"আমার বাংলা ব্লগ" // খাবার ফটোগ্রাফি // ২৫-০৬-২০২১

হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার বাংলা ব্লগে কিছু খাবারের ছবি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

মানুষের মৌলিক উপাদান পাঁচটি। তার মধ্যে খাদ্য একটি মানুষের মৌলিক উপাদান। এই খাদ্য খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি। খাদ্য আমাদের শরীরের শক্তি যোগানোর মূল উৎস। তাই আসেন আমি কয়েকটি খাদ্যের সাথে পরিচয় করিয়ে দেই।


হালিম

received_444991566792734.jpeg


লুডুস

received_543865243625168.jpeg


পুরি

received_908649509683205.jpeg


বিস্কিট

received_327093088994065.jpeg


মুড়ি

received_231795201883524.jpeg


আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আমার কিছু খাবারের ফটোগ্রাফি দেখে। খাবারের বর্ণনা করতে গিয়ে কোন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  

বন্ধু খাবারের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে

ধন্যবাদ।

 4 years ago 

সবগুলো খাবারই আমার অনেক পছন্দের, তবে আমার হালিম খেতে বেশি ভালো লাগে ।

ও আচ্ছা, আমার অনেক ভালো লাগে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101735.14
ETH 3679.67
SBD 2.59