"নবিতা" আর্ট|@haideremtiaz

আসসালামুআলাইকুম সবাইকে

কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।শৈশবের অনেকটা সময় আমরা কাটায় মূলত কার্টুন বা টিভি দেখে।শৈশবের কার্টুনের মধ্য ছিল টম এন্ড জেরি,ডরিমন,শিয়াল এবং বাঘ মামার গল্প।ডরিমন এবং টম এন্ড জেরি আমার অনেক প্রিয় ছিল।তো আজকে আমি ডরিমনে অভিনয় করা নবিতার আর্ট অঙ্কন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

চূড়ান্ত ধাপ

IMG20210728005857.jpg

তো আজকে আমি কিভাবে অঙ্কন করলাম তা ধাপে ধাপে দেখানের চেষ্টা করবো।

চলুন শুরু করা যাক...!

ধাপঃ০১

IMG_20210728_011443.jpg

  • প্রথমেই একটি রেখা টানতে হবে। তারপর দুইপাশে সমান করে রেখা টানতে হবে।বামপাশে রেখার কানের মতো করে আকঁতে হবে।

ধাপঃ০২

IMG_20210728_011500.jpg

  • তারপর নিচে বৃত্তের অর্ধেক মতো করে দুই রেখা মিলাতে হবে।

ধাপঃ০৩

IMG_20210728_011531.jpg

  • তারপর মাথার মতো করে আকতে হবে

ধাপঃ০৪

IMG20210728004258.jpg

  • তারপর চোখ এবং মুখের মতো করে আকঁতে হবে।

ধাপঃ০৫

IMG20210728004440.jpg

  • তারপর শরীর এবং হাত আকাঁর জন্য রেখা টানতে হবে।

ধাপঃ০৬

IMG20210728004733.jpg

  • তারপর বামহাত আকঁতে হবে।

ধাপঃ০৭

IMG20210728004927.jpg

  • তারপর হাফপ্যান্টের মতো করে আকঁতে হবে।

ধাপঃ০৮

IMG20210728005131.jpg

  • তারপর ডানহাত আকঁতে হবে।

ধাপঃ০৯

IMG20210728005325.jpg

  • তারপর পা এবং জুতার মতো করে আকঁতে হবে।

ধাপঃ১০

IMG20210728005824.jpg

  • তারপর পেন্সিলের সাহায্যে হালকা কালার করে দিতে হবে।

কেমন হয়েছে অবশ্যই জানাবেন।ভালো ও সুস্থ থাকেন সবাই।

শুভ রাত্রি

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে। শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

খুব ভালো হয়েছে অংকনটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য দিদি

 3 years ago 

খুব সহজেই কত সুন্দর আঁকা আকি করে ফেলা যায় অথচ আমি আঁকা কিছুই পারিনা। সুন্দর হয়েছে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারন

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66