আর থেকোনা দূরে শর্টফিল্ম রিভিউ [১০% প্রিয় @shyfox এর জন্য ♥]

in আমার বাংলা ব্লগ2 years ago

15-02-2022

৩ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কে
মন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে সম্প্রতি আমার দেখা একটি শর্টফিল্ম নাটক নিয়ে হাজির হলাম। নাটকের নাম হচ্ছে আর থেকোনা দূরে । নাটকটি সম্প্রতি রিলিজ হয়েছে। শর্টফিল্ম নাটকটি মূলত ভালোবাসা দিবস উপলক্ষে রিলিজ হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে নাটকটি। যায়হোক আশা করি আপনাদের কাছে নাটকের রিভিউটি ভালো লাগবে।


Screenshot_2022-02-16-02-56-33-78.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নাটকের কিছু তথ্য


নামআর থেকোনা দূরে
গল্পনাদিম মাহমুদ সতেজ।
পরিচালনারাকা নোওশিন নাওয়ার।
চিত্রনাট্য ও সংলাপশেখ কোরাশানী, রাকা নোওশিন নাওয়ার ও পুলক অনিল।
প্রযোজকজুনজুনি চাকমা।
অভিনয়েইরফান সাজ্জাদ, সুনেরা বিনতে কামাল।
দৈর্ঘ্য২৬ মিনিট।
মুক্তির তারিখ১৪ ফেব্রুয়ারি , ২০২২
ধরনসামাজিক,ড্রামা,রোমান্টিক
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2022-02-16-03-13-56-52.jpg

গল্পের শুরুতে দেখা যায় রেনু একটি কোম্পানিতে চাইল্ড এডাল্ট প্রজেক্ট নিয়ে কাজ করে। ঠিক একই কোম্পানিতে হাসানও জয়েন করে সেই একই প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। হাসানের বস হাসানকে তার প্লেনিং টিমএর সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। চাইল্ড এডাপ্ট প্রজেক্টে রেনুসহ ৪জন মেম্বার কাজ করতো। তারপর হাসান নতুন টিমে জয়েন হলো। রেনু চাইল্ড এডাল্ট প্রজেক্টের প্রধান হিসেবে কাজ করে আসছে। সেই সাথে হাসান জয়েন দিয়েছে তার সহকর্মী হিসেবে। তো তাদের প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হলো চাইল্ড এডাপ্ট করা। মানে হলো একটা সুবিধাবঞ্চিত শিশু যেন একটি পরিবার খুঁজে পায়। তো হাসানের মতে পরিবার হলো আমাদের একটি ভালোবাসার জায়গা;আমাদের আশ্রয়স্থল। সবথেকে শক্তিশালী বন্ধন একমাত্র পরিবারেই হয়। তার কারণে প্রত্যেক শিশু একটি পরিবার ডিজার্ভ করে। কিন্তু রেনু বলে যে হাসানের এই পয়েন্টগুলো তারা আগে থেকেই জানে।

Screenshot_2022-02-16-03-15-10-20.jpg

হাসানের পয়েন্ট হলো আমরা চাইলেই ফেইসবুকের মাধ্যমে একে অপরের বন্ধু হতে পারি। প্রতিদিন অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তো তাদের কাজ হলো তারা ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ফ্যামিলি রিকোয়েস্ট পাঠাবে। তার ফলে হবে কি যারা ফ্যামিলি রিকোয়েস্ট গ্রহণ করবে তারা একটি পরিবার বা সুবিধাবঞ্চিত শিশুদের দায়িত্ব নিতে পারবে। এটাই ছিল মুল পয়েন্ট এবং চাইল্ড প্রডাকশন কোম্পানির মূল উদ্দেশ্য।

Screenshot_2022-02-16-03-16-15-51.jpg

তো পরেরদিন তারা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দেই। প্রজেক্টের লগো ও ওয়েব ডেবলাপড এর ডিজািনের দায়িত্ব দেয় সিফাতকে। হাসান সহকর্মী হিসেবে জয়েন করেছে। সে রেনুকে যেকোনো কিছু সহযোগিতা করে। তো হাসানের কাজ শেষ করে সে বাসায় চলে যায়। রেনু সাভাকে বলে হাসান কোথায়? হাসানের কাজ আগেই শেষ হয়েগেছিল এজন্য চলে গেছিল বাসায়। আর এদিকে রেনু রাতভর তাদের প্রজেক্ট নিয়ে কাজ করে। ঠিক সেই সময় হাসান চলে আসে বাসা থেকে। হাসান নিজের হাতে তৈরি খাবার রান্না করে নিয়ে আসে অফিসে। এদিকে রেনু হাসানকে পছন্দ করে ফেলে।

Screenshot_2022-02-16-03-18-13-87.jpg

ধীরে ধীরে রেনু ও হাসানের সম্পর্ক গভীর হতে থাকে। কোম্পানির সবাই প্রায় জেনে যায় তাদের সম্পর্কের কথা। তো একদিন রেনু মার্কেট করার সময় একটি শাড়ি পছন্দ হয়। সেটা তখন কিনেনি। হাসান তখন শাড়িটা রেনুকে উপহার দেয় এবং বলে সে যেন এই লাল শাড়িটা পড়ে অফিসে আসে। তো একদিন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানে সবাই যায়। তখন হাসান তার স্বপ্নের কথা বলে। হাসানের স্বপ্ন তার একটি ছেলে ও একটি মেয়ে হবে। একজন পাইলট হবে আরেকজন ডাক্তার। এটা শুনে রেনুর মন খারাপ হয়ে যায়। কারণ রেনুর তিন বছর আগে একটা রোগের কারণে ডাক্তার বলেছিল সে কখনো মা হতে পারবেনা। তাই রেনু হাসানের স্বপ্নগুলো পূরণ করতে পারবেনা। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি কখনো হারায়? হাসান সেই উদাহরণটাই দিল। সে রেনুর কাছে একটি ফ্যামিলি রিকোয়েস্ট পাঠায়। হাসানের স্বপ্নে শুধুই রেনু ছিল। অবশেষে তাদের ভালোবাসার মিলবন্ধনের মধ্যে দিয়েই শেষ হয় গল্পটি।


ব্যক্তিগত মতামত


আর থেকোনা দূরে শর্টফিল্ম নাটকটি আমার কাছে খুবই ভালোলেগেছে। ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছিল এই শর্টফিল্ম। হাসান ও রেনুর ভালোবাসার মধ্যে দিয়েয় শেষ হয়। ভালোবাসা আসলে কোনো প্রতিবন্ধকতা মানে না। ভালোবাসা সুন্দর সেই সাথে ভালোবাসার মানুষটিও। রেনুর একটি বড় ধরনের সমস্য থাকার পরে হাসান তাকে ভালোবেসেছে। হয়তো এটা ভালোবাসা। ভালোবাসা দিবসে এভাবেই ভালোবাসা ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক ভালোবাসার মানুষটি।

ব্যক্তিগত রেটিং


৯/১০


নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটি দেখে না থাকলে লিংকে প্রবেশ করে দেখতে পারেন। আমি চেষ্টা করেছি মূল কাহিনীটা শেয়ার করার জন্য। আশা করি বুঝেছেন। সকলকে ফাল্গুনের শুভেচ্ছা। সকলের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।


ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি শর্ট ফিল্ম এর রিভিউ এর দিয়েছেন। আমার এখনো এটি দেখা হয়নি। কিন্তু আপনার রিভিউ দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি শর্ট ফিল্ম রিভিউ নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আর থেকোনা দূরে শর্টফিল্ম রিভিউ অনেক সুন্দর হয়েছে তবে আমি এখনো দেখিনি আপনার রিভিউ পড়ে দেখা হয়ে গেলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান

 2 years ago 

নাটক আর শর্টফিল্ম কি একই জিনিস? আমার এটা জানা নেই এইজন্য প্রশ্নটা আপনার কাছে করলাম। বেশ সুন্দর করে আপনি রিভিউ দিয়েছেন। এই নাটকটি আমার দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ার পর মনে হচ্ছে দেখলে ভালই লাগবে ।এই নাটকের নায়ক-নায়িকা সম্বন্ধে আমার খুব একটা ভাল ধারণা নেই। এদের নাটক সম্ভবত আমি কখনো দেখিনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আপনার নাটকের রিভিউ দেখে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে নাটকের খুঁটিনাটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আপনার রিভিউ এর মাধ্যমে নাটকের কাহিনী সম্পর্কে ভালো একটা ধারণা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি নাটকের রিভিউ আমাদের উপহার দেওয়ার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আর থেকোনা দূরে এই নাটকটি অনেক সুন্দর। খুব ভালো লাগে আমার কাছে দেখতে। ইরফান সাজ্জাদের প্রায় নাটকগুলো আমি দেখি। স্বপ্ল সময়ে নাটকটি পরে নেওয়া গেলো। খুব সুন্দর উপস্থাপনা ছিলো। ধন্যবাদ শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59121.51
ETH 2993.55
USDT 1.00
SBD 3.78