এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা

31-08-2023

১৬ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তবে যে গরম পরেছে ভালো থাকাটাও যেন কঠিন হয়ে পরছে। তারউপর আবার লোডশেডিং! এই গরমে লোডশেডিং ও বেড়ে গিয়েছে। গ্রামে লোডশেডিং বেশি থাকবেও যেহেতু এখানকার ডিমান্ড কম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো থেকে। প্রচন্ড গরমে মানুষও যেন হাসফাসঁ করছে। বর্ষাকালও শেষ। ষড়ঋতুর এ বাংলাদেশে এখন শরৎকাল। কিন্তু শরৎকাল যে এখন বুঝায় যাচ্ছে না। ছোট বেলায় তো কাশফুল দেখলেই মনে করতাম এখন শরৎকাল। কিন্তু এখন কাশফুলটাও যেন বিলুপ্ত হয়ে গিয়েছে।

যাক, মূল কথায় আসা যাক! আসলে সবাই চাই ছেলে ভালো একটা কর্ম করুক, নিজের অবস্থান নিজে তৈরি করুক। কিন্তু তারা আসলে চাকরির বাজার সম্পর্কে আইডিয়া রাখে না। তাদের এক কথা চাকরি করলেই হলো। তো গাজীপুর থেকে আসার পর আমি মানসিকভাবে অনেকটাই দূর্বল হয়ে গিয়েছিলাম। এতো পরিশ্রমের পরেও স্বপ্নটা পূরণ করতে পারিনি। কয়েকটা মাস পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। বাড়িতে এসে অলস সময় পার করছি। যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও শেষ। এখন হায়ার এডুকেশন অথবা জব ফিল্ডে যাওয়া।

তবে আমি বর্তমানে জব ফিল্ডে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে কয়েকজন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। অল বিডি জবসে সবাই একাউন্ট তৈরি করে এপ্লাই করতে বললো। একাউন্ট তৈরি করেছিও। কিন্তু কত কয়েকদিনের অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পারলাম অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ! আপনার অভিজ্ঞতা যদি থাকে তাহলে জব সেক্টরে আপনি একধাপ এগিয়ে।

আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে বেশ কয়েকটি জায়গায় এপ্লাই করেছি। তবে বেশিরভাগ কোম্পানি এক্সপেরিয়েন্স চাই। ১-২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোকদের দরকার। যাদের সেই কোয়ালিফিকেশন আছে তারাই আবেদন করতে পারবে। যাদের নেই তারা আবেদন করতে পারবে না।

আরেকটা বিষয় লক্ষ্য করলাম। সেটা হচ্ছে সরকারি জব সেক্টরে আবার অভিজ্ঞতার দরকার হয় না। সেখানে থাকতে হবে এডুকেশনাল জ্ঞান। আপনার এডুকেশনাল নলেজ যদি থাকে তাহলে সরকারি সেক্টরে ভালো জব আশা করা যায়। তবে সরকারি চাকরি সবাই চাই, এজন্য এই ফিল্ডে চাকরি নিতেও সবাই আগ্রহী। প্রতিবছর সরকারি চাকরিতে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। তার বিপরীতে সিট সংখ্যা থাকে সীমিত। এই সীমিত সিটের জন্যই এতো এতো প্রতিযোগিতা।

আমার মনে হয় ক্যারিয়ার শুরু করার জন্য ছোট খাটো একটা কোম্পানিতে জব করে একটা অভিজ্ঞতা অর্জন করা দরকার। এতে লাভ হবে কি, সামনে ভালো একটা জব পেতে সাহায্য করবে। এদিকে বাংলাদেশে সরকারি চাকরির বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। তো যাদের সরকারি চাকরি করার প্লেন তারা কোম্পানিতে থাকাকালীন অবস্থায় আবেদন করতে পারবে। এতে করে সুবিধা হবে কি একটা অভিজ্ঞতাও হলো সাথে সরকারি চাকরি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ।

তবে এটা সত্যি যে, জব সেক্টরে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। মুল কথা হলো আপনি যেখানেই যান না কেন অভিজ্ঞতা আপনাকে একধাপ এগিয়ে রাখবে। অভিজ্ঞতার জন্য আপনার অবস্থানটাও সবার উপরে থাকবে। তবে আমি এখনো জব ফিল্ডে যায় নি। তবে যেটুকু বুঝলাম অভিজ্ঞতার দরকার আছে।

যাক, যারা জব করেন তারা হয়তো আমার থেকেও ভালো জানেন এ বিষয়ে। আপনাদের মন্তব্য পড়ার অপেক্ষায় রইলাম। ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ভাই সব ই তো বুঝলাম, অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না। তবে চাকরি যদি কোথাও না করে,তাহলে অভিজ্ঞতা হবে কিভাবে সেটাই বুঝি না। সরকারি চাকরি তো সোনার হরিণ। শুধু মেধা থাকলেই হয় না,মোটা অংকের ঘুষও দিতে হয়, আবার ভালো লিংকও থাকতে হয়। আশা করি ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন ভাই! চাকরি পেলেও একটা অভিজ্ঞতা পাওয়া যায়, আর না পেলে হয় না। আর সরকারি তো সোনার হরিণ 🙂

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45