ছাদ বাগানে বিদেশি ফলের চাষ || আমার বাংলা ব্লগ।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিদেশি কিছু ফল বাড়ির ছাদের উপর চাষ করার পদ্ধতি সমূহ।আশা করি আপনাদের ভালো লাগবে।
আমাদের দেশে বর্তমানে ছাদে বাগান সৃষ্টি করা এবং সুফল আহরণ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ছাদের বিভিন্ন সবজি এবং ফল ভালো উৎপাদন হওয়ার ফলে মানুষ ছাদে বাগান করার বিভিন্ন অনুপ্রেরণা পাচ্ছে।বর্তমানে আমাদের দেশে পুরুষ-মহিলাএবং ছোট থেকে বড় সবাই ছাদে বাগান সৃষ্টি করার জন্য খুবই আগ্রহী।ছোট ছোট বাচ্চারা ছাদে বাগান তৈরি আমেজ দেখে খুবই আনন্দিত এবং উৎসাহিত।আসলে ছাদে বাগান তৈরি করা কিছু কিছু মানুষের শখ বটেও।
যাইহোক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, আমাদের বাড়ির পাশের একটি ছোট একতলা ভবনের একটি ছাদে বিভিন্ন ফল এবং সবজির বাগান তৈরি করা হয়েছে।তাই, আমার ইচ্ছে হলো আজকে আপনাদের সাথে কিছু ছাদে ফলের চাষ নিয়ে আলোচনা করি।যেহেতু, এই ছাদ বাগানটি ছিল আমাদের বাসার প্রায় অনেক নিকটে।তাই আমি বাগানটি পরিদর্শন করার সুযোগ পেয়েছি।
ছাদের উপর প্রবেশ করে আমি লক্ষ্য করেছিলাম এখানে বিভিন্ন রকমের ফলের গাছ এবং শাক সবজির গাছ রয়েছে।যদিও শাকসবজি নিয়ে আজকে আলোচনা করব না। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ ফল গাছই প্রায় বিদেশি প্রজাতির।আমি প্রথমে ধীরে ধীরে সবগুলো ফল গাছের এবং ফলসহ ছবি তুলেছিলাম।যদিও কিছু কিছু ফলের নাম আমার স্মরণ নেই, তারপরও কিছু ফলের নাম এখানে উল্লেখ করেছি। ননীফল, ড্রাগন ফল, ভেরিগেটেড মাল্টা, ভিয়েতনাম মাল্টা, ডেকোফন কমলা, কাটিমন আম, আমেরিকান রেড পালমার আম ইত্যাদি।যদিও এ ফলগুলো বিদেশী প্রজাতির কিন্তু বর্তমানে বাংলাদেশে এ ফলগুলো চাষ হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রেও এটি খুবই প্রযোজ্য।
আসলে যাদের বর্তমানে একতলা বা দোতলা কোন ভবন রয়েছে তারা সবাই ছাদে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলের বাগান করতে খুবই আগ্রহী যেটি টবের মাধ্যমে।যদিও এখানে বাগান তৈরি করে এত বেশি উপার্জন করা সম্ভব নয়, এটি মানুষের মনকে আনন্দিত রাখে এবং ছাদের পরিবেশ সুন্দর রাখে। দেখতে খুবই সুন্দর দেখায় ছাদের উপর গাছাপালা।
কিন্তু মনে রাখতে হবে ছাদ বাগান করার ক্ষেত্রে ছাদ বাগানের প্রতি অত্যন্ত যত্নশীল হতে হবে। সার্বক্ষণিক ছাদ বাগানের গাছপালার প্রতি লোক নিয়োজিত থাকতে হবে।
আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ!
ক্যামেরা | VIVO Y81i |
ক্যমেরা মডেল | vivo 1812 |
ক্যাপচার | @hanif3206 |
অবস্থান | সদর উপজেলা,নোয়াখালী |
share on x
https://x.com/HaniferMd/status/1793534627631755329