গুলিয়াখালী সি বিচ, সীতাকুণ্ড [ভিডিওগ্রাফি]

01-08-2022

১৭ই শ্রাবণ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম সবাইকে


IMG20220613142834.jpg

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কয়েকদিন ধরে যেন পড়ালেখার প্রেসার বেড়েছে। বেশি দিন নাই সেমিস্টার ফাইনাল পরীক্ষার। এই কয়েকদিন ভালো করে পড়তে হবে। যায়হোক, আজকে চলে এলাম আপনাদের সাথে গুলিয়াখালী সি বিচের ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য। ইতোমধ্যে সীতাকুণ্ড ভ্রমণের কয়েকটি পর্ব শেয়ার করেছিলাম। ট্রাভেল পর্বে সীতাকুণ্ড এর গুলিয়াখালী সি বিচ সম্পর্কেও লিখছিলাম। তো আজকো ভাবলাম আপনাদের সাথে সমুদ্রে একটা বা্স্তব ফিলিংস দেয়।

IMG20220613143832.jpg

আজকে ভিডিওতে দেখতে পারবেন গুলিয়াখালী সি বিচের একটি সুন্দর দৃশ্যের মধ্যে একটি হলো উচুঁ নিচু মাটির স্তুূপ। এই দৃশ্যটা ভালো লেগেছিল আমার কাছে । বিশেষ করো স্তূপের উপরে সবুজ ঘাস ছিল। জোয়ারের সময় এই মাটির স্তূপগুলো পানির নিচে তলিয়ে যায়। স্তূপের মাঝে আবার অনেক ছোট ছোট ছিদ্র দেখেছিলাম। এখানে সব কাকড়ার বসবাস। পরিবেশ শীতল থাকলে সমুদ্রের আসল রূপটা দেখা যায়। আমরা যখন গিয়েছিলাম তখন পরিবেশ শীতল ছিল। জোয়ারের পরিমাণ বেড়েছিল। সমুদ্রের গর্জন খুব কাছে থেকে যেন উপভোগ করতে পেরেছিলাম। চোখ যতদূর যায় শুধু পানি আর পানি! সমুদ্রের শেষ কোথায় তাহলে? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় আমার মন।
ঢেউয়ের মধ্যে গা ভাসিয়ে সমুদ্রের স্বাদ নিতে খুব ইচ্ছে করছিল। কারণ কখনো এতো কাছ থেকে সমুদ্র দেখার সৌভাগ্য হয়নি।

আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সমুদ্রের সৌন্দর্য। বিশেষ করে সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউ পাড়ে এসে যখন ধাক্কা দেয় তখন ভালো লাগে আবার ভয়ও হয়েছিল। ভিডিও তেমন ভালো করে করতে পারেনি। হাটাঁর সময় গাছের গুড়ির পায়ে চাপ লাগছিল। জুতা আগেই খুলে হাতে নিয়ে নিছিলাম। ভিডিও করতে করতে যখন সমুদ্রের কাছে চলে আসি তখনই একটা ফিলিংস কাজ করতেছিল। সে ফিলিংসটা হয়তো লিখে প্রকাশ করা সম্ভব না। আমার সাথে আপনারাও হয়তো সমুদ্রের ফিলিংসটা নিতে পেরেছেন।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationGuliakhali Sea Beach
Date14 June , 2022

আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কিছুটা হলেও উপভোগ করতে পেরেছেন সমুদ্রের বিশালতা। সমুদ্রের বিশালতা উপভোগ করতে না পারলে মনে হয় জীবনটাই বৃথা! সমুদ্র আর পাহাড় দুটিই উপভোগ করার সৌভাগ্য হয়েছে। তবে আপনাদের সাথে সুপ্তধারা ঝর্ণার ভিডিও শেয়ার করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।



10% beneficary for @shyfox ❤️



ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 
 2 years ago 

আসলেই বেশ সুন্দর। ইশ দেখেই যেতে ইচ্ছে করছে।কখনো সীতাকুণ্ডে যাওয়া হয়নি।ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

জি আপু জায়গাটা আসলেই খুব সুন্দর। এখানে একবার এসে ঘুরে আসতে পারেন।

 2 years ago 

ইদানিং এই গুলিয়াখালী সিবিসটি খুবই বিখ্যাত হয়ে গেছে। ইউটিউব আর ফেসবুক খুললেই এখানকার ভিডিও দেখতে পাওয়া যায়। খুবই ভালো লাগলো আপনার ভ্রমণ অভিজ্ঞতা। ইচ্ছা আছে আমিও কোনদিন যাব

 2 years ago 

জি ভাইয়া জায়গাটাতে প্রথমবার গিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনি গেলেও উপভোগ করতে পারবেন।

 2 years ago 

আপনার ভিডিওগ্রাফী দেখে সত্যি মন জুড়িয়ে গেলো। এমন পরিবেশে সময় কাটানোর মজাই আলাদা। কিছুদিন পর কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে। ধন্যবাদ আপনার করা ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কক্সবাজারে গেলে আমাকে বইলেন ভাই, যাওয়ার ইচ্ছা আছে আমারও।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86