রঙিন কাগজ দিয়ে টিস্যু বক্স তৈরি 🎁 [১০% @shyfox এর জন্য ❤️]
05-03-2022
২১ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
প্রয়োজনীয় উপকরণ
রঙিন পেপার | কাচি |
---|---|
কলম | টিস্যু |
প্রথমেই দুটি রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর কাচি দিয়ে বর্গাকার করে কেটে নিলাম। কাটার পর তিনটি বর্গাকৃতির পেপার বানিয়ে নিলাম। তারপর মাঝ বরাবর সমান দুই অংশে ভাজ করে নিলাম।
তারপর ভাজের উপরে একপাশে ত্রিভুজের শেপ করে ভাজ করে নিলাম। ঠিক একইভাবে দুইপাশে ভাজ করে নিলাম।
তারপর ভাজের একটি অংশ খুলে নিলাম। তারপর বিপরীত করে আবার ভাজ করে দিলাম।
তারপর মাঝ বরাবর সমান করে আবার ভাজ করে নিলাম। ভাজ করা অংশের কোণা দুটি সমান করে আবার ভাজ করে দিলাম। তারপর ভাজ দুটি মিলিয়ে দেয়াতে অনেকটা বক্সের শেপের আকৃতির হবে।
তারপর এভাবে আরও দুটি বক্সের মতো বানিয়ে নিলাম।
সেইম রঙের পেপার দুটি ভাজের ভিতরে একটার উপরে দিয়ে পূর্ণ একটি বক্স বানিয়ে নিলাম।/sub>
তারপর অপর বক্সের অংশে কাচি দিয়ে মাঝে কেটে নিয়েছি। কারণ টিস্যু পেপার এটি দিয়ে বের করার জন্য।
টিস্যু পেপার দিয়ে দিলাম।
তারপর টিস্যু সহ বক্সের উপরে লাগিয়ে দিলাম।
🎁চূড়ান্তধাপ 🎁 |
---|
ব্যাস! হয়ে গেল খুব সুন্দর করে রঙিন কাগজের তৈরি টিস্যু বক্স 🎁 । |
---|
বিষয় | রঙিন কাগজ দিয়ে টিস্যু বক্স তৈরি 🎁 |
---|---|
ডিভাইস | oppo A12 |
ফটোগ্রাফার | @haideremtiaz |
লোকেশন | w3w |
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share link
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে একটি টিস্যু বক্স তৈরি করেছেন ভাইয়া। আপনার টিস্যু বক্স তৈরি করার এই প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। টিস্যু বক্স তৈরি করার প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
বাহ ভাই দারুন টেকনিক। আসলে এটা কি বলেছি জন ছিল তার বহিঃপ্রকাশ। নিজের ভাবনা চিন্তা কে কাজে লাগিয়ে কিছু একটা প্রয়োজনীয় তৈরি করে ফেলা। খুব সুন্দর হয়েছে ভাই এভাবেই এগিয়ে চলুন এবং সামনে আরো নতুন নতুন কিছু আমাদের মাঝে উপহার দিন।
ধন্যবাদ ভাই অনুপ্রাণিত করার জন্য।
খুবই চমৎকার একটি টিস্যু বক্স তৈরি করে দেখালেন ভাই, তাও আবার রঙিন কাগজ ব্যবহার করে। এই টিস্যুবক্সটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব যত্নের সাথে এই টিস্যু বক্স তৈরি করার চেষ্টা করেছেন, তা আপনার টিস্যু বক্স টি দেখেই বোঝা যাচ্ছে। টিস্যু বক্স তৈরি করার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
টিস্যু আমাদের অনেক প্রয়োজনীয় একটি বস্তু। আমরা প্রায় প্রতিদিন ব্যবহার করি। রঙিন কাগজ দিয়ে টিস্যু বক্সটা দারুণ তৈরি করেছেন। এটা বাস্তব জীবনে কাজে লাগার মতো একটি ক্রাফট। ভালো তৈরি করেছেন।
ধন্যবাদ ভাই আপনাকে
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে কিভাবে টিসু বক্স তৈরি করতে হয় সেটি আমাদেরকে দেখিয়েছেন। যেন টিস্যু বক্স থেকে টিস্যু টান দিলেই একের পর এক টিস্যু বের হয়ে আসবে। অনেক সুন্দর টিস্যু বক্স টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে
আপনাকে স্বাগতম ভাইজান 💚
আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা টিস্যুর বক্স অংকন করেছেন। আপনার দক্ষতা খুবই ভালো ও সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অঙ্কন না ভাই, বানিয়েছি। ধন্যবাদ আপনাকে
টিস্যুর বক্স টি আসলে অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। বিশেষ করে সামনে চোখ এবং মুখ অংকন করার কারণে খুব কিউট লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে
বাহ আইডিয়া টা খুব দারুন তো রঙিন পেপার দিয়ে টিস্যু বক্স তৈরি।।
সত্যি আপনার নতুন চিন্তা ধারা এবং ইউনিক বুদ্ধির প্রশংসা করতেই হয়।
সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।