DIY-কাগজ দিয়ে ফুলদানি||১০% beneficaries for @shy-fox

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।আমি ভালো আছি।তো আজকে কাগজের তৈরি ফুলদানি বানানো শেয়ার করতে যাচ্ছি।সপ্তাহব্যাপী মূলত এসো নিজে করি চলমান থাকবে তো চেষ্টা করবো আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য।@amarbanglablog কমিউনিটিকে ধন্যবাদ দিতে যায় এরকম একটি ইভেন্ট শুরু করার জন্য। আমি বিশ্বাস করি এতে করে নিজের সৃজনশীলতার কিছুটা হলেও বিকাশ ঘটবে।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

20210911_201624_0000.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

প্রয়োজনীয় উপকরণঃ

IMG20210911120204.jpg

  • পেন্সিল
  • কালার পেপার
  • স্কেল
  • কাচি
  • গাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০১-

IMG20210911120223.jpg

IMG20210911120345.jpg

প্রথমেই ধূসর রঙের একটি কালার পেপার নিয়ে মাঝ বরাবর ভাজ করে নিলাম।ভাজ করার পর অপর পাশে ১.৫ সেঃমিঃ নিচের শেষের দিকে একটি রেখা টেনে নিলাম।


ধাপঃ০২-

IMG20210911120541.jpg

IMG20210911120536.jpg

তারপর ভাজকৃত পেপারটা কাচির সাহায্যে কেটে নিলাম চিকন চিকন করে।উপরের ছবির মতো


ধাপঃ০৩-

IMG20210911121333.jpg

IMG20210911121343.jpg

পেপারটা কাটার পর ভাজ করে রাখতে হবে।


ধাপঃ০৪-

IMG20210911121449.jpg

IMG20210911121620_01.jpg

তারপর ভাজকৃত পেপারটা উল্টো করে নিলাম।তারপর শেষের ভাজ ছাড়া অংশটুকু গাম দিয়ে নিলাম।


ধাপঃ০৫-

IMG20210911121831.jpg

IMG20210911121853.jpg

তারপর আরেকটি নীল রঙের পেপার নিয়ে নিলাম।পেন্সিলের সাহায্যে সেটাকে লাঠির মতো করে বানাতে হবে।


ধাপঃ০৬-

IMG20210911122007.jpg

IMG20210911122027.jpg

তারপর শেষের দিকে গাম লাগিয়ে দিলাম যাতে ছুটে না যায়।


ধাপঃ০৭-

IMG20210911122339.jpg

IMG20210911122315.jpg

তারপর ধূসর রঙের পেপার কাটা অংশটায় নীল রঙের লাঠির মতো এটা জোড়া লাগাতে হবে।যার জন্য গাম দিয়ে নিলাম কাটা পেপারটায়।


ধাপঃ০৮-

IMG20210911122509.jpg

IMG20210911122519.jpg

তারপর মুড়িয়ে নিয়ে একটা ফুলের মতো করে আকৃতি হয়ে গেলো।উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।


চূড়ান্তধাপ-

IMG20210911134350.jpg

এরপর এরকম করে অনেকগুলো ফুলের মতো বানিয়ে নিলাম এবং একটি ফুল দানিতে রাখলাম।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG20210911124439.jpg

ছবিঃফুলদানির সাথে আমি



কেমন হয়েছে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ফুলদানি তৈরিটি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png

Sort:  
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করে আমাদের মধ্যে শেয়ার করেছেন।

 3 years ago 

স্বাগতম আপনাকে ভাই।

 3 years ago 

আপনার ফুলদানির পোস্টটি আমার অনেক ভালো লেগেছে আর সময় পেলে বাসায় বানানোর চেষ্টা করব ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম অনেক❤️।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো 🥀।

 3 years ago 

স্বাগতম আপনাকে ভাই❤️

খুব সুন্দর হয়েছে আপনার ফুলটি। কিন্তু আপনি তৈরি করেছেন ফুল লিখেছেন ফুলদানি। 😑😑

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য❤️

 3 years ago 

অনেক দক্ষতার সহিত আপনি পুরো ডাই প্রজেক্ট টি সম্পূর্ন করেছেন। আপনার কাজের প্রসংশা করতেই হবে। খুব হয়েছে আপনার ফুলটী। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধম্যবাদ আপনাকে

খুব সুন্দর হয়েছে কাগজের তৈরি ফুল গুলো।আপনাকে অনেক ধন্যবাদ আপনার হাতের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য❤️

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার তৈরি ফুলটি।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি আপনাকে❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60937.87
ETH 2674.97
USDT 1.00
SBD 2.49