজ দিয়ে কিভাবে ময়ূর পাখি তৈরি করা যায় সেটা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক।

IMG_20210925_132047.jpg


ময়ূর পাখি তৈরি করার উপকরণঃ

ময়ূর পাখি তৈরি করতে আমার, একটি রঙিন পেপার ও আটা উপকরণ হিসেবে লেগেছে।

IMG_20210925_181030.jpg


এখন আমি দেখাবো কিভাবে ময়ূর পাখি তৈরি করেছি। পর্যাক্রমে প্রতিটি ধাপে পর্যালোচনা করব।

ধাপ ০১

IMG_20210925_131302.jpg

প্রথমে আমি একটি রঙিন পেপার নিয়েছি।


ধাপ ০২

IMG_20210925_131408.jpg

তারপরে আমি পেপারটি ভাঁজ করে অর্ধেক করেছি।


ধাপ ০৩

IMG_20210925_131435.jpg

তারপরে আমি ভাঁজ করা পেপারটিকে আবার সমান করে নিলাম। সমান করা দাগ অনুযায়ী অন্যদিকে একটা মাথা ভাঁজ করে নিলাম।


ধাপ ০৪

IMG_20210925_131502.jpg

এবার দ্বিতীয় মাথাটি সমানভাবে ভাঁজ করে নিলাম।


ধাপ ০৫

IMG_20210925_131523.jpg

তারপরে ওই ভাঁজের ওপর লম্বা করে আরেকটা প্রথম মাথা ভাঁজ করে নিলাম।


ধাপ ০৬

IMG_20210925_131609.jpg

এখন দ্বিতীয় মাথাটি ও ভাঁজ করে নিলাম।


ধাপ ০৭

IMG_20210925_131639.jpg

এখন এই লম্বা পেপার টিকে সমান করে মাঝখানে ভাঁজ করে নিলাম।


ধাপ ০৮

IMG_20210925_131721.jpg

এখন আমি সমান করে ভাঁজ করার পেপারটি কাচি কাটার মত ভাঁজ করে নিচ্ছি।


ধাপ ০৯

IMG_20210925_131743.jpg

পুরোটা আমি এভাবে ভাঁজ করে নিয়ে নিলাম।


ধাপ ১০

IMG_20210925_131834.jpg

এভাবে সব ভাঁজ করা, শেষ করে নিলাম।


ধাপ ১১

IMG_20210925_132047.jpg

এখন আমি সম্পূর্ণভাবে ময়ূর পাখি তৈরি করে ফেলেছি। এভাবে আমি দুইটি ময়ূর পাখি তৈরি করেছিলাম। একটি ময়ূর পাখি তৈরির ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।


ধাপ ১২

IMG20210925131054.jpg

https://w3w.co/sardines.hovercraft.rattling

| Device |oppo |12| A|

পরিশেষে আমি দুইটি ময়ূর পাখি তৈরি করি। ময়ূর পাখির দুটি তৈরি করি প্রতিকূল পরিবেশে। আমার সাথে দুইটি ছোট ছেলে ছিল। তাদেরকে ময়ূর পাখি দুটি দিয়ে দেই। তারা দুজনেই খুশি আত্মহারা। তাদের হাসিমুখের আত্মহারা ক্যামেরায় বন্ধ করে নিলাম।


আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা।

তৈরিতে-
@hayat221



Sort:  

আপনার কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর করে বর্ণনা করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন‍্য। অভিন্দন ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

খুব সুন্দর একটি ক্রাফট করেছেন আপনি।অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপনি।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনি খুবই সুন্দর ময়ূর তৈরি করেছেন রঙিন পেপার দিয়ে সেই সাথে সুন্দর করে ছবি তুলে ধাপে ধাপে বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার কমেন্ট করে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সহজে বোঝা যাচ্ছে প্রস্তুত প্রণালী। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া, অনেক খুশি হলাম। আপনি আমার পুরো পোস্টটি ধৈর্য সহকারে দেখার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি সত্যিই অসাধারণ ছিলো। আপনি অনেক দক্ষতার সাহায্যে আপনি এটি তৈরি করেছেন। যা দেখার মত ছিল পরিবেশন টা অনেক ভাল ছিল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43