একটি ছেলে ও মেয়ে ছাতার ভিতরে থাকার চিত্র অংকন। ১০% পে-আউট @shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আজকে ধন্যবাদ জানিয়ে, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য ও বাংলা ভাষা লেখালেখি সমর্থকগোষ্ঠী কে আবারো জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।

এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, একটি ছেলে ও মেয়ে ছাতার ভেতরে থাকা ভালোবাসার মুহূর্ত টাকে। আশা করি আপনারা সবাই অনেক উপভোগ করবেন।

IMG_20211005_131244.jpg



অংকনের প্রয়োজনীয় উপকরণঃ

১. একটি পেন্সিল।
২. একটি খাতার পেজ।
৩. একটি রাবার।

IMG_20211005_132940.jpg


ধাপ ০১

IMG_20211005_130217.jpg

প্রথমে আমি একটি পেজে মাঝখানে সহ ৯টা ফোটা দিলাম।


ধাপ ০২

IMG_20211005_130411.jpg

তারপরে আমি চতুর্পাশে দাড়ি টেনে আবদ্ধ করি।


ধাপ ০৩

IMG_20211005_130506.jpg

এখন মাঝখান থেকে দাড়ি টেনে ছাতার আকৃতি তৈরি করি।


ধাপ ০৪

IMG_20211005_130556.jpg

এখন আমি ছেলে ও মেয়েটির চিত্রাঙ্গন করব।


ধাপ ০৫

IMG_20211005_130655.jpg


ধাপ ০৬

IMG_20211005_130914.jpg


ধাপ ০৭

IMG_20211005_131155.jpg


ধাপ ০৮

IMG20211005125859.jpg


ধাপ ০৯

IMG_20211005_131244.jpg

আমি চিত্রটি অংকন খুব ধৈর্য সহকারে করে ফেলি। আমার চিত্রাংকন সম্পূর্ণরূপে হয়ে গেছে।



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাড়া দিবেন। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করি।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

এককথায় আপনি খুবই সুন্দর দৃশ্য আর্ট করেছেন

ধন্যবাদ আপনাকে।

সুন্দর দৃশ্য আর্ট করেছেন ভাইয়া। তা ধাপে ধাপে বুঝিয়ে দেয়ার জন‍্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা আপনার জন‍্য।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম।

মামা অনেক সুন্দর আর্ট করেছেন। আপনি এত সুন্দর আর্ট করতে পারেন আমি আগে জানতাম না। ধন্যবাদ মামা। আপনার প্রতি শুভকামনা রইল।

ধন্যবাদ মামা। এখন থেকে সব দেখতে পাবা। তোমার প্রতি ও শুভেচ্ছা রইল।

ভাইয়া আপনার ছবিটি অনেক সুন্দর করে আর্ট করছেন।আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার আর্টটি।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63696.24
ETH 2486.53
USDT 1.00
SBD 2.69