গ্রামের ভিতর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কিছু মুহূর্ত (২য় পর্ব)।

in আমার বাংলা ব্লগlast month
IMG_20240510_103716.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের ভিতরে কিছু মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে । আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20240510_122705.png

জঙ্গল এবং গাছপালা গুলো কেটে সেখানে তৈরি করা হচ্ছে মানুষের বসবাস করার ঘরবাড়ি এবং আবাসস্থল। আগে যেখানে মানুষের বসবাস করার উপযোগী ছিল না। বর্তমানে সেখানে মানুষে তৈরি করতেছে বড় বড় দালান কোটা।আগে এক সময় দেখা যেত গ্রামের মধ্যে মানুষেরা খড় দিয়ে ঘরবাড়ি তৈরি করত। তারপর সময়ের পরিবর্তনের ফলে মানুষের ব্যাপক রুচির পরিবর্তন হচ্ছে।

IMG_20240510_122421.png

এখন বর্তমানে গ্রামের মানুষ গুলো টিন দিয়ে ঘর তৈরি করতে দেখা যাচ্ছে। দালান কোটা তৈরি করতেছে অনেক অর্থশালী ব্যাক্তিরা।গ্রামের ভিতর সরু পথ দিয়ে আমরা যখন হেঁটে যাচ্ছিলাম। তখন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছিলাম।

IMG_20240510_122645.png
IMG_20240510_122623.png

গ্রামে এখনোও দেখা যাচ্ছে যে, বাড়ির ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। মানুষ এবং যানবাহন এর মধ্য দিয়ে চলাচল করছে। রাস্তার দুই পাশে অনেক কাছাকাছি মানুষের ঘর রয়েছে।অনেক অনেক জায়গায় আমি লক্ষ্য করেছিলাম মানুষের ঘরের দরজা প্রায় রাস্তার সামনেই।কিন্তু এ রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন চলাচল করছে। তারপর হেঁটে হেঁটে আমরা বাড়িগুলো অতিক্রম করে, আমরা যখন খোলা জায়গায় গিয়েছিলাম।আমরা কিছুক্ষণ রাস্তার ওপর দাঁড়িয়ে লক্ষ্য করেছিলাম ফসলের জমিনগুলো।

IMG_20240510_122333.png
IMG_20240510_122359.png

এখন গ্রীষ্মকাল ধান কাটার মৌসুম।এ সময় গ্রামের প্রত্যেক পুরুষ এবং মহিলা কঠোর পরিশ্রম করতে হয় তাদের ফসলের জমিনএবং ধান কাটা নিয়ে।এই সময় তাদের খুবই কর্মব্যস্ততায় সময় কাটে এবং তাদের মনের মধ্যে কিছু আনন্দও দেখা যায়, কারণ তারা নতুন সোনালী ধান নিয়ে আসছে তাদের ঘরের মধ্যে।

IMG_20240510_122501.png

আমরা লক্ষ্য করেছিলাম অনেক পুরুষ এবং মহিলা তাদের ফসলের জমির মধ্যে কঠোর পরিশ্রম করছে।
গ্রামে এখনোও প্রায় দেখা যায় মহিলারাও মাঠে কাজ করে। আমরা আরো অত্যন্ত মনোমুগ্ধ এবং আনন্দিত হয়েছিলাম এই দৃশ্যটি দেখে কৃষকেরা তাদের ফসলের জমিতে ধান কাটতেছে

IMG_20240510_122441.png
IMG_20240510_225025.png

এই মুহূর্তে আমরা কৃষকের ধান কাটার দৃশ্য এবং ফসলের জমির কিছু ছবি তুলেছিলাম। আমরা যখন হেঁটে হেঁটে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমরা এই খোলা মাঠের এবং ফসলের জমিনের আরো দারুন দৃশ্য উপভোগ করেছিলাম।আগে যখন কৃষকরা হাত দিয়ে ধান কাটতো, বর্তমানে এখন হাত দিয়ে ধান কাটছে না কৃষকরা।কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছিলাম উন্নত টেকনোলজি ব্যবহার করছে ধান কাটার ক্ষেত্রে এবং মেশিন দিয়ে তারা ধান কাটছে।

IMG_20240510_122522.png

এই উন্নত প্রযুক্তির ধান কাটার দৃশ্যটি আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে উপভোগ করেছিলাম।এই প্রযুক্তির মেশিন গুলো দিয়ে অল্প সময়ের মধ্যে কয়েক কাঠার ধান সহজে সংগ্রহ করতে পারে, সময়ও কম লাগছে এবং পরিশ্রমও কম করতে হয়।এই প্রযুক্তি কৃষকের জন্যা দারুন সুযোগ-সুবিধা বয়ে আনছে।আমার যতই রাস্তার উপর দিয়ে সামনের দিকে হাঁটতেছিলাম ততই আমরা ধান কাটার দৃশ্যগুলো লক্ষ্য করেছিলাম। সোনালী ধানে ভরে গেছে চারদিকে ফসলের মাঠ। আমরা যে রাস্তার উপর দিয়ে হাঁটতেছিলাম এখনোও এটি মাটির তৈরি ছিল।পিচঢালা সড়ক এখনোও তৈরি করা হয়নি।

IMG_20240510_122645.png
IMG_20240510_122501.pngIMG_20240513_122441.png

গ্রামের সে ঐতিহ্যবাহী দৃশ্যগুলো দেখতে দেখতে তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তখন সূর্য পশ্চিম দিকে হেলে পরেছিল।এরপর আমরা গ্রামকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের মত এখানেই শেষ করছি! পরবর্তী অন্য কোন দারুণ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানগ্রাম

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

DUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

Sort:  
 last month 

গ্রামের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় আপনি আপনার এলাকার কিছু ভৌগোলিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন যেটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। আসলে গ্রাম অঞ্চলে এমনই সুন্দর হয়ে থাকে আমিও গ্রাম ব্যক্তিগতভাবে গ্রাম অনেক বেশি পছন্দ করি।

 last month 

গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর ভাইয়া। যদি আপনি শহরে থাকেন তাহলে গ্রামের এসে আমাদের মতন এই সৌন্দর্যগুলো উপভোগ করিয়েন।ধন্যবাদ

 last month 

আসলে গ্ৰাম হলো সৌন্দর্যের প্রতীক। বাংলাদেশের প্রতিটি গ্ৰাম সবুজ শ্যামল প্রকৃতিতে ভরপুর। বৈশাখ‌ শেষে মাঠে মাঠে সোনালী ধান ক্ষেতে ভরা। এরকম সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে গ্ৰামের সৌন্দর্য ফটোগ্রাফী এর মাধ্যমে প্রকাশ করেছেন।

 last month 

জ্বি ভাইয়া, গ্রামের মনোরম দৃশ্য গুলো অনেক দারুন। আপনি যদি গ্রামে থাকেন তাহলে সৌন্দর্যগুলো উপভোগ করিয়েন।ধন্যবাদ

 last month 

গ্রামের রাস্তায় চলতি পথে বেশ কিছু ফটো ধারণ করেছেন এবং সেই সমস্ত ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। তবে ফটোগুলো যাই হোক আপনার ফটো সাজানো বেশ দারুন ছিল। আশা করবো পরবর্তীতে সুন্দর সুন্দর ফটো নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন।

 last month 

ইনশাআল্লাহ ভাইয়া, আপনাদের মাঝে আরো নতুন নতুন সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে আমি হাজির হব।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 65236.24
ETH 3401.35
USDT 1.00
SBD 3.19