প্রসঙ্গঃ ছোটবেলার স্মৃতিচারণে এক সময়ের খেলা:-মার্বেল খেলা। ১০% পে-আউট @shy-fox


25-11-2021

৮ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ



সবাইকে-অভিনন্দন

হ্যালো বন্ধুরা,

আশা করি, আমার বাংলা ব্লগের এপার-ওপার দুই বাংলার সকল সদস্যরা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পোষ্ট শেয়ার করতে চলেছি। আমার আজকের পোস্ট ছোটদের মার্বেল খেলা দেখে স্মৃতিচারণের কথা মনে পড়ে গেল।


প্রসঙ্গঃ ছোটবেলার স্মৃতিচারণে এক সময়ের খেলা

IMG_20211125_151059.jpg

IMG_20211125_141947.jpg



দিনাজপুর শহর থেকে নিজ গ্রামে আসছিলাম। আসার তিন থেকে চার দিন হয়ে গেল। গ্রামের আসার পর থেকে শুধু ঘুরেই চলেছি। বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় মাতো হারা হয়ে। অবশেষে আজকে সারাদিন বাসায় ছিলাম কোথাও যায়নি আজকে একটু ঠান্ডার পরিমাণ খুবেই বেশি। বাসায় থাকতে থাকতে একটু বাইরে চলে আসলাম। বাইরে আসার পরেই চোখে পড়ে তাদের খেলা। দেখি ছোট ভাই ব্রাদাররা সুন্দর করে মার্বেল খেলা খেলতেছে। মার্বেল হিসেবে তারা রেখেছে কাঁচা বড়ই। কেননা বর্তমান সময়ে মার্বেল এভেলেবেল না। তবে এখন পাওয়া যাবে, মার্বেল খেলার সময় এসেছে। আমরাও যখন ছোট ছিলাম, তখন অনেক কিছু দিয়ে মারবে খেলেছিলাম। যেমন: বড়ই বিচি, জলপাই বিচি, ও সত্যিকারে কাচের মার্বেল দিয়ে। তারা যে খেলাটি খেলতেছে সেই খেলাটি হচ্ছে, গ্রাম্য ভাষায়-গাই বাছুর। আমরা এই খেলাটি অনেক খেলেছি। এই খেলাটা খেলতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। নিয়মকানুনগুলো হচ্ছে বেশ কয়েকজন মিলে খেলা যায়। এটা খেলার জন্য নির্ধারিত করে সবাইকে কিছু পরিমাণ মার্বেল দিতে হয় ঘরের মধ্যে। তারপর হাতের মধ্যে একটা মাত্তিল মার্বেল নিতে হয়। তারপরে সবাই একা করে চলতে শুরু করে। একটা নির্দিষ্ট ঘর থাকে সেই ঘরের দিকে। ঘরের কাছ থেকে যে আগে থাকবে সে প্রথমেই মারবে। এভাবেই মাফা-মাফি করে এক এক করে সবাই মারতে থাকবে। একটি মার্বেলের দিকে লক্ষ্য রাখতে হবে। অন্য কোন মার্বেলের সাথে সংঘর্ষ বা লাগলে তখন দন্ডি হয়ে যায়। জয়দা লাগবে তয়টা দন্ডী দিতে হয়। এই খেলাটা কোথাও খেলে সব মার্বেল বার করে মাঝখানে যেটা রাখা হয় সর্বশেষে ওঠা বার করতে হয়। আবার কোথাও খেলে শুধু একটা বার করার পর অর্থাৎ গাইকে বার করতে খেলা দেখা যায়। আমরাও এটাই খেলি একটা বার করার পর সঙ্গে সঙ্গে গাইকে বার করি।

বাসা থেকে যখন বাইরে বের হয়ে দেখলাম তাদের খেলা বেশ ভালই লাগতেছিলো। সর্বোচ্চ হাসি পেয়েছিল আমার তাদের বড়ই দিয়ে খেলার দৃশ্য দেখে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা এগুলো দিয়ে খেলতেছে কেন। তারা বললো এখনো মার্বেল বাজারে আসেনি। তাই তাদের সাথে বসে আমিও খেলা অনুভূতি পোষন করলাম। বেশ ভালই কাটল তাদের সাথে সময়টা। সময়টা কাটার পর পরেই মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতির কথা। আমরাও যখন ছোট ছিলাম একসময় এভাবেই খেলে এসেছি। এখন তাদের সময় তারা খেলতেছে। তারাও একদিন আমাদের মত বড় হয়ে যাবে, আমাদের মত অনেক উপভোগ করবে তাদেরও মনে পড়ে যাবে এই সময়ের কথা। তারা সবাই কিছু পরিমাণ কাঁচা বড়ই মার্বেল হিসেবে নিল।

IMG_20211125_141458.jpg


তারপর তারা এটি জায়গার মধ্যে ঘর বানিয়ে নিল।

IMG20211125134906.jpg


তারপরে সেই ঘরে এক এক করে মার্বেল বসাইতে লাগলো। তারা মোট চারজন খেলতেছিল। তারা মোট চারটি করে ঘরে বসালো। বসানোর করে তারা চলতে শুরু করল।

IMG_20211125_141532.jpg


IMG20211125135553.jpg


তারা বাতিল চলার পর মাপামাপি শুরু করে দিয়েছে। কে প্রথম, কে সেকেন্ড, কে থার্ড ও কে লাস্ট।

IMG20211125135437.jpg


IMG20211125135450.jpg

IMG_20211125_141411.jpg

এভাবেই খেলতে হয় এই মার্বেল খেলা। আসলে আমি পর্যায়ক্রমে কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম। আশা করি কিছুটা পেরেছি। সত্যি আমার অনেক ভালো লাগলো।



আসলে এই খেলার অনুভূতিটা ভোলার মত নয়। ছোটতে এই খেলা নিয়ে অনেক কান্না করেছিলাম বাবা-মার কাছ থেকে মার খেয়ে। কেননা অনেক স্কুল ফাঁকি দিয়ে খেলেছিলাম এই মার্বেল খেলা। তাই এখনো মনে রয়ে গেতে আছে। যাইহোক সর্বশেষে তাদের খেলার কিছুটা ভিডিও বা খেলার দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি তাদের চেচামেচি ও খেলা অনেক ভালো লাগবে।



ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার অনুচ্ছেদটি পড়ার জন্য।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। শুভ বিকাল।


শুভেচ্ছান্তে-
@hayat221

Logo.png



Sort:  
 3 years ago 

আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আপনার পোস্টটি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেলো। মার্বেল খেলা অনেক দারুণ একটি খেলা। ছোটদের মার্বেল খেলা দেখতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার পোস্টটি উপস্থাপনা করেছেন। আশা করি ছোটদের সাথে সময়টা ভালো কেটেছে আপনার। ধন্যবাদ💙।

 3 years ago 

মার্বেল যে নির্দিষ্ট সময়ে কিনতে পাওয়া যায় তা আগে জানা ছিল না। আমার কাছে মার্বেল দেখতে খুবই ভালো লাগে কিন্তু কখনও মার্বেল খেলা হয়নি। আপনার পোষ্টটি পড়ে মার্বেল খেলার নিয়ম সম্পর্কে জানতে পারলাম। আর বাচ্চাগুলার হাসির যে ছবিটি তুলেছেন তা একেবারেই মন ছুয়ে গেল। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38