আলো নাটক রিভিউ||১০% @shy-fox এর জন্য।



আসসালামুআলাইকুম সবাই

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।আমি ভালো আছি।আজকে আপনাদের মাঝে সম্প্রতি আমার দেখা আরেকটি নাটক নিয়ে হাজির হলাম। নাটকের নাম হচ্ছে আলো।


Screenshot_2021-08-31-23-14-46-73.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নাটকের কিছু তথ্য


নামআলো
গল্প ও রচনামেহজাবীন চৌধুরী।
পরিচালনামাহমুদুর রহমান হিমি।
প্রধান সহকারী পরিচালকরাইয়ান মাহমুদ।
অভিনয়েমেহজাবীন চৌধুরী, মনোজ প্রামানিক,আহসানুল হক মিনু,ইকবাল হোসেন,বাসার বাপ্পী,মাহমুদা মাহা,মোঃ তরিকুল ইসলাম,শামীম রানা শামু,আজাদ,মানিক আশিক।
দৈর্ঘ্য৪২ মিনিট।
ধরনবাস্তবধর্মী, সামাজিক, শিক্ষামূলক।
ভাষাবাংলা।


কাহিনী সারসংক্ষেপ


নাটকের শুরুতে দেখা যায় আলো নামের একটি মেয়ের পুলিশের চাকরি হয়েছে।আলোর বাবারও ইচ্ছে ছিলো মেয়ে বড় হয়ে পুলিশে চাকরি করবে।বাবার স্বপ্ন পূরণ ও করেছে।

Screenshot_2021-08-31-23-15-01-36.jpg

আজই প্রথম ডিউটিতে যাচ্ছে আলো পুলিশের পোশাক পরিধান করে।মূলত আলোকে নিয়েয় আজকের মূল কাহিনী।আলো তার বাবার একমাত্র মেয়ে।পরিবাবের দায়িত্বটাও এখন আলোর কাধে।

Screenshot_2021-08-31-23-15-11-56.jpg

পুলিশ হিসেবে আলোর দায়িত্ব ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করা।প্রথম দিন যথাযথভাবে ডিউটি পালন করার সময় আলোর টয়লেট চাপে এবং তার সহকারী রিমা আপা বলে মার্কেটের পিছনে টয়লেটে যেতে।কিন্তু টয়লেটের অবস্থা খুবই খারাপ ছিল।যার কারণে সে টয়লেট না করে চলে আসে এবং তার আপাকে সব কিছু খোলে বলে।কিন্তু তার রিমা আপা বলে কয়েকদিন এভাবে টয়লেট করলে সবকিছু ঠিক হয়ে যাবে।

Screenshot_2021-08-31-23-16-11-90.jpg

আলো ডিউটি শেষ করে তাড়াতাড়ি বাসায় ফেরে টয়লেটে।এটা দেখে আলোর বাবা কিছুটা চিন্তায় পড়ে যায়।তারপর আলো তার বাবার কাছে সবকিছু খোলে বলে।তার বাবাও বিষয়টি বুঝতে পারে।পরে তার বাবা আলোকে বলে সে যেন তার অফিসের উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এ ব্যাপারে।

Screenshot_2021-08-31-23-16-29-01.jpg

এদিকে আলো সবকিছু তার স্যার ইমরুল হোসেনকে বুঝিয়ে বলে।তিনি আলোর কথা শুনে বুঝতে পারে ব্যাপারটা।তাই তিনি আলোকে বলেন সবার পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করতে টয়লেট স্থাপনের ব্যাপারে।আলোর স্যার বলেন তিনি উর্ধ্বতন কর্মকর্তার সাথে এ ব্যাপারে আলোচনা করবে।এ দিকে এ ব্যাপারটা নিয়ে রিমা আপাকে সব খোলে বলে আলো।রিমা আপাও তার কথা শুনে রাজি হয়।তারপর আলো একটি অ্যাপ্লিকেশন তৈরি করে এবং বেশ কয়েকজনের সিগনেচার নিয়ে স্যারের কাছে জমা দেয়।

Screenshot_2021-08-31-23-18-29-89.jpg

এদিকে রাতে ডিউটি করার সময় আলো এক ট্রাক ড্রাইভারকে চেক করে।ড্রাইভারের নামে আগেও একটা মামলা ছিল।আর ড্রাইভার নেশা পান করে ড্রাইভিং করতেছিল।যারকারণে ড্রাইভারকে জেলে প্রেরণ করে আলো।এদিকে রিমা আপাকে আলো বললো আজকে আসতে তার দেরি হলো যে।রিমা বললো সকালে সে ডাক্তার দেখাইতে গেছিলো।আর ডাক্তার বললো প্রসাব চেপে রাখার জন্য ইউরেনিয়াম জমে গেছে।যার জন্য কিডনিতেও প্রভাব ফেলছে।আলো একথা শুনে বললো এটা হওয়ারই কথা।দুইদিন পর আলোরও এমনই হবে এমনটাই দাবি তার।
আর অ্যাপ্লিকেশনের এখনও কোনো উত্তর না আসার ব্যাপারে তার রিমা আপাকে বললো।রিমা আপা এটা একটু সময় লাগবে।

Screenshot_2021-08-31-23-19-37-38.jpg

আর এদিকে একটি ছেলে আলোর প্রেমে পড়ে যায়।প্রতিদিন সে আলোর সাথে কথা বলতে আসে।আলোর সাথে তার প্রথম দেখা হয়েছিল রাস্তায় হোন্ডার নিয়ে লাইসেন্স না থাকায় সেই ছেলেকে আলো সাহায্য করেছিল।সেই থেকে ছেলেটি আলোকে তার ভালো লেগে যায়।এভাবেই তাদের সম্পর্কটা এগোতে থাকে।একদিন রাতে আলোর ফোনে ফোন দেয় ছেলেটি।আলো নাম্বার দেয়নি তাকে তবুও সে আলোর নাম্বারটা রিমা আপার কাছ থেকে সংগ্রহ করেছে।কিন্তু আলো তা জানেনা।

Screenshot_2021-08-31-23-21-34-93.jpg

এদিকে আলো পোর্টেবল টয়লেট স্থাপনের জন্য যে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিল সেটি মন্জুর করা হয়।আলো এ খবরটি শুনে অনেক খুশি হয়।আর এই খুশির খবরটা আগে তার সহকর্মী রিমা আপাকে জানায়।আলোর এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আরও কয়েকটি জায়গায় পোর্টেবল টয়লেট স্থাপনের সিদ্ধান্ত নেয়।

Screenshot_2021-08-31-23-22-13-22.jpg

এদিকে আলোর রাতে ডিউটি ছিল।প্রতিদিনের মতো সে যথাযথভাবে ডিউটি পালন করছিল।ঠিক সময়ে কিছু আগে নেশা করার অভিযোগে মামলা করা ড্রাইভার আলোকে দেখে এবং রাস্তা ফাকাঁ থাকা সে আলোর উপর ট্রাক উঠিয়ে দেয়। আর সেখানেই আলো মারা যায়।আর এভাবেই শেষ হয় নাটকটি।



নাটকটি থেকে শিক্ষা


এই আলোর মতোই নিবেদিত সার্জেন্টদের কারণে আমরা নিরাপদে ভারী বোঝাতে পারি।এই যে শহরেও তাদের দায়িত্বের জন্য কিছুটা হলেও নিয়মমাফিক গাড়ি চলাচল করে।কিন্তু দিনশেষে তাদের এই অবদানের কথা আমরা মনেও করি না।ট্রাফিক ছাড়তে একটু দেরি করলেই আমরা গালি দেয়।রোদ-বৃষ্টি-ঝড়ের মাঝেও তারা তাদের ডিউটি পালন করে।আর এই বদলে আমরা তাদেরকে কি দেয়, কিছুই না।এই নাটকটি দেখার পর একটু হলে বুঝতে পারবে ট্রাফিক পুলিশের দায়িত্বের কথা।সবাই হেলমেট এবং ট্রাফিক রুলস মেইনটেইন করে গাড়ি চালাবে।


ব্যক্তিগত মতামত


বাস্তব সমস্যা নিয়ে মূলত নাটকটি নির্মিত।নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে।আলোর চরিত্রটি যথার্থ ছিল।আর একটি বিষয় ভালো লেগেছে নাটকটি রচনা করেছেন মেহজাবীন চৌধুরী নিজেই।আমাদের ব্যস্ত শহরের ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং মানুষজনের ট্রাফিক রুলস না মানার বিষয় উঠে এসেছে নাটকটিতে।পরিশেষে একটা কথাই বলতে চায় যারা গাড়ি চালায় তারা যেন ট্রাফিক রুলস মেনে এবং গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালায়।


ব্যক্তিগত রেটিং


৯/১০



নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


নাটকটি এখনও না দেখে থাকলে উপরের লিংকে প্রবেশ করে সম্পূর্ণ নাটকটি দেখতে পারেন।আশা করি আপনাদের কাছেও নাটকটি ভালো লাগবে।



ধন্যবাদ সবাইকে

qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর রিভিউ করেছেন ভাই নাটকটি আমি দেখেছি অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাই।স্বাগতম আপনাকে❤️

 3 years ago 

ভাই আপনি খুবই সুন্দরভাবে নাটকটি রিভিউ উপস্থাপন করেছেন, নাটকটি খুবই সুন্দর ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাই।স্বাগতম আপনাকে❤️

 3 years ago 

খুব ভালো। এক কথায় অনবদ্য ভাই।

 3 years ago 

ধন্যবাদ দাদা❤️

 3 years ago 

খুবই সুন্দরভাবে নাটক রিভিউ দিয়েছেন ভাইয়া।আশা করি নাটকটি দেখতে পারবো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ দিদি।

 3 years ago 

অনেক সুন্দর রিভিউ দিয়েছেন ভাই। আমি এখনো এই নাটকটি পুরোটাই দেখি নি, তবে ফেসবুকে কিছু অংশ দেখেছিলাম। আপনার রিভিউ পড়ে মনে হলো আমি পুরো নাটকটিই দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই

 3 years ago 

সেদিন একটি পএিকায় দেখলাম এই নাটকের জন্য মেহেজাবিন চৌধুরী ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে পুরষ্কার পেয়েছে। এবং নাটকটার খুব সুন্দর রিভিউ করেছেন।

 3 years ago 

হুম এটার জন্য পুরস্কার পেয়েছিল মেহজাবীন। গল্পটাও লিখেছিলো মেহজাবীন নিজেই।আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

মেহজাবিনের নাটক বরাবরই আমার খুব পছন্দ। নাটকটি কয়েকদিন আগেই দেখেছিলাম। খুব ভাল লেগেছিল নাটকটি। আপনি খুব সুন্দর ভাবে নাটকটি রিভিউ দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ভাবে নাটকটি রিভিউ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63438.65
ETH 2632.46
USDT 1.00
SBD 2.75