রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতার " দ্বিতীয় পর্ব" (লাল পাহাড়ের দেশ)।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।এটি ছিল আমার রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় পর্ব"। তাই আজকে রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় পর্বের" মুহূর্তের প্রাকৃতিক দৃশ্য নিয়ে হাজির হলাম।
আমরা সকল বন্ধু মিলে আবার পুনরায় গাড়ির ভিতর প্রবেশ করলাম। গাড়ির ভিতর প্রবেশ করে, আমরা ধীরে ধীরে আবার রাঙ্গামাটি উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। আমরা যখন রাঙ্গামাটি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন আমরা সবাই গাড়ির ভিতরে বসে অনেক আনন্দ মজা এবং বিভিন্ন ধরনের দৃশ্য উপভোগ করতে শুরু করেছি।রাস্তার দুই পাশে প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ। যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না।আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই আমরা রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করতেছি।
এই দুই পাশে প্রাকৃতিক দৃশ্য গুলো আমাদের মনে থাকবে। এই অসাধারণ স্মৃতিগুলো আমাদের মনের মধ্যে জাগ্রত হবে।আমরা যখন গাড়ির ভিতরে অবস্থান করছি তখন গাড়িটি সামনে দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা চারদিকে লক্ষ্য করেছিলাম অনেক পর্যটনের গাড়ি এবং যানবাহন ধীরে ধীরে রাঙ্গামাটির দিকে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটি পর্যটন যাত্রীদের গাড়ি ধীরে ধীরে রাঙ্গামাটির দিকে যাচ্ছে, আর তারা গান গাইতেছে, বিনোদন দিয়ে, মজা, আনন্দ উৎসব পালন করছে গাড়ির ভিতরে।তাদের আনন্দ, মজা, গান এবং বিনোদনের এই সুন্দর দৃশ্যগুলো আমাদের মনকে আকৃষ্ট করেছে। আমরা অসাধারণভাবে তাদের দৃশ্যগুলো উপভোগ করেছি। আমরা নিজেরাও গাড়ির ভিতর মজা করে যাচ্ছি।অনেক পর্যটন যাত্রীদের তাদের গাড়ির ভেতর গান গাওয়া দৃশ্য দেখে, আমাদেরও ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হল, আমরাও যেন গাড়ি ভিতর গান গাই।
তাই আমরাও আমাদের গাড়ির ভেতর আমরা মজা, আনন্দ, বিনোদন করতেছি। আমাদের অনেকেরই গানের কন্ঠ এত ভালো না থাকায়। আমাদের এক বন্ধুর গানের কন্ঠ অত্যন্ত দারুন। সে আমাদের মাঝে একটি গান ধরেছে,তখন আমাদের গাড়িটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।আমরাও সকল বন্ধু মিলে একসাথে তার গানের কন্ঠের সাথে। আমরা নিজেরাও সুর মিলিয়ে গাইতে শুরু করলাম।তাই গানের কয়েকটি কলি এখানে আমি উল্লেখ করলাম।
""একপাশে সাগর আর অন্য পাশে তুমি,,এক পাশে পাহাড় আর অন্য পাশে সাগর""
এভাবে আমরা সকল বন্ধু মিলে এই গানটি আমরা পুরো গাইলাম। আর আমাদের গাড়িটি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।এভাবে যেতে যেতে গাড়িটি তিন ঘণ্টা অতিক্রম করার পর, আমাদের দুপুরের বিরতি সময় হয়ে গেল, যেহেতু আমাদের পূর্বে থেকেই একটি পরিকল্পনা তালিকা করা রয়েছে।তাই আমরা এখানে দুপুরে খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, তাই আমাদের গাড়িটি এখানে থামিয়ে দিবে হয়তোবা তালিকা অনুযায়ী।সুতরাং অল্প কিছুক্ষন যাওয়ার পর গাড়িটি এখানে থামানো হলো। এ জায়গা টির নাম ছিল "জিরো পয়েন্ট"
এ জায়গাটির একপাশে রয়েছে বড় একটি খাবার হোটেল।হোটেলটি দেখতে অত্যন্ত সুন্দর। হোটেলের চার পাশে রয়েছে সুন্দর ফুলের বাগান। আমরা এই ফুলের বাগানের কিছু ছবি তুলেছিলাম। আমরা সবাই যখন গাড়ি থেকে নেমেছিলাম, তখন ধীরে ধীরে এই ফুলের বাগানের ভিতর আমরা সবাই প্রবেশ করেছিলাম। এখানে চারপাশের মনোরম দৃশ্য দেখে আমাদের মনকে অনেক আকৃষ্ট এবং মনোমুগ্ধ করেছে।তাই আমরা সকল বন্ধু মিলে সুন্দর ফুলের বাগানটি কিছুক্ষণ পরিদর্শন করেছিলাম। আমরা ফুলের বাগান পরিদর্শন করা শেষে, আমরা ধীরে ধীরে আমাদের খাবার হোটেলের ভিতরে প্রবেশ করলাম।
সুতরাং আমরা হোটেলে ভেতর প্রবেশ করে, আমরা আমাদের সবার হাত, মুখ সহ আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আমরা খাবার টেবিলের মধ্যে বসে গিয়েছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য।যেহেতু এখানকার হোটেল গুলো অনেক উন্নত মানের, এখানে খাবারের দাম অনেক বেশি। খাবার গুলো অনেক ভালো মানের, তাই আমাদের পরিকল্পনা ও তালিকা অনুযায়ী আমরা খাবার গুলো নিয়েনিলাম।আমরা সকল বন্ধু মিলে একসাথে দুপুরে খাওয়ার আনন্দ এবং মজা করে খেয়েছিলাম।আমাদের দুপুরে খাওয়া শেষ করে, আমরা কিছুক্ষণ এই হোটেলে ভিতরে অবস্থান করেছিলাম।
তারপর আমাদের দুপুরের সম্পূর্ণ খাবার বিল, আমরা হোটেলকে পরিশোধ করেছিলাম।
আজকের মত এখানেই শেষ করছি,পরের সেই দারুন মুহূর্তগুলো আপনাদের সাথে আগামী তৃতীয় পর্বে শেয়ার করবো,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ!
ক্যামেরা | VIVO Y81i |
ক্যমেরা মডেল | vivo 1812 |
ক্যাপচার | @hanif3206 |
অবস্থান | রাঙ্গামাটি |
Share on twitter
https://x.com/HaniferMd/status/1787695766783639555
আমার মনে হয় আপনার বন্ধুর গানের জন্য আপনাদের ভ্রমণটা আরো বেশি সুন্দর হয়েছে। কারণ সবাই মিলে একসঙ্গে গান গাইতে, গাইতে ভ্রমণ করতে সত্যি অনেক মজা লাগে। রাঙ্গামাটিতে এর আগে আমি কখনো যায়নি তবে ভ্রমণ করতে আমি অনেক ভালবাসি । যাই হোক ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি ভ্রমণ পোস্ট শেয়ার করার জন্য।
আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমি হাজির হবো তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে।
বন্ধুরা একসাথে ঘোরাঘুরি মানেই আনন্দ আর আনন্দ। রাঙ্গামাটি ভ্রমনে প্রকৃতির সৌন্দর্য দর্শন এর পাশাপাশি গাড়িতে গানে গানে মাতিয়ে দিয়েছেন। বেশ উপভোগ করেছেন আপনারা। রাঙ্গামাটি ভ্রমনের ২য় পর্ব পোস্টটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ছবি গুলোও সুন্দর। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমি হাজির হবো তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে।
আপনার রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতা পড়ে আমি মুগ্ধ হয়েছি। প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা এবং গাড়ির ভিতরের আনন্দের মুহূর্তগুলো পড়ে মনে হচ্ছে যেন আমিও সেই ভ্রমণে অংশ নিয়েছি। আপনার বন্ধুর গানের কথাগুলো খুবই সুন্দর এবং মনোরম। আপনাদের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আগামী পর্বের অপেক্ষায় থাকবো।
আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আমি হাজির হবো তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে।
রাঙ্গামাটি খুবই সুন্দর একটি জায়গা। যেখানে লেক আর পাহাড়ের দেখা মেলে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। সুন্দর একটি ভ্রমণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।