বৈদ্যুতিক একটি সার্কিট তৈরি ও বাল্ব বা লাইট সংযোগ 🔌[১০% @shyfox এর জন্য ]
07-03-2022
২৩ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
প্রয়োজনীয় উপকরণ
পরিবাহী তার (২গজ) | নিয়ন টেস্টার |
---|---|
সুইচ দুটি | ফিউজ |
টু-পিন সকেট | টুপিন প্লাগ |
সুইচবোর্ড | বাটন হোল্ডার |
টু-পিন প্লাগ |

প্রথমে একটি সুইচবোর্ড নিয়ে নিলাম। তারপর দুটি সুইচ,একটি টুপিন সকেট, একটি কাটআউট বা ফিউজ নিয়ে নিয়ে নিলাম।

তারপর আমি আগে থেকেই একটি টু-পিন প্লাগের সাথে সরবরাহ লাইন দেয়ার জন্য তার লাগিয়ে রেখেছিলাম এবং একটি লাইট সংযোগ দেয়ার জন্য তার দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। বলে রাখা ভালো লাইটে দুটি টার্মিনাল থাকে, একটি পজেটিভ আরেকটি নেগেটিভ। বুঝার জন্য লাল তার বা পজেটিভ তার ও কালো তার বা নেগেটিভ তার বলা হয়ে থাকে।

তারপর কাটআউট বা ফিউজ সর্ব বামদিকে, তারপর দুটি সুইচ ও সকেট লাগিয়ে দিলাম। আপনি চাইলে ফিউজ বা কাটআউট উপরেও লাগতে পারেন। তবে সিরিয়াল মেইনটেন্স করে লাগানোও ভালো মনে করি ।

তারপর দেখতে পাচ্ছেন প্রত্যেকটার দুটি করে করে টার্মিনাল রয়েছে। এখানে ডানে রয়েছে কাটআউট বা ফিউজ ও বামে রয়েছে টু-পিন সকেট।

সরবরাহ লাইন থেকে পজেটিভ বা ফেজ তার বা লাল তার কাট আউট বা ফিউজের আউটপুট প্রান্তে বা উপরের প্রান্তে লাগিয়ে দিলাম। এখানে কাটআউটের ভিতরে চিকন তার লাগিয়ে দেয়া হয়েছে। যাতে করে কাটআউট অন থাকলে ইনপুট হয়ে বাকি সুইচগুলোতে প্রবেশ করতে পারে।

তারপর ছোট ছোট করে তার কেটে নিলাম। কাটআউটের ইনপুট প্রান্তের সাথে দুটি সুইচ ও কাটআউট সংযোগ করে দিয়েছি। সংযোগ করার সময় অবশ্যই ভালো করে নাট লাগিয়ে দিতে হবে।

তারপর লাইনের সরবারহ লাইন ও সার্কিটের সরবারহ লাইন সার্কিটে প্রবেশ করিয়ে দিলাম। সরবরাহ লাইনের পজেটিভ বা ফেজ তার কাটআউটের উপরের টার্মিনালে সংযোগ দেয়া হয়েছে।

তারপর সরবারহ লাইনের নেগেটিভ বা কালো তার টুপিন সকেটের আউটপুট প্রান্তে বা উপরের প্রান্তে লাগিয়ে দিলাম। আর লাইট থেকে নেগেটিভ প্রান্ত নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ দিয়ে দিলাম।

তারপর লাইট থেকে পজেটিভ টার্মিনাল একটি সুইচের উপরের টার্মিনালে লাগিয়ে দিলাম। এক্ষেত্রে অবশ্য সতর্কতা অবলম্বন করা ভালো কারণ নেগেটিভ আর পজেটিভ যেন মিলে না যায়। তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে।

কাজ প্রায় শেষ। এখন সার্কিট ভালো করে লাগিয়ে নিলাম। তবে অবশ্যই আরেকবার চেক করে নিবেন লাইনগুলো ঠিক আছে কিনা।

তারপর একটি এলইডি লাইট বাটন হোল্ডারে লাগিয়ে দিলাম।

চূড়ান্তধাপ |
---|
তারপর টু-পিন সকেট সরবারহ দিয়ে চেক করে নিলাম। তারপর সুইচ দেয়াতেই বাতি জ্বলে উঠবে। এভাবে খুব সহজেই একটি সার্কিটের সাথে বাতির সংযোগ করতে পারবেন।

বিষয় | বৈদ্যুতিক সার্কিট তৈরি ও লাইট সংযোগ |
---|---|
ডিভাইস | oppo A12 |
ফটোগ্রাফার | @haideremtiaz |
লোকেশন | w3w |
আশা করি কাজটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং বুঝতে সহজ হয়েছে। আপনারা চাইলেই এভাবে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করে ফেলতে পারবেন । এভাবে কখনো সার্কিট তৈরি করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share link
বৈদ্যুতিক সার্কিট বক্সের সাথে লাইট এর সংযোগ এর প্রক্রিয়াটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এসব টুকিটাকি বৈদ্যুতিক কাজগুলো আমিও করতে পারি তবে আপনার পোস্টটা পড়ে বেশ আনন্দ পেলাম ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি যেটি তৈরী করেছে, এটাকে সুইচবোর্ড বলা হয়। তবে আপনি খুব সুন্দর ভাবে দক্ষতার সাথে তৈরি করেছেন এবং সুন্দরভাবে ধাপে ধাপে আমার বাংলা ব্লগে শেয়ার করেছেন। যা দেখে অনেকেই উপকৃত হবে।
সত্যি কথা বলতে তোর বেশিরভাগ ছেলেরাই একটু মেকানিক্যাল কাজ করতে পছন্দ করে। তবে আপনি খুবই ক্রিয়েটিভ এবং তার উপর আবার ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনার তৈরি আজকের এই আবিষ্কার কি দেখে খুবই খুশি হলাম ভাই। আপনি খুবই চমৎকার ভাবে ইলেকট্রিক বাল্বে আলোর সংযোগ কিভাবে দিতে হয় তা আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
এই ধরনের টুকিটাকি কাজ গুলো আমাদের সবার শিখে রাখা দরকার। কেননা দৈনন্দিন জীবনে প্রায়শই দরকার পড়ে। আর সামান্য একটি কারণে ডাকতে হয় ইলেকট্রিশিয়ান দিতে হয় কাঁড়ি কাঁড়ি টাকা। যাইহোক খুব সুন্দর উপস্থাপনা ছিল আর এই ধরনের কাজ গুলো করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
বৈদ্যুতিক একটি সার্কিট তৈরি বা লাইট সংযোগ দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে একটি লাইট সংযোগ করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি ভাইয়া আপনার অনেক দক্ষতা রয়েছে। ইলেকট্রিক লাইনগুলো সংযোগ করা খুবই ঝামেলার কাজ। কিন্তু আপনি এত সুন্দর ভাবে এই সেটিং করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পদ্ধতি উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।
আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো আপনি খুব সুন্দর করে সুইচ বোড তৈরি করেছেন । আমাদের মাঝে খুব চমৎকারভাবে ধাপসমূহ স্থাপন করেছেনএবং অসাধারণ ভাবে বর্ণনা করেছেন। আমিও পুরো ইলেক্ট্রিকের কাজ জানি। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বাহ অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিমত্তা দিয়ে বৈদ্যুতিক সার্কিট আপনি সম্পন্ন করেছেন এবং শেষে তার ফলাফল ভালো পেয়েছেন। আপনার সার্কিট তৈরীর ধাপ গুলো দেখে আমারও মনে হচ্ছে এরপর থেকে আমিও বৈদ্যুতিক সার্কিট গুলো তৈরি করতে পারব। ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বৈদ্যুতিক সার্কিট বক্স এর সাথে লাইটের সংযোগ করেছেন। আজ নতুন একটি কাজ শিখে নিলাম আপনার কাছ থেকে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের কাজ শিখে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।