গ্রামীণ জীবন (পর্ব -৮) || আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগlast month
Blue and White Illustrative Children's Rights Presentation.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20240909_181422.png
IMG_20240909_191035.pngIMG_20240909_181021.png

গ্রাম বাংলার আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। প্রতিদিনের ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময় গ্রামের দিনগুলো। প্রতিদিনের দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবনেরর, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামে শৈশবের স্মৃতিগুলো ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে আজকে আমি গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবন যাত্রার সম্পর্কে তুলে ধরেছি।গ্রামের ভিতরে রয়েছে অনেক বড় বড় ফসলের জমিন। এখানে বিভিন্ন প্রকার ফসলের চাষাবাদ করা হয়।গ্রামের কৃষকরা এই ধরনের ফসলে জমিগুলোতে সারাদিন পরিশ্রম করতে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত।এখানে উপরে দুটি ছবি দেওয়া আছে একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায় বিশাল টমেটোর জমিন। এসব জমিনের মধ্যে প্রচুর পরিমাণে টমেটো চাষাবাদ করা হয়।টমেটো জমিনের উপর একটি মাচান তৈরি করা হয়েছে। যেহেতু বৃষ্টি পরিমাণ বেশি থাকলে এই মাচানের ভিতর বৃষ্টি টমেটো জমিনের ভিতরে ঢুকতে না পারে।আবার অন্য একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, বৃষ্টির দিনে মানুষ ছাতা ব্যবহার করতে হয় সবসময় গ্রামের দৃশ্যে।

IMG_20240909_181002.png
IMG_20240909_190253.pngIMG_20240909_190132.png

এখনো গ্রামের ভিতর অনেক কাঁচা রাস্তা রয়েছে। যেখানে মানুষ এখনও কাঁচা রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়।অনেক সময় দেখা যায় এসব কাঁচা রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচল করা যায় না। মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়।বৃষ্টির দিনে এসব কাঁচা রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে কাদামাটি জমে থাকে।এতে করে গ্রামাঞ্চলে মানুষগুলোর ভোগান্তির শেষ থাকে না।এসবের কারণ হচ্ছে গ্রামাঞ্চলের প্রতি উন্নয়ন কর্পোরেশন এখনোও অবহেলিত।তবে এসব রাস্তার আশেপাশে রয়েছে অনেক ফসলে জমিন। কিন্তু ফসলের জমিনগুলোর দৃশ্য দেখতে অত্যন্ত সুন্দর চারপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর।উপরে ছবি দুটি দিকে লক্ষ্য করলে দেখা যায় কিছু মানুষ এই কাঁচা রাস্তার উপর দিয়ে হেটে যাচ্ছিল। আরেকটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায় একজন বয়স্ক মানুষ বৃষ্টি দিনে একটি ছাতা মাথায় নিয়ে রাস্তার উপর দিয়ে হাটতেছিল। আসলে এসব দৃশ্যগুলো অত্যন্ত দারুণ এবং মনোমুগ্ধকর। চারপাশের পরিবেশ, আবহাওয়া, বাতাস যেন মন ছুঁয়ে যায়।গ্রামের ভিতরে বিশুদ্ধ বাতাস গুলো যেন মানুষের জন্য অত্যন্ত উপকারী। চারপাশের সবুজের প্রাকৃতিক দৃশ্য দেখতে অত্যন্ত মন জুড়ে যায়।

IMG_20240909_181444.png
IMG_20240909_191128.pngIMG_20240909_191150.png

উপরে ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়। গ্রামের প্রতিটি মানুষ কতই না পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। মাঠে, খেতে বিভিন্ন ফসলের জমিতে।গ্রামের রাস্তার ভিতর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করেছি যতই চোখ যায়, যত দূরে চোখ যায়, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় শত শত হেক্টর জমিতে ফসলের জমিন। চারদিকে শুধু ফসলের জমিন আর ফসলের জমিন। এসব ফসলে জমিনগুলো দেখলে অত্যন্ত মন জুড়ে যায়। কিন্তু এসব ফসলে জমির মধ্যে রয়েছে সবচেয়ে বেশি হল শাকসবজি।গ্রামের কৃষকেরা প্রতিদিন এই সব ফসলের জমিগুলোতে একটানা কাজ করে যায়।কত প্রকার শাক সবজি এসব ফসলের জমিতে জন্মানো হয় তা বলা মশকিল।আমি লক্ষ্য করেছি বিভিন্ন শহর থেকে মানুষ এসে এসব ফসলের জমিগুলো সৌন্দর্য উপভোগ করে। ফসলের জমিগুলো সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ সুন্দর আবহাওয়া।আমি লক্ষ্য করেছি আমি যখন ফসলের জমিগুলোর ভিতরে প্রবেশ করেছিলাম। তখন অনেক কৃষকরা ফসলের জমিগুলোতে কাজ করে যাচ্ছে।এখানে উপরে কয়েকটি ফসলের জমির ছবিগুলোর দিকে লক্ষ্য করলে তা দেখা যায।আজকের জন্য এখানে সমাপ্ত। পরবর্তী আবার অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।ধন্যবাদ সবাইকে।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Sort:  
 last month 

খুব সুন্দর গ্রামীণ পরিবেশের চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো একদম গ্রামীণ মেঠো পথ থেকে শুরু করে কার্যক্রমের দৃশ্য ফটোগ্রাফি করে উপস্থাপন করেছেন দেখি। অনেক অনেক ভালো লাগলো।

 last month 

গ্রামের বিভিন্ন প্রকৃতি এবং মানুষের জীবন যাপনের দৃশ্যগুলো আপনি ক্যাপচার করেন দেখে ভালো লাগলো। বেশ দারুন হয়েছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। আসলেই তাই গ্রামের মানুষগুলো অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে। গ্রামীণ সৌন্দর্যের মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

আপু, আপনি সব সময় আমার পোস্টগুলো পড়েন এবং বিভিন্ন মন্তব্য করেন। আমি সবসময় গ্রামীণ মানুষের জীবন যাত্রা সম্পর্কে বিভিন্ন ফটোগ্রাফি করি এবং লিখি। গ্রামীণ প্রাকৃতির সৌন্দর্য এবং জীবনযাত্রা আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে হয় আপনি শহরে বসবাস করেন এবং এই জন্যাই গ্রামের দৃশ্য গুলো পড়তে খুবই পছন্দ করেন। যদি শহরে বসবাস করেন, তাহলে মাঝেমধ্যে গ্রামে এসে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করিয়েন। অনেক ভালো লাগবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

গ্রামীণ পরিবেশের খুব সুন্দর চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। যেখানে কৃষকাস থেকে শুরু করে পথচলা মানুষের চিত্র ফুটে উঠেছে। গ্রামীন কাঁচা রাস্তা বৃষ্টির সময় সবকিছুই সুন্দর ভাবে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72