ফাইনাল ম্যাচ || ভারত বনাম শ্রীলংকা

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

19-09-2023

০৪ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আবারো চলে এলাম আপনাদের মাঝে। যারা ক্রিকেট খেলা দেখেন তারা নিশ্চয় খেলাধুলার খবর রাখেন। তো গত ১৭ই সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল ম্যাচ ছিল। ভারত বনাম শ্রীলংকা। ভারত ও শ্রীলংকা আগেই দুদল ফাইনালের টিকিট পেয়ে গিয়েছিল। কিন্তু ভারত কিছুটা হলেও চাপে ছিল। কারণ ফাইনালের আগের ম্যাচ বাংলাদেশের কাছে হেরেছে। এটা নিয়ে একটু বলায় যায় প্রেসারে ছিল। আর যেহেতু শ্রীলংকার হোম ভেন্যুতে খেলা এদিক দিয়ে শ্রীলংকাকে একটু এগিয়ে রেখেছিল সবাই। কিন্তু আমি ভারতকেই ফেভরিট ধরে নিয়েছিলাম। কারণ দেখেন আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও ভিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া খেলেননি। তারা থাকলে হয়তো ফলাফলটা অন্যরকমও হতে পারতো। তবে বাংলাদেশ খুবই ভালো খেলেছিল সেদিন।

Screenshot_2023-09-19-20-26-18-02.jpg

Screenshot credit from Asian Cricket Council Youtube Channel

ফাইনালে ম্যাচে বৃষ্টির একটা শঙ্কা ছিল। এজন্য ব্যাটিং করা একটা ফ্যক্ট ছিল। যারা আগে ব্যাটিং করবে তাদেরকে রানরেইট মেইন টেইন করে খেলতে হবে। তো ফাইনালে ভারত শক্তিশালী টিম নিয়েই মাঠে নামে। তবে একটু চেইঞ্জ ছিল ভারতের টিমে ওয়াশিংটন সুন্দারকে সেদিন দলে রাখা হয়েছিল। বলতে গেলে স্পিন ডিপার্টমেন্ট শক্ত ছিল ভারতের। ভারতের হয়তো প্লেন ছিল যেহেতু শ্রীলংকার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান বেশি তাই স্পিন এটাকটা কাজে দিবে। কিন্তু খেলার শুরুতেই বাধাঁ হয়ে দাড়াঁয় বৃষ্টি। দর্শক সারিতে যারা বসেছিলেন তারা হয়তো সবাই হতাশই হচ্ছিলেন। এদিকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। বৃষ্টি থামার কিছুক্ষণ পরই খেলা শুরু হয়। ওপেনিং এ নামে নিসাংক্কা আর পেরেরা। তো প্রথম ওভার করে জাসপ্রিত বুমরা! আর প্রথম ওভারেই আউট হয় পেরেরা!

Screenshot_2023-09-19-20-28-48-06.jpg

Screenshot_2023-09-19-20-29-29-79.jpg

Screenshot credit from Asian Cricket Council Youtube Channel

তারপর কুশাল মেন্ডিস মাঠে নামে। তৃতীয় ওভারে বল করতে আসে মোহাম্মদ সিরাজ! আর সে ওভারেই যেন বাজিমাত করে বসে সিরাজ। এক ওভারেই তুলে নেয় চার উইকেট!! কুশাল মেন্ডিস, সামারাউইকরাম, ডি সিলভা ও নিসাঙ্কা! শ্রীলংকার দলীয় রান তখন ১২। আর তখন ৫ উইকেট হারিয়ে বসে। আমি ধরেই নিয়েছিলাম আজ হয়তো শ্রীলংকা ১০০শ পেরোতে পারবে না, হাহা! তারপর মাঠে আসে দাশুন শানাকা! কিন্তু সানাকা শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরে। ততক্ষণে সিরাজ ক্যারিয়ারের বোস্ট বোলিং করে সর্বোচ্চ ছয় উইকেট তুলে নেয়। এমনকি সিরাজই একমাত্র ভারতীয় প্লেয়ার যে কি না এক ওভারে চারটি উইকেট পেয়েছে! তো শ্রীলংকার চলতে থাকে যাওয়া আসার খেলা। কোনো প্লেয়ারইল সেদিন ২০ এর কোটা স্পর্শ করতে পারেনি। দলীয় সংগ্রহ যখন ৫০ তখন শ্রীলংকা অলআউট হয়।

Screenshot_2023-09-19-20-30-26-77.jpg

Screenshot credit from Asian Cricket Council Youtube Channel

এটা ছিল এশিয়া কাপের সবচেয়ে লোয়েস্ট টোটাল! শ্রীলংকার এ যখন অবস্থা তখন দর্শকরা আগেই মাঠ ছেড়ে চলে যাচ্ছিল। কারণ খেলা তো হারবেই। এমন লজ্জাজনক রানের সংগ্রহ করলো সেটা শ্রীলংকার দর্শকরাও আশা করেনি। তো ৫০ রানের টার্গেট তাড়া করতে নামে শুবমান গিল ও ইশান। শুরুতেই দুজন ফেয়ারলেস ক্রিকেটটাই খেলতে থাকে। ৬.১ ওভারেই ভারত জয়ের বন্দরে পৌঁছে যায়। আর এশিয়া কাপ ফাইনাল শিরোপা জিতে ভারত! সে খেলা ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় মোহাম্মদ সিরাজ। আর সবথেকে ভালো লাগার যে বিষয়টি ছিল, সেটি হচ্ছে ম্যান অব দা ম্যাচের সব টাকা শ্রীলংকার মাঠ কর্মীদের দিয়ে দেয়। যাদের পরিশ্রমের কারণেই খেলাটি সুন্দরভাবে হতে পেরেছিল।


আজ এ পর্যন্তই। আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🦋☘️




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে। মন ভালো রাখার অন্যতম মাধ্যম বিনোদন। তাই আমিও মাঝেমধ্যে আপনাদের মত বিনোদন দেখার চেষ্টা করে থাকি। তবে দীর্ঘ ধৈর্য সহকারে ক্রিকেট খেলা দেখা হয়ে ওঠে না। তাই মাঝেমধ্যে হালকা চোখ রাখার চেষ্টা করি। যেহেতু ফাইনাল ম্যাচের শ্রীলঙ্কা আর ভারত কেড়েছিল। তাই বেস সন্ধানে রেখেছিলাম এই খেলার প্রতি। ফাইনাল খেলাটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 11 months ago 

হ্যা ভাই। খেলাটা ভালোই হয়েছিল

 11 months ago 

ভাই ফাইনাল ম্যাচের মত এমন হাস্যকর খেলা আমার লাইফে আমি দেখি নাই। যেখানে পঞ্চাশ ওভার খেলা সেখানে ৫১ রানের টার্গেট। তাও আবার সেটা এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। আসলে এই ম্যাচ সম্পর্কে কি বলবো সে ভাষা আমার নেই। তবে মোহাম্মদ সিরাজকে কংগ্রাচুলেশন জানাও। তার এই ক্ষিপ্ত বোলিং এর সামনে শ্রীলংকা তুলোধনা হয়ে গেছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিক বলেছেন ভাই, সিরাজ ভালো বোলিং করেছে এজন্য এতো রানও করতে পারেনি

 11 months ago 

আসলে এ ধরনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তা কখনো ভাবতে পারে নি। ফাইনালে খেলা মানি টানটান উত্তেজনা। প্রতিটি বলে কি ঘটবে তা দেখার প্রতীক্ষা। শ্রীলংকা ৫০ রানের মধ্যে অলআউট হয়ে যাবে যা কল্পনার বাইরে। আসলে সত্যি মোঃ সিরাজ খুব চমৎকার বল করেছে। শ্রীলঙ্কার ব্যাটম্যানেরা বল তো চোখে দেখে নাই। আপনার খেলা দেখার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

হাহা! টান টান উত্তেজনায় ছিল না খেলায়। একটার পর একটা আউট হলো

 11 months ago 

যে কোন খেলাধুলায় ফাইনাল প্রতিযোগিতা টি উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। কিন্তু এবারের এশিয়া কাপে তার ব্যতিক্রম হয়েছে লজ্জা জনক ভাবে অলআউট হয়েছে শ্রীলংকা। যেটা কেউ আশা করেনি খেলা দেখিবার পূর্বেই শ্রীলংকা অল আউট।🤩

Posted using SteemPro Mobile

 11 months ago 

হাহাহ! কিছু করার নেই। ভারত ভালো বোলিং করেছে

 11 months ago 

আসলে ভাই ফাইনাল ম্যাচের মজাটাই উপভোগ করতে পারলাম না কারণ ইন্ডিয়া তো একবারে শ্রীলঙ্কাকে প্যাকেট করে ছেড়ে দিল হা হা। মোঃ সিরাজ আর হার্দিক পান্ডিয়া যা বল করেছে তাতে শ্রীলংকার ইনিংস ৫০ রানের শেষ। তবে শ্রীলংকা বড় স্কোর করলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতো যেটা দর্শকরা ভালোভাবে উপভোগ করতে পারত।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিক বলছেন ভাই! এত কম রানে আউট হয়েছে, খেলা দেখে মজা পেলাম না

 11 months ago 

ভাই দারুন একটি খেলা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই খেলাতে তেমন কোন উত্তেজনা ছিল না বললেই চলে। মোহাম্মদ সিরাজ একাই পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন ভেঙে দিয়েছিল। অবশেষে এশিয়া কাপে ফাইনালে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া দেখতে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

কি বলবো ভাই! এতো কম রানে আউট হলো, মজায় পেলাম না খেলাটা দেখে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45