রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতার " তৃতীয় পর্ব" (লাল পাহাড়ের দেশ)।

in আমার বাংলা ব্লগlast month (edited)

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।এটি ছিল আমার রাঙ্গামাটি ভ্রমণের তৃতীয় পর্ব"। তাই আজকে রাঙ্গামাটি ভ্রমণের তৃতীয় পর্বের" মুহূর্তের প্রাকৃতিক দৃশ্য নিয়ে হাজির হলাম।

IMG_20240220_144341.png

হোটেলের সম্পূর্ণ খাবার বিল আমরা পরিশোধ করে, ধীরে ধীরে আমরা আমাদের গাড়ির সামনে এসে উপস্থিত হয়েছিলাম। আমরা গাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান করতেছিলাম, যেহেতু আমাদের সকল বন্ধুসহ একসাথে আমরা সবাই গাড়ির ভিতরে প্রবেশ করব।এরপর আমরা সকল বন্ধু একসাথ হয়েছিলাম গাড়ির সামনে। আমরা ধীরে ধীরে গাড়ি ভিতর প্রবেশ করেছিলাম, সবাই যার যার সিটে বসে ছিলাম।কিছুক্ষণ আমরা গাড়ির ভিতর বসে ছিলাম। এরপর আমরা লক্ষ্য করেছিলাম আমাদের গাড়ির ড্রাইভার এখনো হোটেলের ভিতরে। তাই তার জন্যা কিছুক্ষণ অপেক্ষা করার পর, আমরা লক্ষ্য করেছি আমাদের গাড়ির ড্রাইভার ধীরে ধীরে এসে আমাদের গাড়ির ভিতর প্রবেশ করেছে। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে।গাড়ির ভিতর আমরা কিছুক্ষণ সবাই চুপচাপ বসে ছিলাম। চারপাশের দিকে তাকিয়ে তাকিয়ে মনোরম দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আর একে অপরের সাথে কথা বলতেছিলাম হোটেলের খাবার সম্পর্কে।

IMG_20240220_144425.png
IMG_20240220_144636.png

তারপর আমি আমাদের গাড়ির ড্রাইভার কে জিজ্ঞেস করেছিলাম। আমাদের রাঙ্গামাটি যেতে আর কত সময় লাগবে, ড্রাইভার আমাদেরকে বলেছিল হয়তোবা আর এক ঘন্টা সময় লাগতে পারে।তখন আমরা প্রায় রাঙ্গামাটির কাছাকাছি চলে এসেছিলাম। আমরা গাড়ির ভিতর থেকে লক্ষ্য করেছিলাম। আশেপাশে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, অনেক উচু উচু পাহাড়।এতে আমাদের গাড়ি কিছুক্ষণ অতিক্রম করার পর, ধীরে ধীরে আমরা রাঙ্গামাটির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছিলাম। আমাদের গাড়িটি অল্প কিছুক্ষণ যাওয়ার পরে, আমরা রাঙ্গামাটি জেলার গেটের ভিতরে প্রবেশ করেছিলাম। তখন আমরা লক্ষ্য করেছিলাম আমাদের গাড়ির দুই পাশে রয়েছে বড় বড় পাহাড়। পাহাড় গুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং মনোরোম।পাহাড় গুলো ঠিক উপরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরবাড়ি এবং ছোট ছোট গাছপালা।

IMG_20240220_144212.png

আমরা গাড়ি থেকে এটি লক্ষ্য করেছিলাম।মনে হয়, পাহাড়ের মাটি গুলো দেখা যাচ্ছে অত্যন্ত লাল আকার।যেহেতু রাস্তার দুই পাশে রয়েছে বড় বড় পাহাড় এবং রাস্তার খুব নিকটে পাহাড় গুলো অবস্থিত।(লাল পাহাড়ের দেশ)। রাস্তার খুব নিকটে পাহাড়গুলো থাকায় পাহাড়ের মাটিগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তোবা এটার কারণে রাঙ্গামাটিকে বলা হয় লাল পাহাড়ে দেশ (এটা আমার ঠিক জানা নেই)। তখন রাস্তার দুইপাশের পাহাড় গুলোর প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি। প্রকৃতি এত সুন্দর তা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারি না।এতে আমরা পুরোপুরি রাঙ্গামাটি জেলার ভিতরে অবস্থান করতেছি। তখন গাড়িটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

IMG_20240220_145511.png
IMG_20240220_162830.png

তখন আমি মনে মনে ভাবতে লাগলাম প্রকৃতি কত সুন্দর তা কখনো কল্পনা করতে পারতাম না। যদি আমরা না আসতাম এই রাঙ্গামাটি জেলার ভিতরে।
আমি মনে করি কোন ব্যক্তি বাংলার জন্মভূমিতে জন্ম নেওয়ার পর, যদি রাঙ্গামাটি না আসে, তাহলে সেই ব্যাক্তি প্রকৃতির সৌন্দর্য থেকে অনেক বঞ্চিত থাকবেন।।আশা করি, যারা আমার এই ব্লকটি পড়তেছেন, তারা একবার হলেও এ রাঙ্গামাটি জেলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আসবেন, সবার প্রতি আমন্ত্রণ রইল। তখন সময় ৪:২০মি: আমাদের পরিকল্পনা রুটিন অনুযায়ী, আমরা আমাদের ওই লক্ষস্থানে এসে ধীরে ধীরে আমাদের গাড়িটি থামলো। অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য স্থান রাঙ্গামাটিতে (লাল পাহাড়ের দেশ)।

IMG_20240220_150716.png

আমাদের গাড়ির ড্রাইভার এখানে এসে আমাদের গাড়িটি থামিয়ে দিল।তারপর ধীরে ধীরে আমি এবং আমার সকল বন্ধু মিলে গাড়ির ভিতর থেকে বের হতে শুরু করলাম। আমরা সবাই গাড়ির ভিতর থেকে বের হয়ে, আমরা কিছুক্ষণ গাড়ির সামনে অবস্থান করলাম।আমাদের রাঙ্গামাটি ভ্রমণের নেতৃত্বে যিনি ছিলেন। সে হলো আমাদের বন্ধু রাসেল। তিনি ধীরে ধীরে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, হাতে একটা কাগজ নিয়ে।আমরা কোন সময় কী করবো? সবগুলো পূর্বে আমাদের পরিকল্পনার তালিকাতে লিখা আছে,বন্ধু রাসেলের কাছে এই পরিকল্পনার তালিকাটি ছিল। সে এসে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বলতেছিল।আমরা এখন যেখানে অবস্থান করতেছি। এ জায়গাটির কি নাম ছিল, হয়তোবা আমি এখন ভুলে গিয়েছি।

IMG_20240220_150650.png

এরপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, একটি আবাসিক হোটেল বুকিং দিব, রাত্রে থাকার জন্য। যেহেতু আমরা ৫ দিনের ভ্রমণের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়েছিলাম সকল বন্ধুমিলে।
আজকের মত এখানেই শেষ করছি,পরের সেই দারুন মুহূর্তগুলো আপনাদের সাথে আগামী চতুর্থ পর্বে শেয়ার করবো,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানরাঙ্গামাটি

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCjo8xoKWHSEpzPyRNRsVL6gfxRoM2huMuKokQX4y8WbgZrrXEJ88FyZYkLnmKa7wBX1sioJmC.png

Sort:  
 last month 
 last month 

আপনার এই দৃশ্যগুলো এবং পোস্টটি পড়ার পরে যা মনে হচ্ছে আপনার কথাটা একদম ঠিক। "আপনি বলেছিলেন যে রাঙ্গামাটিতে যদি কেউ না আসে তাহলে হয়তোবা প্রকৃতির সৌন্দর্য থেকে তারা বঞ্চিত হবে,, আসলে রাঙ্গামাটিতে কোনদিন যায়নি তবে আপনার পোস্ট পড়ার পরে আমি সত্যি অনেক আগ্রহী রাঙ্গামাটি জায়গাটিতে ঘুরে আসার জন্য। ইনশাল্লাহ একদিন অবশ্যই যাওয়ার চেষ্টা করব।

 last month 

আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একদিন আপনি রাঙ্গামাটিতে আসবেন এবং ঘুরে যাবেন, দেখবেন সৌন্দর্য কতটুকু এবং আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন মন ভরে।

 last month 

ধন্যবাদ আপনার ভ্রমণ কাহিনী শেয়ার করার জন্য্য। কিন্তু আপনার বাক্যগঠন ঠিক হচ্ছে না, কথাগুলোর ভাব সম্পূর্ণ এবং সঠিকভাবে উপস্থাপন হচ্ছে না। একই কথা বার বার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, যা খুবই দৃষ্টিকটু। এছাড়া বেশ বানান ভুলও লক্ষ্য করেছি। আমার বাংলা ব্লগের অন্যদের ভ্রমণ পোষ্টগুলো পড়ার অনুরোধ করছি, তাহলে বাক্য গঠন এবং অনুভূতি উপস্থাপনের সঠিক নির্দেশনা পেয়ে যাবেন।

 last month 

আসলে নিজেকে ধীরে ধীরে ভালো ভাবে উপস্থাপন এবং শিখার জন্যা চেষ্টা করতেছি। লেখার মাধ্যমে ও অন্যদের পোস্ট দেখে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করে যাচ্ছি।এতে আপনাদের সাপোর্ট প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে।

 last month 

জ্বী অবশ্যই, ভালো প্রচেষ্টার সাথে আমাদের সমর্থন সব সময় থাকবে। আপনার জন্য শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66269.64
ETH 3568.77
USDT 1.00
SBD 3.06