Diy-এসো নিজে করি: রঙিন কাগজ দিয়ে-বরের মুকুট বা টুপি তৈরিll ১০% পে-আউট @shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আশা করি সবাই উপভোগ করতে পারবেন।


প্রসঙ্গঃ Diy-এসো নিজে করি: রঙিন কাগজ দিয়ে-বরের মুকুট বা টুপি তৈরি।

IMG_20211022_182630.jpg



মুকুট তৈরির উপকরণঃ

IMG_20211022_182946.jpg


মুকুট তৈরির ধাপ ০১

IMG_20211022_183004.jpg

প্রথমে আমি একটি রঙিন কাগজ নেই।


মুকুট তৈরির ধাপ ০২

IMG_20211022_183019.jpg

তারপরে আমি রঙ্গিন কাগজ কে ভাঁজ করে নেই।


মুকুট তৈরির ধাপ ০৩

IMG_20211022_183044.jpg

তারপরে আমি ভাঁজ করা কাগজের উপরে আটা লাগিয়ে নেই।


মুকুট তৈরির ধাপ ০৪

IMG_20211022_183105.jpg

IMG_20211022_183123.jpg

তারপরে আমি দুই মাথা বরাবর,গোল করে আটা লাগিয়ে দেই।


মুকুট তৈরির ধাপ ০৫

IMG_20211022_183139.jpg

তারপরে আমি লাল রঙিন কাগজ নেই আরেকটি।


মুকুট তৈরির ধাপ ০৬

IMG_20211022_183155.jpg

কাগজটিকে আমি অনেকগুলো ভাঁজ করে নিলাম ছোট ছোট করে।


মুকুট তৈরির ধাপ ০৭

IMG_20211022_183218.jpg

এভাবে ভাঁজ করতে শুরু করলাম।


মুকুট তৈরির ধাপ ০৮

IMG_20211022_183235.jpg

এইভাবে একের পর এক ভাঁজ করা শেষ করলাম।


মুকুট তৈরির ধাপ ০৯

IMG_20211022_183252.jpg

এখন এটাকে মাঝখান বরাবর ভাজ করে নিলাম।


মুকুট তৈরির ধাপ ১০

IMG_20211022_183308.jpg

এখন এটাতে আমি আটা লাগিয়ে নিলাম মাঝখানে।


মুকুট তৈরির ধাপ ১১

IMG20211021203509.jpg

এখন দুটোতেই আটা লাগিয়ে নিলাম।


মুকুট তৈরির ধাপ ১২

IMG20211021204130.jpg

IMG20211021204107.jpg

এক মাথা বরাবর এটাকে বসিয়ে দিলাম।


মুকুট তৈরির ধাপ ১৩

IMG_20211022_183338.jpg

একটা চিকন করে লাল কাগজ কেটে নিলাম। ডিজাইন করার জন্য।


মুকুট তৈরির ধাপ ১৪

IMG_20211022_183406.jpg

তারপর এটা মুকুট এর উপর বসিয়ে দিলাম।


মুকুট তৈরির ধাপ ১৫

IMG20211021205322.jpg

মুকুট এর মাঝখানে ফুল দেওয়ার জন্য দুইটি ফুল কেটে নিলাম।


মুকুট তৈরির ধাপ ১৬

IMG20211021205837.jpg

ফুল দুইটি কে আটা লাগিয়ে একটি করলাম।


মুকুট তৈরির ধাপ ১৭

IMG20211021210054.jpg

তারপরে আমি ফুলটিও মুকুট এর মাঝখানে বসিয়ে দিলাম।


মুকুট তৈরির ধাপ ১৮

IMG20211021213808.jpg

এখন আমি এটাকেও নিচের ডিজাইন বাড়ানোর জন্য আরেকটি নিল কাগজ এভাবে কেটে নিলাম।


মুকুট তৈরির ধাপ ১৯

IMG20211021214507.jpg

তারপরে আমি এটা কেউও মুকুট এর নিচে লাগিয়ে দিলাম।


মুকুট তৈরির ধাপ ২০

IMG20211021214555.jpg

IMG20211021214538.jpg

আমার মুকুট টি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে।


মুকুট তৈরির ধাপ ২১

IMG20211021214637.jpg

আমার বানানো মুকুট এর সাথে আমি একটা ছবি তুলে নিলাম।



আজকে আমার হঠাৎ মুকুট বানানোর ইচ্ছা জাগল। মুকুট বানানোর ইচ্ছা আসলো, আমার এক প্রতিবেশীর ছেলের বিয়ে দেখে। সেই ছেলেটা বিয়ের সময় মাথায় পড়েছিল একটি লাল টুকটুকে মুকুট বা টুপি। তখনই আমার ব্যাপারটা মাথায় ঢুকে যায়। আর আমি মনে মনে চিন্তা করে ফেলি একটি মুকুট বা টুপি বানানোর কথা। আমি বানিয়ে ফেলছি। আমার বানানো মুকুট বা টুপি উপরে ধাপে ধাপে শেয়ার করে আসছি। আশা করি সবাই উপভোগ করতে পারবেন।একদিন আমরাও একে একে এই মুকুট বা টুপি মাথায় পড়ে বিয়ে করতে যাব। আমাদের শুধু অপেক্ষার প্রহর গুনতে হবে। সময় আমাদেরও একদিন হবে আশা করি।

আশা করি সবার ভালো লেগেছে। আবারো ধন্যবাদ জানাই আমার পোস্ট ধৈর্য সহকারে দেখার জন্য। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। কেননা মানুষ মাত্রই ভুল। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

আপনার কাগজের তৈরি কাজটি দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে-বরের মুকুট বা টুপি তৈরি অসাধারণ হয়েছে

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বরের মুকুট তৈরি করেছেন ভাই। আপনি আনকমন একটি জিনিস তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। দারুন ভাবে তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ বাই স্টেপ সুন্দর ভাবে তুলে ধরার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করার জন্য। আপনিও চাইলে সুন্দর সুন্দর রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর কিছু বানাতে পারেন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বরের মুকুট তৈরি অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে দেখেছ। আপনার তৈরি সবার থেকে আলাদা। এজন্যই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ধাপে ধাপে উপস্থাপন করেছেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধৈর্য সহকারে আমার পুরো পোস্টটি টি দেখার জন্য। তবে আসলেই আমরা নিত্য নতুন জিনিস দেখতেছি রঙিন কাগজ ব্যবহার করে। আমার পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

ছোটবেলায় পুতুল খেলার সময় পুতুল বিয়ে যখন দিতাম তখন বরের জামা কাপড় তৈরি করতাম। এভাবেই তৈরি করতাম তবে এতটা সুন্দর ভাবে না। আজকে আপনার এই বরের টুপি খুব সুন্দর হয়েছে ভাইয়া। আর একদম পুরনো স্মৃতি মনে পড়ে গেল।

নিজেকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। কারণ আপনাদের সবার ছোটবেলার স্মৃতি মনে করে দেওয়াতে। ছোটতে আমরাও অনেক বর বউ খেলেছি। তখন এই সুন্দর একটা মুহূর্ত ছিল।

 3 years ago 

হা হা হা রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বরের মুকুট বানিয়েছেন। আমি আশা করব এই মুকুট পরে আপনি বিয়ে করতে যাবেন। খুবই মজা হবে। আপনার জন্য শুভকামনা রইল

কি বলতেছেন এই মুকুট পরে বিয়ে করতে যাব। যাই হোক আমি যখন বলেছেন এটা যত্ন সহকারে রেখে দিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও!!কত সুন্দর বরের মুকুট তৈরি করছেন ভাই।আপনার সুন্দর মুকুট দেখে আবার সেই টুপি পড়তে ইচ্ছা করছে ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মুকুট তৈরি করার জন্য।

আপনার সত্যি ভালো লেগেছে এটা শুনে খুশি হলাম। আর এটা আপনার জন্য পাঠিয়ে দিলাম কুরিয়া করে। আপনি রিসিভ করবেন। শুভেচ্ছা রইল।

ক্রিয়েটিভ হয়েছে ভাইয়া আপনার পোস্টটি।বিয়ে করার সময় আপনার তো দেখছি মুকুটের খরচটা বেঁচে যাবে😁।যাইহোক খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো।শুভকামনা রইলো আপনার জন্য।

হা ভাইয়া খরচটা বেঁচে যাবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

আপনি খুবই সুন্দর করে বডের় মুকুট টি তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে কালার কম্বিনেশন টা আমার। বিয়ের সময় অগ্রিম আবদার থাকলো আপনার ঐ মুকুটি

আচ্ছা রেখে দিলাম । ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

আসলেই ভাইয়া অসাধারণ চিন্তাধারা নিজের দক্ষতা খাটিয়ে রঙিন কাগজ দিয়ে বরের মুকুট তৈরি করেছেন। যা ছিল অসাধারণ। প্রতিটি পদ্ধতি আপনি ভালভাবে আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন। খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক পোস্টটি করার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

ভাইয়া, আপনি diy তৈরি করতে করতে বরের মাথার মুকুট বা টোপর তৈরী করে ফেললেন।এটি একটু দারুণ মজার ব্যাপার ছিল।খুবই সুন্দর হয়েছে diy টি।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67364.26
ETH 3322.90
USDT 1.00
SBD 2.71