রঙিন কাগজের তৈরি পাতিহাঁস 🦢🦢[১০% @shyfox ♥]

22-04-2022

৯ চৈত্র ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

শা করছি ভালোই আছেন সবাই। তো আবারো চলে এলাম আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। রঙিন কাগজের পেপারক্রাফট করতে ভালোই লাগে। আপনারা হয়তো পাতিহাঁস দেখে থাকবেন। গ্রামের বেশিরভাগ বাড়িতে হাসঁ-মুরগী পালন করে থাকেন। আমাদের দেশে হরেক রকমের হাসঁ পাওয়া যায়। তার মধ্যে পাতিহাঁস পালন করে থাকে বেশি। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে রঙিন কাগজের পাতিহাঁস বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো চলুন দেখে নেয়া যাক।

IMG20220421213432.jpg

চলুন তাহলে শুরু করা যাক

⏬ প্রয়োজনীয় উপকরণ ⏬


রঙিন পেপারকাচি
ফেবিকল গাম পেন্সিল

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০১

IMG20220421205617.jpg

প্রথমেই কাচি দিয়ে দুটি কাগজ ২৫ সেমি দৈর্ঘ্য ও ৭ সেমি প্রস্থ বরাবর এবং ২০ সেমি দৈর্ঘ্য ও ৬ সেমি প্রস্থ বরাবর কেটে নিলাম।

ধাপঃ০২

IMG20220421205708.jpgIMG20220421205912.jpg

তারপর বড় কাগজের এক পাশে ফেবিকল গাম লাগিয়ে দিলাম। তারপর বৃত্তাকার করে বানিয়ে নিলাম।

ধাপঃ০৩

IMG20220421210148.jpg

তারপর দুটি বৃত্তাকার করে দুটি আকৃতি বানিয়ে নিলাম।

ধাপঃ০৪

IMG20220421210305.jpg

তারপর দুটি বৃত্ত দুটি একটি উপরটির উপর ফেবিকল গাম লাগিয়ে দিলাম।

ধাপঃ০৫

IMG20220421210735.jpg

এ পর্যায়ে হাসেঁর দুটি পা বানিয়ে নিলাম রঙিন আরেকটি কাগজ দিয়ে।

ধাপঃ০৬

IMG20220421211007.jpg

তারপর হাসেঁর পা ফেবিকল গাম দিয়ে লাগিয়ে দিলাম।

ধাপঃ০৭

IMG20220421212010.jpg

তারপর হাসেঁর ঠোঠঁ বানিয়ে নিলাম।

ধাপঃ০৮

IMG20220421212301.jpg

তারপর হাসেঁর ঠোঠঁ ফেবিকল গাম লাগিয়ে দিলাম।

শেষধাপ

IMG20220421213432.jpg

IMG20220421213422.jpg

সর্বশেষ ধাপে হাসেঁর দুটি চোখ লাগিয়ে দিলাম। ব্যাস! হয়ে গেল রঙিন কাগজের তৈরি পাতিহাঁস 🦢।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয় রঙিন কাগজের তৈরি পাতিহাঁস 🦢 ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি আজকের রঙিন কাগজের তৈরি পাতিহাঁস তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

ধন্যবাদ


WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

গ্রামে সত্যি অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগির দেখা যায়। বলতে গেলে প্রায় বেশিরভাগ ফ্যামিলি হাঁস-মুরগী পালন করে। এমনকে হাঁস-মুরগী পালন করা একটা নিজস্ব কাজ। আমার কাছে দেখতেও ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর একটি পাতি হাঁস তৈরি করলেন। সত্যি দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আসলেই ভাই গ্রামে প্রায় সব ঘরেই হাঁস মুরগি পালন করেন। আমার দাদীও করতেন। পাতি হাঁস না শুনলেই আমার সেই লাগে। আমার বউকে আমি বলি পাতি উদ্দোক্তা হাহহা। রঙিন কাগজ দিয়ে পাতি হাঁসটা অসাধারন ভাবে তৈরি করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া গ্রামে সব রকমের হাঁসের চেয়ে পাতি হাঁসটা বেশি পালন করে। তবে আমার আম্মুর কখনো কোন হাঁস হয় না😥।

ভাইয়া আমি আপনার দক্ষতা দেখে অবাক। মাশাআল্লাহ এত বুদ্ধি কোথায় পান।রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পাতি হাঁস তৈরি করেছেন আপনি । দেখতে খুব আদর আদর লাগছিল । অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আসলে এইসব কাজগুলোকে ভীষণ পছন্দ করি এবং মানুষ বেশ ভালোবাসে এইকাজ গুলা।আপনি নিজের দক্ষতা খাটিয়ে দারুণ দক্ষতায় রঙিন কাগজ দিয়ে পাতি হাঁস তৈরি করেছেন এবং এই কাজগুলো করতে ভীষণ দক্ষতার প্রয়োজন হয় এবং আপনি সেটার বিকাশ ঘটিয়েছেন। আমার কাছে বেশ ভাল লাগল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই

 2 years ago 

ওয়াও আপনি তো অনেক সুন্দর করে একটি পাতিহাঁস তৈরি করেছেন ভাইয়া, আপনার পাতিহাঁসটি যে অসাধারণ হয়েছে ভাইয়া, সত্যি আপনি অনেক দক্ষতার সাথে এই কাজটি সম্পুর্ন করেছেন, আপনার এই সুন্দর সৃজনশীলতা প্রশংসা জানাই, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার ভাবে একটি পাতিহাঁস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত রঙিন কাগজের এই পাতিহাঁস দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে তবে আপনি যদি সাদা কাগজ ব্যবহার করতেন তাহলে ব্যাপারটা আরও একটু বেশি ভালো হতো। যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের পাতিহাঁস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই আমাদের দেশে হরেক রকমের হাঁস পাওয়া যায়। যাই হোক আজকে আপনার রঙ্গিন কাগজ দিয়ে পাতিহাঁস তৈরীর উপস্থাপন কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার রঙিন কাগজের তৈরি পাতিহাঁস। আপনি খুবই চমৎকার একটি পাতিহাঁস তৈরি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার পাতিহাঁস তৈরি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি পাতিহাঁস বানিয়েছেন চিন্তাই করা যায় না। রঙিন কাগজ দিয়ে পাতিহাঁস বানানো যায় তাই তো জানতাম না আপনার পাতিহাঁসের ঠোঁটটি কিন্তু সেইরকম সুন্দর হয়েছে ।আপনার কাছ থেকে আমি আপনার পাতিহাঁস বানানো শিখে নিয়েছি কোন একদিন আমিও এটি নিয়ে হাজির হয়ে যাব।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33