বাড়ির ছাদে ফুলের বাগান || আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগlast month
Purple & White Pricing Table Comparison Chart.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাড়ির ছাদের উপর ফুলের বাগান করার পদ্ধতি সমূহ।আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20240531_090323.png

IMG_20240531_092825.pngIMG_20240531_090424.pngIMG_20240531_092223.png

আমাদের দেশে বর্তমানে বাড়ির ছাদে ফুলের বাগান সৃষ্টি করা এবং সুফল আহরণ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ির ছাদের বিভিন্ন ফুল ভালো উৎপাদন হওয়ার ফলে মানুষ ছাদে ফুলের বাগান করার বিভিন্ন অনুপ্রেরণা পাচ্ছে।বর্তমানে আমাদের দেশে পুরুষ-মহিলাএবং ছোট থেকে বড় সবাই বাড়ির ছাদে ফুলের বাগান সৃষ্টি করার জন্য খুবই আগ্রহী।ছোট ছোট বাচ্চারা বাড়ির ছাদে ফুলের বাগান তৈরি আমেজ দেখে খুবই আনন্দিত এবং উৎসাহিত।আসলে বাড়ির ছাদে ফুলের বাগান তৈরি করা কিছু কিছু মানুষের শখ বটেও।

IMG_20240531_093018.png

IMG_20240531_092825.png

যাইহোক,আমি সব সময় বিভিন্ন বাগান পরিদর্শন করতে খুবই পছন্দ করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে সেই ফুলের বাগান পরিদর্শন এবং ফুলের বাগান করার প্রদ্ধতি সমূহ আলোচনা করতে চাচ্ছি। এটি আমাদের বাড়ির পাশে একটি তিন তলা বাড়ির ছাদের উপর এই ফুলের বাগানটি করা হয়েছে। গতকাল বিকেল বেলা আমি এবং আমার বন্ধু আমরা ঐ বাড়ির ছাদের উপর গিয়েছিলাম। প্রথমে আমরা বাড়ির ছাদের ভিতর প্রবেশ করার আগে বাড়ির মালিকের থেকে অনুমতি নিয়েছি।

IMG_20240531_092521.png

IMG_20240531_085909.png

তারপর আমি এবং আমার বন্ধু আমরা বাড়ির ছাদের ভিতরে প্রবেশ করেছিলাম। প্রথমে আমরা লক্ষ্য করেছি ছাদের উপর রয়েছে বিভিন্ন প্রকারের ফুলগাছ। এখানে এই ফুলের বাগানটি করেছে বাসার মালিক এবং তার মেয়ে। বাগানটির পরিবেন দেখতে অত্যান্ত মনোরোম এবং বাগানের চারপাশের রয়েছে নেট দিয়ে ঘিরাও। আমরা বাসার মালিকের সাথে ফুলের বাগানটি সম্পর্কে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।

IMG_20240531_092941.png

IMG_20240531_092500.png

তা হল ফুলের বাগানটি কিভাবে যত্ন নেয়?বাগানটি কখন করা হয়েছে? বাগানে কত জাতের ফুল গাছ রয়েছে? কত টাকা খরচ হয়েছে বাগানটি করতে ইত্যাদি জিজ্ঞাস করেছিলাম। বাগানের প্রতোকটি ফুলের টপে সকাল বেলা জল সেচের ব্যাবস্হা রয়েছে। বাগানের ভিতর যে সব ফুল রয়েছে তা হল
কামিনী, শাপনা, গোলাপ, বেলি, রজনী গন্ধা,বকুল, হাসনাহেনা, দোলনচাঁপা, কেয়া,স্পাইডার লিলি, ঘাসফুল, দোপাটি, টাইগার লিলি প্রভৃতি ইত্যাদি । প্রতোকটি ফুল দেখতে অত্যান্ত সুন্দর এবং মনোরোম।

IMG_20240531_092223.png

IMG_20240531_085848.png

এভাবে আমি এবং আমার বন্ধু আমরা পুরো ফুল বাগানটি পরিদর্শন করেছি এবং বাগানের ফুলের অনেকগুলো ফটোগ্রাফি করেছি। আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Sort:  
 last month 

ছাদ বাগানে খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

একদম ঠিক বলছেন আপনি আমাদের দেশে বর্তমানে বাড়ির ছাদে বাগান করার চাহিদাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেখানে শুধু ফুলের বাগান নয় বিভিন্ন প্রকারের সবজি ও বিভিন্ন প্রকারের ফলের চাষ করা হয়ে যা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আমার সবচেয়ে ভালো লাগে এভাবে ছাদের বাগান গুলো। আপনি ছাদ বাগান থেকে ফটোগ্রাফি নিয়ে শেয়ার করলেন বেশ ভালো লেগেছে দেখে।

 last month 

ফুলবাগান ছাদে করার বিষয়টি আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমি নিজেও ছাদে ফুলবাগানের সঙ্গে কিছু সবজিরও চাষ করেছি। যেটা আমার কাছে অনেক ভালো লাগার একটি বিষয় এবং ভালো সময় কাটানোর ব্যবস্থা।

 last month 

আমাদের দেশে ছাদ কৃষিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগে শুধু ফুলের গাছে সীমাবদ্ধ ছিলো কিন্তু এখন ছাদেএ বিভিন্ন ধরনের সবজি এবং ফলের গাছ লাগানো হয়।ভালো লাগলো পোস্ট টা দেখে।

 last month 

আপনার বাড়ির ছাদে ফুলের বাগান দেখে খুব ভালো লাগলো‌ । আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে সবসময় মুগ্ধ করে। বৈচিত্রময় ফুলগুলো সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। ছাদে এতো বৈচিত্র্যময় ফুলের সমাহার সত্যি বেশ দারুণ। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

বর্তমান সময়ে অনেকেই শখের বশে ছাদের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর আপনার ছাদ বাগান থেকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66436.09
ETH 3439.46
USDT 1.00
SBD 2.65