একতাই বল

10-08-2022

২৬ শ্রাবণ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। একতাই বল এ কথাটার সাথে আমরা পরিচিত বলতে গেলে। এটার অবশ্য কারণও রয়েছে। সেই ছোটবেলায় পড়ে এসেছি এটা। চাষীর সেই গল্পটা আপনারা হয়তো পড়েছেন।

staging-258631_1280.jpg

copyright free image from Pixabay

ক্লাস সিক্সে যখন পড়তাম তখন এই গল্পটা বইয়ে পেয়েছিলাম। প্রথম প্রথম গল্পের সারমর্ম বুঝতে পারিনি। তবে স্যারদের কাছে শুনে যতটুকু বুঝতে পেরেছিলাম যে, একসাথে কোনো কাজ করলে সব কাজেই সহজ মনে হবে। চাষীর পাচঁ ছেলে ছিল। সারাক্ষণ শুধু তারা ঝগড়া লেগেই থাকতো। এই নিয়ে অবশ্য চাষী বেশ দুশ্চিন্তায় দিন পার করতো। চাষীর মাথায় একটা বুদ্ধি এলো। সব ছেলেদেরকে বললো যে একটা কাঠের আটি বেধেঁ নিয়ে আসতে। চাষীর কথা মতো ছেলেরা কাঠের আটি বেধেঁ নিয়ে আসলো। এবার সবাইকে ভাঙতে বললো কিন্তু সবাই অপারগ প্রকাশ করলো। কারণ নরমালি একটা কাঠের আটি ভাঙ্গা পসিবল না। চাষী বললো আটি খুলে তার পর ভাঙতে। এবার সবাই আটি ভাঙতে সমর্থ হলো। তো মোরাল অবদা স্টরি এটাই যে, একতাই বল। আপনারা নিশ্চয় গল্পটা বুঝতে পেরেছেন।

এবার একটু বাস্তবিক ক্ষেত্রে আসি। কলেজ থেকে আমাদের একটা প্রজেক্ট দিয়েছিল। বলেছিল সবাই যেন বাসা থেকে করে নিয়ে আসে। এজন্য সবাইকে গ্রুপে ভাগ করে দিলো। আমি যে গ্রুপে ছিলাম সেখানে ১০ জন ছিল। আমি নরমালি প্র্যাকটিক্যাল এ একটু দূর্বল। তবে ফেনী পলিটেকনিক এ আসার পর থেকে অনেল কিছুই শিখেছি। যায়হোক, আমাদের মাঝে রাজনকে লিডার করা হলো। রাজন আমার বন্ধু। প্র্যাকটিক্যাল নলেজ খুব ভালো। চার্জিং লাইট বানিয়ে নিয়ে যেতে হবে। এজন্য অবশ্য সবার কাছ থেকে টাকা সংগ্রহ করে এলিমেন্ট কিনতে হবে। সবার কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়ে গেলে বাজার থেকে প্রয়োজনীয় এলিমেন্ট কিনে নিয়ে আসি। এবার বানানোর পালা। রাজন কাজ শুরু করে দিয়েছে। কিন্তু কারো কোনো খবর নেই। কাজটা সবার। রাজন একা করতেও কষ্ট হচ্ছিল। তাই সবাইকে বললাম সাহায্যে করতে। সবাই যখন আসলো কাজটা অনেকটা সহজ হয়ে গেল। প্রথমদিন রাজন একা চেষ্টা করে পারিনি সম্পন্ন করতে। পরদিন ঠিকই সবাই মিলে কাজটি খুব দ্রুত শেষ করতে পেরেছি। উপরোক্ত দুইটা গল্পেরই সারমর্ম এক। আপনি যখন একা একা কোনো কাজ করবেন দেখবেন একটু কঠিন মনে হচ্ছে। কিন্তু যখন আরও কয়েকজনকো নিয়ে সম্মিলিতভাবে করবেন তাহলে কাজটা আরও সহজ লাগবে। এতে আপনার সময়ও কম লাগলো, পরিশ্রমও কম লাগলো।

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা একা একা সব কিছু করে ফেলতে চাই। আসলে কোনো কাজেই একার পক্ষে সম্ভব নয়। আপনার একজন গাইড দেয়ার মতো লোক দরকার। এতে আপনি সঠিক নির্দেশনাটাই পাবেন। আর যদি কাজটা আপনি নিজে নিজেই করতেন তাহলে আপনার চিন্তাভাবনা অন্যরকম হতো। এই ধরেন আপনার কাছে একটা টপিক বুঝতে খুব সমস্যা হচ্ছে। সেই টপিক আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে দেখবেন খুবই সহজ লাগবে ব্যাপারে।

এবার একটু স্টিমিটের দিকে আলোকপাত করি। আমার বাংলা ব্লগে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্লগিং করে থাকে। আমরা কেউ কাউকে কখনো দেখিনি কিন্তু ভার্চুয়ালি যোগাযোগ করার ফলে অনেকের সাথে পরিচয় হয়েছে। দাদা একটা কথা বলেছিল যে কারো পোস্ট ভালো হলে তাকে ইগনোর না করে সাপোর্ট দেয়া। এতে সে আরও ভালো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা পাবে। আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি এতকরে আমার বাংলা ব্লগ আরও গতিময় হয়ে উঠবে। বিশেষ করে যারা নিউ মেম্বার আছেন তাদেরকে আমাদের কমেন্ট করে হলেও উৎসাহিত করা দরকার। স্টিমিট প্লাটফর্ম এ সবাই মিলে ব্লগিং করলে ব্লগিং জার্নিটাও বেশ ভালো হবে।

যায়হোক, বেশ কিছু কথা বলে ফেললাম। আমি কোনো মটিভেটর নয় ; জাস্ট মনের ভিতরের অনুভূতিগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।



10% beneficiary for @shyfox❤️



ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 
 2 years ago 

রাজনের মতো অনেক লোক আছে যারা অনেক সময় একাই কাজ করতে গিয়ে পরে বুঝতে পারে একতাই আসল জিনিস। এর মাধ্যমে সব কাজ সহজেই করা সম্ভব। ভালো লিখেছেন ভাই। আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্যের জন্য

 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই, ছোটো বেলার কথা মনে পরে গেলো , সত্যি বলতে যৌথ ভাবে কাজ করার আনন্দ টাই আলাদা, এতে যেমন কাজে দেরি হয় না,তেমনি যে কোনো কাজ ই নির্ভুল ভাবে করা যায়

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। অনেকদিন পর আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো

 2 years ago 

আপনার মনের ভেতর অনুভূতির কথা গুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনি। অবশ্যই "একতাই বল"। আমাদের সকল বিষয়ে আমাদের সকলেরই উচিত সবসময় একতা হয়ে কাজ করা। একতা হয়ে কাজ করলে যে কোন কঠিন বিষয় কে সহজ করে তোলা সম্ভব। একতার শক্তি সব সময় অপ্রতিদ্বন্দী। দারুন অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42