রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতার "প্রথম পর্ব" (লাল পাহাড়ের দেশ)।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।এটি ছিল আমার রাঙ্গামাটি ভ্রমণের "প্রথম পর্ব"। তাই আজকে রাঙ্গামাটি ভ্রমণের প্রথম পর্বের মুহূর্তের প্রাকৃতিক দৃশ্য নিয়ে হাজির হলাম।

IMG_20240220_165449.png

তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। রাঙ্গামাটি ভ্রমণ যাত্রার আশেপাশের অভিজ্ঞতার প্রাকৃতিক দৃশ্য এবং অপরূপ সৌন্দর্য।
এটি ছিল অত্যন্ত মনোরম এবং মনমুগ্ধকর। প্রথমে রাঙ্গামাটির জেলা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা।
রাঙ্গামাটি হলো বাংলাদেশের বড় একটি ভ্রমণ স্থান এবং পর্যটন কেন্দ্র। আয়তনে দিক দিয়ে হলেও, বাংলাদেশের একটি বড় জেলা হিসেবে পরিচিত রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলার আয়তন প্রায় ৬১২৬ বর্গ কিলোমিটার। রাঙ্গামাটি জেলাটি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত।রাঙ্গামাটি অপরূপ প্রাকৃতির সৌন্দর্যে ভরা।, মনে হয়,, এই জেলাকে বলা হয়, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের রাণী।

IMG_20240220_143657.png

আমরা অনেক পূর্বে থেকে আমি এবং আমার বন্ধুরা পরিকল্পনা করেছি এই সৌন্দর্য বিখ্যাত পর্যটন স্থানটি পরিদর্শন করার জন্য এবং উপভোগ করার জন্যা।তাই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে আমরা আমাদের ভ্রমণ প্রস্ততি শুরু করেছি।আমরা প্রথমে একটি তালিকা তৈরি করেছি এ রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রথমে আমরা কোথায় যাব? কোথায় থাকবো?পরে কি করব? কোন হোটেলে থাকবো? এবং কোন কোন জায়গা পরিদর্শন করব? কিভাবে পরিদর্শন করব? রাত্রে কোথায় থাকবো? এ নিয়ে আমরা বড় একটি পরিকল্পনা করে একটি তালিকা তৈরি করেছি।এ তালিকা নিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য।অবশেষে আমরাই ইতিমধ্যে সবকিছু প্রস্তুত করে ফেলেছি।আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই মিলে বড় একটি প্রাইভেট কার রিজার্ভ করেছি।তারপর আমরা একটি তারিখ নির্ধারণ করেছি ওই তারিখে সবাই মিলে একসাথে। সকাল ভোরবেলায় আমরা রাঙ্গামাটি উদ্দেশ্যে রওনা দিব।তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই মিলে সকাল ভোর সাতটায় আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে গাড়ির করে রওনা দিয়েছিলাম।এরপর আমরা প্রথম যাত্রা শুরু করলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে।

IMG_20240220_165107.png
IMG_20240220_165049.png

আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। তখন যাত্রাপথে আমরা গাড়ির আশেপাশে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। এই প্রাকৃতির সৌন্দর্যগুলো আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম।
আমরা যখন ধীরে ধীরে যাত্রা শুরু করছি এবং গাড়ির ভিতর থেকে আমরা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করেছি। এই সৌন্দর্যগুলো আমাদের মনকে আকৃষ্ট করেছে। আমরা সবাই মিলে সৌন্দর্য উপভোগ করতেছি। আর চারদিকে এদিকে ঐধিক আমরা সৌন্দর্যগুলোর ছবি তুলতেছি।যতই আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ততই আমরা চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতেছি। আমরা লক্ষ করেছি এত সুন্দর বাংলাদেশের প্রাকৃতির সৌন্দর্যতা তা কল্পনাও করা যায় না। তখন আমরা এই মুহূর্তে চারদিকে লক্ষ্য করেছি এবং এর সৌন্দর্য ছবিগুলো আমরা সবাই মিলে তুলতে শুরু করেছি।

IMG_20240220_163747.png

যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে আকৃষ্ট এবং মনমুগ্ধ করে তুলতেছে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই মনে হচ্ছে নিজেকে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে ফেলছি,, । তাই এই মুহূর্তে আমাদের সেই ছোটবেলার প্রিয় গানটি মনে পড়ে,, ""এমন দেশটি কোথাও খুঁজে পাবো না গো তুমি,,সকল দেশের রানী সে যে আমার প্রিয় জন্মভূমি "" আমার কাছে মনে হচ্ছে, আমরা সবাই মিলে এই প্রিয় গানটি সবাই গাইতে শুরু করি এবং প্রাকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যাই। এ কি এক আনন্দের অনুভূতি তা কল্পনাও করতে পারি না।

IMG_20240220_143804.png

এভাবে যখন আমাদের এক ঘন্টা যাত্রা হয়ে গেল। তখন আমাদের পরিকল্পনার তালিকা অনুযায়ী আমাদের গাড়িটি বিরতির জন্যা থামিয়ে নিল।এরপর আমরা সবাই মিলে গাড়ির ভেতর থেকে বেরিয়ে গিয়েছিলাম। গাড়ি থেকে বেরিয়ে আমরা চারদিকে কিছুক্ষণ ঘোরাফেরা করেছিলাম এবং কিছু ছবি তুলেছিলাম।এ জায়গাটিতে একটি বড় খাবার হোটেল রয়েছে। আমরা সবাই সকালে নাস্তা করার জন্য এ খাবার হোটেলের ভিতরে প্রবেশ করেছিলাম। সবাই মিলে একসাথে বসে সকালের নাস্তা করেছিলাম।নাস্তা করার সময় আমরা সবাই অনেক মজা এবং আনন্দ করেছিলাম।নাস্তা করা শেষ করে, আমরা খাওয়ার হোটেলের টাকা পরিশোধ করে, আমরা ধীরে ধীরে আবার গাড়ির ভিতর প্রবেশ করলাম, আবার যাত্রা শুরু করবো বলে।

IMG_20240220_165004.png

আজকের মত এখানেই শেষ করছি,পরের সেই দারুন মুহূর্তগুলো আপনাদের সাথে আগামী দ্বিতীয় পর্বে শেয়ার করবো,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানরাঙ্গামাটি

6HAuCuDmXw26e9.gif

ATHztMY7eTanRk3GJbMbfjpEPnea9KpDmrYUhzyr7W8bqmvArDSfETrTbTcM8YFJuFVcrX3s5KU9wCMPWD6AB7PJ1DeF8a3CCszQ3oLgzxLj9jUzGWgTY3sh4ByyetEouSeUMzCg1U7FyUNp5CqYgDTDtuB6HgVHoGCUstHCUcFobRHpQENPxY3GVGhTwiCXRrrtfTEVySGQRcszTqPNzFpBg.png

Sort:  
 2 months ago 

রাঙ্গামাটি ভ্রমণের এ পর্বে আপনি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।
আসলে প্রকৃতির কাছাকাছি থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে আমারও অনেক ভালো লাগে।
সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।
পরবর্তী পোস্ট দেখার অপেক্ষায় রইলাম ভ্রমণের।

 2 months ago 

আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমি হাজির হবো দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে।

 2 months ago 

ভ্রমণ আমার বরাবর পছন্দের।রাঙ্গামাটি ভ্রমণ নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 months ago 

আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমি হাজির হবো দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে।

 2 months ago 

রাঙ্গামাটি ভ্রমণের খুব সুন্দর বিস্তারিত বর্ণনা করেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে সবারই খুব ভালো লাগে। আপনারা সেখানে খুব ভালো সময় কাটিয়েছেন এবং আমাদের সাথে সে সময়টা শেয়ার করেছেন দেখি সত্যিই ভালো লাগে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 months ago 

আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমি হাজির হবো দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে।

 2 months ago 

পুরো পার্বত্য চট্রগ্রামেই সৌন্দর্যের লীলাভুমি। তার মধ্যে অন্যতম রাঙ্গামাটি। রাঙ্গামাটি ভ্রমণের ১মপর্ব নিয়ে সুন্দর একটি পোস্ট দিয়েছেন ভাইয়া। ভাল লেগেছে পোস্টটি। পোস্টের ছবি গুলোও সুন্দর হয়েছে। আমাদের দেশের সৌন্দর্য আসলেই অপরুপ। সকল দেশের সেরা। আশাকরি আপনাদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ হয়েছিল। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমি হাজির হবো দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61265.20
ETH 3320.34
USDT 1.00
SBD 2.48