আমরা সবচেয়ে বড় ভুল করি নিজেকে অন্যের সাথে তুলনা করে! এতে হয়কি আমরা একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু করে দেয়। যে ভালো অবস্থানে আছে তার অবস্থানে যাওয়ার চেষ্টা করি! অথচ আমাদের উচিত ছিল জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা। আপনি একদম যথার্থ বলেছেন ভাইয়া, কে কি করল বা কে কি বলল এসবে চোখ না দিয়ে বরং নিজের হ্যাপিনেস টাকেই প্রাধান্য দেয়া উচিত। দিনশেষে জীবনটা তো আমার!
নিজের প্রত্যাশা প্রাপ্তি কমিয়ে, হ্যাপিনেস খুঁজে বের করাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত।