আমি "আমার বাংলা ব্লগ" (Amar Bangla Blog) এ ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য পরিচিতিমূলক পোস্ট, {ID:@hasan20}|
আস সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিমিট সাইটে আমি নতুন সদস্য। তাই আজ প্রথমেই আমি আপনাদের সাথে আমার পরিচয় শেয়ার করছি।
মোবাইল মডেল-Infinix NOTE 12
আমার পরিচয়ঃ
আমি ফেরদৌস হাসান। ইউজার নাম @hasan20 (সহাকারী শিক্ষক)। আমি বাংলাদেশের একজন নাগরিক। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া গ্রামে জন্মগ্রহণ করি।
বাবা- মা সহ পরিবারে আট সদস্যের মধ্যে আমি ছোট এবং অবিবাহিত। আমার বয়স ২৬ বছর। আমরা ৪ ভাই ২ বোন।
বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি। মা গৃহিণী। বড় ভাই ব্যবসায়ী, মেজো ভাই সরকারী চাকুরীজীবি এবং সেজো ভাই প্রাইভেট ফার্মে চাকুরী করেন। আর আমিও একটা সরকারি চাকুরী করি। দুই বোন বিবাহিত। ওরা ওদের স্বামীর বাড়ীতে সুখে সংসার করছে আলহামদুলিল্লাহ।
শিক্ষাগত যোগ্যতাঃ
গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৫ সালে পঞ্চম শ্রেনীতে জিপিএ -৪.৮১ পেয়ে পাশ করি।
এর পর ২০০৬ সালে পাশের গ্রামের হাইস্কুলে ভর্তি হয় এবং ২০১১ সালে সাইন্স গ্রুপ থেকে জিপিএ ৪.৪৪ পেয়ে SSC পাশ করে দেওয়ানগঞ্জ একেএম কলেজে ভর্তি হয়। সেখান থেকে ২০১৩ সালে সাইন্স গ্রুপ থেকে জিপিএ ৪.৬০ পেয়ে HSC পাশ করে তেজগাঁও কলেজ ঢাকায় অনার্স করি সমাজবিজ্ঞান বিষয়ে। ২০১৮ সালে অনার্স পাশ এবং এরপর মাস্টার্স পাশ করি। পড়াশোনায় মধ্যম ক্যাটাগরির ছাত্র ছিলাম।
পেশাঃ
সহকারী শিক্ষক। পূর্ব ভিটাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেওয়ানগঞ্জ, জামালপুর।
এ মহান পেশাটাকে ছোট্ট বেলা থেকে শ্রদ্ধা করতাম। অনার্সে ভর্তির পর থেকেই টিউশনি করাতাম। তখন স্টুডেন্টদের পড়াতাম খুবই ভালো লাগতো -আর এ পড়ানোকে আমি খুবই উপভোগ করতাম। সেই সাথে সবার কাছে সম্মান এবং হ্যান্সাম একটা স্যালারিও পেতাম। সুখেই কেটেছে ছাত্র জীবন।
এরপর জীবনের প্রথম চাকুরী হিসাবে ২০২৩ সালের ২৪ই জানুয়ারিতে পূর্ব ভিটাকান্দি সঃ প্রাঃ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলাম আলহামদুলিল্লাহ।
কর্মক্ষেত্রঃ
পূর্ব ভিটাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমার বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। আমার ক্লাস টাইম (৯.০০--৪.৩০)। সপ্তাহে শুক্র এবং শনি দুই দিন ছুটি। বাইক দিয়েই আমি ৫ দিন বিদ্যালয়ে যাতায়াত করি।
আমার বিদ্যালয়ে আমরা বর্তমানে ৫ জন শিক্ষক আছি। সিনিয়র - জুনিয়রদের সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেছে। এখানে বর্তমানে ১২২ জন ছাত্রছাত্রী আছে।
শিক্ষকতা একটি মহান আদর্শিক পেশা। আর এ পেশাকে আমরা ব্রত হিসাবে নিয়েছি। তাই ছাত্রছাত্রীদের যত্নসহকারে পড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যৎ জাতীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে গড়ে তোলার পণ করেছি আলহামদুলিল্লাহ।
শখঃ
ভিন্ন ভিন্ন মানুষের শখ ভিন্ন ভিন্ন।
কারু শখ কার ড্রাইভ, কেউ বাগান করা, ঘুড়ি ওড়ানো, কেউ মাছ ধরতে পছন্দ করে।
আমার অন্যতম শখ নতুন কিছু জানা- শেখা এবং করার আগ্রহ , বই পড়া, ফুটবল ও ক্রিকেট খেলা। রবীন্দ্রনাথ, নজরুল, হুমায়ুন আহমেদ আমার পছন্দের লেখক। এছাড়া নতুন লেখক আরিফ আজাদ ভাই অন্যতম পছন্দের মানুষ। তার লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ -১ এবং ২ অন্যতম লেখনী।
সময় পেলে আমি বাংলা নাটক দেখি।
বাংলা নাটক বড় ছেলে সবার মতই আমার হৃদয় ছুয়েছে।
স্টিমিট প্রসঙ্গঃ
যেহেতু আমি পূনরায় চাকুরীর প্রয়োজনে নিজ এলাকায় প্রত্যাবর্তন করেছি, তাই আমার এলাকায় থাকা বন্ধু আবুবকরের(@abubakkor) সাথে সাক্ষাৎ করি।
তার কাছেই Steemit.com সমন্ধে ধারনা পায়।
"আমার বাংলা ব্লাগ" (Amar Bangla Blog) বিষয়ে জানতে পারি। জেনে আমার খুবই ভালো লাগে এবং আমি আনন্দিত হয়।
আমি মনে করি এখানে নিজেদের ভাষায় আবেগ, অনূভুতি ও ভালোবাসা প্রকাশ করা যাবে যা সুখকর। সেই সাথে আমার মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগানোর অন্যতম সুন্দর আরেকটি জায়গা হবে " আমার বাংলা ব্লগ" প্লাটফর্ম।
এ কমিউনিটিতে আমি সবার সাথেই পরিচিত হতে চাই।সেই সাথে সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক।
আমি নতুন সদস্য -তাই আবদার করি ভুলগুলো ক্ষমা করে দিবেন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা চাই।
পরিশেষে,
আমি নিশ্চিত করে বলতে চাই সকল নিয়মশৃঙ্খলা মেনে "আমার বাংলা ব্লগ" এ কাজ করে যাবো। এবং আবারো সবার সহযোগিতা প্রত্যাশা করছি।এ কমিউনিটির সবাইকে মন থেকে ভালোবাসি এবং ভালোবেসে যাবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি।
ধন্যবাদ বাদ সবাইকে। আল্লাহ হাফেজ।।
আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়ার ক্ষেত্রে এখন দুইটি ধাপ তৈরি করা হয়েছে, প্রথমত ভেরিফাইড মেম্বারদের রেফার এবং দ্বিতীয়তঃ গেস্ট ব্লগার।
আপনি যার নাম আপনার পোস্টে মেনশন করেছেন তিনি এখনো আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হননি, সে ক্ষেত্রে আপনি দ্বিতীয় ধাপ অর্থাৎ গেস্ট ব্লগার হিসেবে আমার বাংলা ব্লগে জয়েন হতে পারেন। রিপ্লাইয়ের মাধ্যমে আপনার মতামত জানাবেন।
ধন্যবাদ।
প্লিজ এক্ষেত্রে আমাকে একটু হেল্প করতে হবে।
একজন ভেরিফাইড ব্লগার দিন যাকে মেনশন করতে পারি। এবং আমি পরিচিতি ইডিট করে দেই।
আমি আপনাদের এ সাইটে কাজ করতে অনেক বেশিই আগ্রহী & দ্রুত সমাধান চাই।
ধন্যবাদ আপনাকে এবং স্টিমিট কমিউনিটিকে।