DIY-এসো নিজে করি ||কাগজ দিয়ে প্রজাপতি তৈরি 🦋

আসসালামুআলাইকুম


IMG_20210811_143558.jpg

কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি ভালো আছি।এই সপ্তাহের প্রতিযোগিতার বিষয়টা একটু ভিন্ন।DIY মানে (Do It Yourself) এসো নিজে করি।এই প্রতিযোগিতার মাধ্যমে যে কেউ তার প্রতিভা তুলে ধরতে পারবে।আমি ধন্যবাদ দিতে চায় @rme দাদাকে এতো সুন্দর একটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

ছোটবেলায় কাগজ দিয়ে কতো জিনিস বানিয়েছি।কাগজের নৌকা,কাগজের বিমান,কাগজের তৈরি শার্ট ইত্যাদি।আজকে আমি আপনাদের সাথে আমার তৈরি কাগজের প্রজাপতি শেয়ার করবো।

IMG20210811133651.jpg

চলুন শুরু করা যাক..!

ধাপঃ০১

  • প্রথমেই আপনাকে বর্গাকৃতি করে কাগজ কাচি দিয়ে কাটতে হবে।তারপর মাঝ বরাবর দুইপাশ থেকে ভাজ করতে হবে।

IMG20210811130615.jpg

IMG20210811130739.jpg

ধাপঃ০২

  • ভাজকরার পর দুই পাশ থেকে কাগজ ত্রিকোণাকৃতির মতো করে দিতে হবে।নিচের ছবির মতো করে।

IMG20210811130926.jpg

IMG20210811130917.jpg

ধাপঃ০৩

  • তারপর দুই পাশে ভাজ একসাথে করতে হবে যাতে করে মিলে।তারপর ভাজের শেষপ্রান্তে কাচির সাহায্যে কেটে দিতে হবে।যা দ্বরা প্রজাপতির পাখনা বুঝায়।

IMG20210811130954.jpg

IMG20210811131029.jpg

ধাপঃ০৪

  • কাটার পর নিচের ছবির মতো হবে।তারপর আবার কাগজের ভাজগুলো মিলাতে হবে।

IMG20210811131131.jpg

IMG20210811131216.jpg


ধাপঃ০৫


  • তারপর আবার ভাজের মাঝখানের কাগজ মিলাতে হবে।দেখতে অনেকটা প্রজাপতির মতো হয়ে যাবে।নিচের ছবির মতো
    IMG20210811131442.jpg

ধাপঃ০৬

  • তারপর শেষ প্রান্তের মাথা উল্টো করে উপরে নিয়ে আসলেই হয়ে যাবে প্রজাপতির আকৃতি।
    IMG20210811131708.jpg

IMG20210811134327.jpg


ছবির লোকশনঃW3w

মোবাইলOppo A12
ফটোগ্রাফার@haideremtiaz

চেষ্টা করলাম সুন্দরভাবে করার জন্য।কেমন হয়েছে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। আগামীতে আরো সুন্দর হবে আশা করি। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

সাধারণ এর মধ্যে অসাধারণ দারুন হয়েছে

 3 years ago 

ধন্যবাদ দাদা।

 3 years ago 

অসাধারন হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর বানিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে প্রজাপতিগুলি।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

চমৎকার হয়ছে।শুভ কামনা

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দরভাবে তৈরী করেছেন, আমার ছেলেও অনেকগুলো তৈরী করে ঘরের দেয়ালে লাগিয়েছেন, বেশ সুন্দর দেখা যায়। আপনারগুলোও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

আপনার মন্তব্য দেখে খুশি হলাম ভাইয়া।দেয়ালেও লাগালে অনেক সুন্দর দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43