আসসালামুআলাইকুম সবাইকে
কে
মন আছেন সবাই? আশা করছি এই ঠান্ডার মধ্যে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এলাম বাঁধাকপির মজাদার বড়া রেসিপি নিয়ে । আশা করি আজকের শাকের রেসিপি আপনাদের কাছে ভাল লাগবে ।
উপাদান | পরিমাণ |
বাঁধাকপি | ১ টি |
চালের গুড়া | ১৫০ গ্রাম |
পেঁয়াজ কুচি | ৫০ গ্রাম |
হলুদ | দুই চামচ |
সজের গুড়া | ২ চামচ |
কাঁচামরিচ | চার-পাঁচটি |
ধনিয়া পাতা | ৫০ গ্রাম |
লবণ | ২চামচ |
তেল | পরিমাণমতো |
পানি | পরিমাণমতো |
প্রথমে একটি বাঁধাকপি সংগ্রহ করে নিলাম । তারপর বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি । |
তারপর একটি বাটিতে ১৫০ গ্রাম চালের গুঁড়ো এবং আরেকটিতে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ২ চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি । |
তারপর কুচি করা বাঁধাকপি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম । সেইসাথে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি । তারপর সবগুলো উপাদান এক করে নিয়েছি এবং হাত দিয়ে ভাল করে মেখে নিয়েছি । |
তারপর কুচি করা বাঁধাকপি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম । সেইসাথে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি । তারপর সবগুলো উপাদান এক করে নিয়েছি এবং হাত দিয়ে ভাল করে মেখে নিয়েছি । |
তারপর অল্প পানি দিয়ে ভালো করে আবার মেখে নিয়েছি। |
তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমান মত তেল দিয়ে দিলাম সেখানে । |
ব্যাস ! হয়ে গেল খুব মজাদার গরম গরম বাঁধাকপির বড়া রেসিপি । তারপর একটি বাটিতে পরিবেশন করে নিলাম । |
ছবিঃবাঁধাকপির মজাদার বড়া রেসিপি নিয়ে আমি
বিষয় | বাঁধাকপির মজাদার বড়া রেসিপি। |
ডিভাইস | oppo A12 |
ফটোগ্রাফার | @haideremtiaz |
লোকেশন | w3w |
আল্লাহ হাফেজ
ধন্যবাদ
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter link
শীতের রাতে আপনার হাতে তৈরি করা বাঁধাকপির মজাদার বড়া রেসিপিটি দেখে জিভে জল চলে এল।সত্যি সাথে যদি থাকতো লাল চা তাহলে তো কথাই নেই অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥♥
জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️🥀
শীতের সময়ে বিকেলবেলা চায়ের সাথে বাঁধাকপির পকোড়া মানেই শীতের দিন জমে যাওয়া। আপনার আজকের এই পকোড়া রেসিপি দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। কিন্তু এখন যে ডিনারের সময় হয়ে গেছে, খাওয়া সম্ভব না। অনেক ধন্যবাদ ভাইয়া রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হাহাহা! আপু আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য ❤️🤭
আমাদের বাসায় মাঝে মাঝে তৈরি করা হয় এই রেসিপিটি। খেতে অনেক ভালো লাগে অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি।দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার হয়েছে।উপস্থাপনা ছিল যথেষ্ট ভালো শুভকামনা আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য শেয়ার করে নেওয়ার জন্য।
বাঁধাকপির মজাদার বড়া রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই একটু আগে আমিও তৈরি করেছি। অনেক মজাদার খেতে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️🥀
বাঁধাকপি খেলে শরীরের চর্বি কাটে এবং ওজন কমে তা তো জানা ছিলোনা। আপনার পোস্টের মাধ্যমে আজকে জানতে পারলাম। আর আপনার বাঁধাকপির বড়ার রেসিপি খুবই চমৎকার হয়েছে। এভাবে আমিও মাঝেমধ্যে বাঁধাকপির বড়া তৈরি করি। খুব ভালো লাগে খেতে।
জি আপু বাঁধাকপি আমাদের শরীরের জন্য খুবই উপকারী । আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
অসাধারণ একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।বাধা কপির ভাজি আমি অনেক বার খেয়েছি তবে বাধা কপির বড়া আমার কখনো খাওয়া হয়নি।বাধা কপির বড়া আপনি এমন ভাবে তৈরি করেছেন কেউ বুঝতেই পারবে না এটা বাধা কপির বড়া না পিয়াজু বড়া।দেখে মনে হইতেছে পিয়াজু বড়া।আপনি অনেক নিপুণতার সহীত বাধা কপির বড়া গুলো বানিয়েছেন।দেখে মনে হইতেছে খেতে অনেক সুস্বাদু ও পুষ্টিকর হবে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি বানানোর জন্য।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল
আপনি ঠিকই বলেছেন অনেকটা দেখতে পিয়াজু এর মতো । ধন্যবাদ ভাই আপনাকে
আপনার বাঁধা কপির বড়া রেসিপি টা অনেক লোভনীয় হয়েছে। দেখেই আমার খেতে মন চাচ্ছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য শেয়ার করে নেওয়ার জন্য।
এরকম নাস্তা যদি বিকেলে অথবা সন্ধ্যাবেলায় পাওয়া যায় তাহলে সেই সময়ের কোন তুলনাই হয়না। যেন সময়টা অনেক সুন্দর কাটে। এটা দেখতে অনেকটা বাজারে পাওয়া পিয়াজু বারের মত। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
বাঁধাকপির বড়া দেখেই জিভে পানি চলে আসলো। বাঁধাকপির বড়া আমার খুবই পছন্দের। গরম গরম টমেটো সসের সাথে এই বড়া খেতে অনেক বেশি মজা লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
জি ভাইয়া সস দিয়ে খেতে অনেক মজা লাগে মনে হয় আমি খাইনি । ধন্যবাদ আপনাকে