রঙিন কাগজ দিয়ে পুষি বিড়াল তৈরি [১০% লাজুক খ্যাকের জন্য]

21-01-2022

৮ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে পুষি বিড়াল বানানো। আমরা সবাই পুষি বিড়াল পছন্দ করি । প্রত্যেক বাড়িতে একটা না একটা বিড়াল থাকেই । বিড়াল পোষতে আমারও ভালোলাগে আমাদের একটি বিড়াল আছে । তো আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে বিড়াল বানানো দেখাবো । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যায়হোক চলুন দেখে নেয়া যাক।
IMG20220121201742.jpg

QVdSJhgNm7rjW1q3xF9jL9tPsyRtGcvg6r69KFVj85FmVDc2PaBjpxJyWeNPuerozk1pmubYe1UfAKfzUh3RhnmDBCPZAGxNQ9jKfgiJQxLS8n5RKwQpbuLposTFeJj55NjPjLNVY7ojWgxCifAX7dC9Fg2Awx1mWpQTifehFVeB4V5PffKrpSS.png

চলুন তাহলে শুরু করা যাক।

🔴 প্রয়োজনীয় উপকরণ 🔴


A4 সাইজের রঙিন পেপারকাচি
কলমফেবিকল গাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ১ ↙️

IMG20220121185640.jpg

IMG20220121190153.jpg

প্রথমে একটি রঙিন পেপার নিয়ে নিলাম । তারপর দৈর্ঘ্য বরাবর ২৯ সেন্টিমিটার এবং প্রস্থ বরাবর ৫ সেন্টিমিটার করে কাঁচি দিয়ে কেটে নিলাম । তারপর মাঝে সমান দুই অংশে ভাজ করে নিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০২ ↙️

IMG20220121190245.jpg

IMG20220121190403.jpg

তারপর ভাজের মাথায় ফেবিকল গাম লাগিয়ে দিলাম । তারপর ভাজ করা কাগজ ফেবিকল গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৩ ↙️

IMG20220121185557.jpg

IMG20220121190558.jpg

তারপর 6 সেন্টিমিটার করে বর্গাকার আকৃতির কাগজ কাচি দিয়ে কেটে নিলাম । তারপর সমান দুইভাবে ভাজ করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৪ ↙️

IMG20220121191043.jpg

IMG20220121191435.jpg

IMG20220121191606.jpg

তারপর কাগজের ভাঁজ করা অংশ উপরে কাঁচি দিয়ে বৃত্তাকার করে কেটে নিলাম । তারপর ফেবিকল গামম লাগিয়ে দিলাম এবং বড় অংশের কাগজটার সাথে জোড়া লাগিয়ে দিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৫ ↙️

IMG20220121191850.jpg

IMG20220121192512.jpg

তারপর আবার বর্গাকার আকৃতি আরো দুইটি কাগজের কাচি দিয়ে বৃত্তাকারে করে কেটে নিলাম । তারপর বিড়ালের পা বুঝার জন্য বড় কাগজের পিছনে লাগিয়ে দিলাম গাম দিয়ে ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৬ ↙️

IMG20220121195613.jpg

IMG20220121194755.jpg

তারপর একটি সাদা কাগজ চিকন করে কেটে নিলাম । তারপর বিড়ালের মুখ বোঝার জন্য কান সহ গোল করে কেটে নিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৭ ↙️

IMG20220121195750.jpg

IMG20220121201256.jpg

তারপর চিকন সাদা অংশ বিড়ালের কানে গাম দিয়ে লাগিয়ে দিলাম । তারপর বিড়ালের চোখ ও কান বানিয়ে লাগিয়ে দিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৮ ↙️

IMG20220121201642.jpg

ব্যাস! হয়ে গেল পুষি বিড়াল তৈরি রঙিন কাগজের সাহায্যে ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️
চূড়ান্তধাপ
↙️

IMG20220121201843.jpg

ছবিঃকাগজের তৈরি পুষি বিড়াল হাতে নিয়ে আমি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ দিয়ে পুষি বিড়াল তৈরি ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনFeni,Bangladesh

আশা করি রঙিন কাগজ দিয়ে বানানো আজকের পুষি বিড়াল আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে পুষি বিড়ালটি খুবই চমৎকার হয়েছে দেখতে। অনেক কিউট লাগছে দেখতে। তাছাড়া পুষি বিড়াল তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার দক্ষতার প্রশংসা করতে হয় ।আপনি খুব চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি করেছেন। ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

আপনার সৃষ্টিতে নতুনত্বের ছোয়া লেগেছে। তৈরির ধারণাটাই অভিনব।সুন্দর।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

আসবেন আবার।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বিড়াল তৈরি করেছেন ভাই। আপনার তৈরি করা বিড়ালটিকে দেখতে অনেক কিউট লাগছে। রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি করার পদ্ধতি ও ধাপে ধাপে খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য ।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি পুষি বিড়াল তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি এই রঙিন কাগজের পুষি বিড়ালটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। সত্যিই আপনার তৈরি এই বিড়াল আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি রঙিন কাগজে বিড়াল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহ দেয়ার জন্য ।

 3 years ago 
ওয়াও ভাইয়া রঙিন পেপার দিয়ে সুন্দর একটি পুষি বিড়াল তৈরি করেছে। পুষি বিড়ালটি দেখতে অনেক কিউট হয়েছে। ধন্যবাদ আপনাকে।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙিন কাগজ ব্যবহার করে পুষি বিড়াল তৈরি করেছেন। আসলে আইডিয়াটা আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। কালার কম্বিনেশন অসাধারণভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল। এক কথায় অসাধারণ


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পুষি বিড়াল ওয়াও!!!
সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়।।
দেখে মনে হচ্ছে একটু আদর করে দিই👌👌

 3 years ago 

হাহাহা ! ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেয়ার জন্য ।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া বিড়াল অনেকেই পছন্দ করে । আমার ভাই এর অনেকগুলো বিড়াল আছে দেখতে ভালোই লাগে ছোট ছোট বাচ্চাগুলো। আপনার বিড়ালটি খুব সুন্দর হয়েছে আমি অনেকদিন আগে এরকম একটা বিড়াল তৈরি করেছিলাম ।কিন্তু আপনারটা বেশি সুন্দর হয়েছে বিশেষ করে বিড়ালের মাথাটা একেবারে অন্যরকম আপনি বানিয়েছেন দেখতে ভালো লাগছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24