পাকিস্তানি কর্ক মুরগী রান্না রেসিপি||১০% @shy-fox - এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাই

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে।আমি ভালো আছি।আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পাকিস্তানী কর্ক মুরগী রান্না করা রেসিপি।আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করা যাক!..

উপকরণঃ

  • মুরগীর গোশত
  • আদা বাটা
  • পেয়াজ বাটা
  • মরিচের গুড়ো
  • তেজপাতা
  • লবণ
  • আলু
  • সয়াবিন তেল
  • পরিমাণমতো পানি

ধাপঃ০১

IMG20210818174521.jpg

  • প্রথমেই মুরগীর গোশতগুলো কেটে টুকরো টুকরো করে নিলাম।তারপর পানি দিয়ে ভালো করে ধৌত করে নিলাম।

ধাপঃ০২

IMG20210818174533.jpg

  • আবার আলুগুলো মাঝারি সাইজ করে কেটে নিলাম।তারপর একটি বাটিতে রাখলাম।

ধাপঃ০৩

IMG20210818180621.jpg

IMG20210818180609.jpg

  • তারপর আলু এবং মুরগীর গোশত একসাথে একটি পাত্রে রাখবো।রাখারা পর প্রয়োজনীয় মশলা দিয়ে নিবে।আদা বাটা,পেয়াজ বাটা,তেজপাতা,মরিচের গুড়ো,ধনিয়া গুড়ো দিয়ে দিলাম।

ধাপঃ০৪

IMG20210818180430.jpg

  • সবকিছু দেয়া শেষ হলে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম এবং প্রয়োজনমতো লবণ দিয়ে নিলাম।

ধাপঃ০৫

IMG20210818181239.jpg

IMG20210818181235.jpg

  • তারপর সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। চুলার আগুন জ্বালিয়ে নিলাম।পাত্রে আপনি চাইলে আগেও তেল দিয়ে রান্না করতে পারেন।আমি মাখিয়ে দেয়ার পর পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর ২০-২৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।চুলার ভলিউমটা কমিয়ে দিয়ে।হয়ে গেলে পাত্রটি নামিয়ে নিলাম।

ধাপঃ০৬

IMG20210818205605.jpg

  • সবশেষে একটি বাটিতে পরিবেশন করে নিলাম।রাতের খাবার সময় তা খেলাম।

বিষয়মুরগীর গোশত রেসিপি
মোবাইলOppo A12

চেষ্টা করেছি ভালো করে রান্না করার জন্য।কেমন হয়েছে জানাবেন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

রান্না টা খুব ভালো হয়েছে মনে হয়

 3 years ago 

জি ভাই

সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। তবে, রান্নার ডেকোরেশন করার পরে তোলা ছবিটা প্রথম ছবি হিসেবে ব্যাবহার করবেন। তাহলে পোস্টটি দেখতে আরো আকর্ষণীয় লাগবে।

 3 years ago 

জি আচ্ছা ভাইয়া।পরবর্তী সময়ে আগে ফাইনাল স্টপের ছবিটা।আপনাকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 3 years ago 

রান্না টা খুব ভালো হয়েছে মনে হচ্ছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 3 years ago 

দারুন বানিয়েছেন রেসিপি টা।

 3 years ago 

ধন্যবাদ দাদা।

আপনার তৈরি করা রেসিপি খুবই ভালো হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51