বড় ছেলে নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাই

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।আমি ভালো আছি।আজকে আপনাদের সাথে আরেকটি নাটক শেয়ার করবো।নাটকের নাম হচ্ছে বড় ছেলে

নাটকের কিছু তথ্য

নামবড় ছেলে
পরিচালকমিজানুর রহমান আরিয়ান।
অভিনয়জিয়াউল ফারুক অপূর্ব,মেহজাবিন চৌধুরী,খালেকুজ্জামান,সেলী আহসান ।
দৈর্ঘ্য৬০ মিনিট।
ধরনপারিবারিক,বাস্তবধর্মী।
ভাষাবাংলা।

কাহিনী সারসংক্ষেপ


নাটকের শুরুতে দেখা যায় রাশেদের বাবা চাল আর চিপস নিয়ে বাসায় ফেরে।রাশেদের বাবা মূলত একটি স্কুলে চাকরি করে।দুই মাস পরে রাশেদের বাবা চাকরি থেকে অবসর নিবে।

Screenshot_2021-08-13-18-30-42-78.jpg

রাশেদের বাবা বাসায় এসে চিপসটা তার নাতিকে দিতে বলে।নাম তার জেসি।রাশেদ পরিবারের বড় ছেলে।মূলত তাকে ঘিরেই আজকের কাহিনী।রাশেদের এক ভাই এবং এক বোন আছে।ছোট ভাই পড়ালেখা করছে আর বোন টেইলার্সের কাজ শিখছে।কারণ তার ইচ্ছে সে দর্জির দোকান দিবে।তার ছোট একটি মেয়ে আছে।

Screenshot_2021-08-13-18-25-52-95.jpg

এইদিকে রাশেদ পড়াশোনা শেষ করে টিউশনি করায়।চাকরির অনেক ইন্টার্ভিউ দিয়েছে।কিন্তু চাকরি হয়নি।মামা খালু কেউ নেই যে চাকরি দিবে।রাশেদের বাবার চিন্তা বেরেই চলেছে পরিবারকে নিয়ে।রাশেদের বাবা রাশেদকে একটা কার্ড দেয়।কার্ডটি মূলত রাশেদের বাবার এক ছাত্রের।সে ছাত্র নাকি এখন অনেক বড় চাকরি করে।রাশেদের বাবা রাশেদকে বলে তার সাথে যেন সে দেখা করে।

Screenshot_2021-08-13-18-26-58-05.jpg

এদিকে রাশেদের একটা সম্পর্ক আছে।অনেক বছর ধরেই তার সাথে রাশেদের সম্পর্ক।প্রেমিকার আবদার সবসময় রাশেদের কাছে বাদামের।পাঁচ টাকার বাদাম নিয়ে আসলেই রাশেদের প্রেমিকা অনেক খুশি থাকে।কারণ সে জানে রাশেদ এখনো বেকার আর পরিবারের দায়িত্বটাও তার কাধে।এভাবেই গল্প আগাতে থাকে।

Screenshot_2021-08-14-14-42-00-67.jpg

পরেরদিন রাশেদ তার বাবার ছাত্রের অফিসে যায় দেখা করতে।আশ্বাস দিয়েছিল চাকরিটা মনে হয় হয়ে যাবে।কিন্তু এইদিকে তার প্রেমিকার আবদার বিকালে তার সাথে দেখা করবে।পাচঁ টাকার বাদাম ছাড়া কিছুই দেয়ার নেই রাশেদের।আর প্রেমিকারও চাওয়া নেই পাচঁ টাকার বাদাম ছাড়া।

এইদিকে রাশেদের বোন জোৎস্না একটি দোকান ভাড়া নেয়।তিনজনে মিলে মূলত দোকানটা ভাড়া নেয় দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে।তার বাবার আক্ষেপ মেয়েটা তার স্বামীর সংসার করতে পারলোনা।এই নিয়ে আবার জোৎস্নার এতো মাথা ব্যাথা নেই।

পরেরদিন রাশেদের বাবা তার ছাত্র জামিলকে আবার ফোন দেয়। জামিল তখন রাশেদকে অফিসে দেখা করতে বলে।রাশেদ খুব সকাল সকাল অফিসে যায় এক বুক আশা নিয়ে।মধ্যবিত্তরা এক বুক আশা নিয়েয় হয়তো বেচেঁ থাকে।জামিল রাশদকে বলে অনেক চেষ্টা করে চাকরিটা দেওয়ার জন্য কিন্তু তার অফিসের এমডি স্যারের কোন আত্নীয় নাকি জয়েন করে অযুহাত হিসেবে বলে থাকে।রাশেদ হয়তো ভেবেছিল চাকরিটা হয়ে যাবে।
আবার এইদিকে তার ছোটভাই অনিকের আবদার সে বন্ধুদের সাথে পিকনিকে যাবে।তার টাকা প্রয়োজন।যার কারণে তার ভাইয়ের কাছে পিকনিকে যাওয়ার জন্য ৮০০ টাকা চাইলো এবং রাশেদ বলে দিবে।
পরেরদিন সকালে রাশেদের মা তাকে কিছু টাকা দিতে বলে কারণ ঘরে কোনো বাজার নেই।পকেটে ২০ টাকা নিয়ে বের হয় রাশেদ।

এইদিকে তার প্রেমিকার বিয়ে ঠিক করার পরিকল্পনা করে তার বাবা।পড়াশোনা শেষ হয়ছে অনেক আগে। এজন্য বাবারও ইচ্ছে তার মেয়েকে বিয়ে দেয়ার।রাশেদকে আবার তার প্রেমিকা সব বলে।এভাবেই আগাতে থাকে আর বাস্তবতা জটিল হতে থাকে।

Screenshot_2021-08-13-18-28-13-30.jpg

রাশেদ সিদ্ধান্ত নেয় তার প্রেমিকাকে সব কিছু খুলে বলবে।পরবর্তীতে বলেও তা।নিজেদের মধ্যে আলাদা থাকা।যেন অনেক বছর পরেও দেখা হলেও সম্মানটুকু যেন ঠিক থাকতে।এইদিকে তার পরিবারের কথাও চিন্তা করতে হয়।যদি সে পালিয়ে বিয়ে করে তার প্রেমিকাকে তাহলে তার পরিবারকে কে দেখবে।রাশেদের মা বাবা কে কে দেখবে,তার ছোট বোনটার কথাও তাকে চিন্তা করতে হয় দিনশেষে।কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে পড়ে রাশেদ।
জীবনকে আমরা যেভাবে দেখি জীবনটা আমাদের সেভাবে দেখেনা।রাশেদের এই কথাটার অনেক মিল পাওয়া যায় বাস্তবতায়।

Screenshot_2021-08-13-18-29-39-65.jpg

অবশেষে তার প্রেমিকার আবদার একটি দিন।রাশেদ যেন তার সাথে একটি মূহুর্ত কাটায়।সেই পাচঁ টাকার বাদাম নিয়ে দেখা করতে আসে রাশেদ।তার প্রেমিকা রিয়ার যেখানে বিয়ে হবে সেখানেও নাকি রান্না করার জন্য একজন লোক রাখা থাকে।কিন্তু তার প্রেমিকা রিয়া সে তো এটা চাইনি।সে চেয়েছিল রান্না করে রাশেদকে খাওয়াতে।সবশেষে রিয়া রাশেদকে একটা ঘড়ি দেয় যেন সময় দেখতে পারে,পাওয়ার ব্যাংক দেয় যাতে সে চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিতে পারে,টিস্যু দেয় যাতে করে সে যেন ঘেমে গেলে শরীরের ঘাম মুছতে পারে আর তার বোনের মেয়েকে চকলেট দেয়।এভাবেই শেষ হওয়ার কথা ছিল নাটকটির কিন্ত রাশেদের মতো পরিবারের বড়ছেলের কান্না করতে নেয়।তারা কাধে লুকিয়ে,আড়ালে।

নাটকটির থেকে শিক্ষা

ভালোবাসা একটি অমূল্য সম্পদ।যা সবাই পায়না আর পেলেও তার মর্যাদা অনেকেই বাচিঁয়ে রাখতে পারেনা।কিন্তু রাশেদ দেখিয়েছে কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে তা টিকিয়ে রাখতে হয়।চাইলেই তো সে রিয়াকে নিয়ে পালিয়ে বিয়ে করতে পারতো কিন্তু সে করেনি।পরিবারের বড় ছেলেদের দায়িত্বটা যে বেশি।নিজের কষ্ট বুকে চাপা দিয়ে লাখ লাখ রাশেদের মতো ছেলেরা বাচিঁয়ে রেখেছে পরিবার ও ভালোবাসাকে।

ব্যক্তিগত মতামত

ব্যক্তিগত মতামত বলতে আমি ধন্যবাদ দিতে চাই নাটকের পরিচালককে এমন সুন্দর একটি বাস্তবধর্মী নাটক উপহার দেয়ার জন্য আমাদের।একটি পরিবারের বড় ছেলের যে দায়িত্ব পরিচালক সুন্দর করে তুলে ধরেছেন।বাকের ভাইয়ের যুগের পরে এমন একটি নাটক সত্যিই প্রশংসার দাবি রাখে।আর গল্পের সাথে মিল রেখে সুরকার সাজিদ সরকারের আমি মুখোশ পড়িনি গানটি যেন নাটকটিকে আরও জীবন্ত করে তুলেছে।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকটির লিংক


(উপরের ছবিগুলো ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট)

নাটকটি এখনও না দেখে থাকলে উপরের লিংকে প্রবেশ করে সম্পূর্ণ নাটকটি দেখতে পারেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago (edited)

সোর্স ব্যবহার করেন, অনেক সুন্দর হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি এই নাটকটি দেখেছি অপূর্বের।এটি খুবই কষ্টদায়ক নাটক।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

জেনে খুশি হলাম দিদি।ধন্যবাদ আপনাকেও।

এই নাটকটি যখন প্রথম দেখেছিলাম চোখে জল চলে এসেছিল। ধন্যবাদ ভাই আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

হুম ভাই।শেষের সিনটা অসাধারণ ছিল ভাই। ১০ বারের বেশি দেখে ফেলছি ভাই।ধন্যবা আপনাকে।

সত্যি ই নাটক দেখে খুব মনে কষ্ট পেয়েছিলাম। জীবনের বাস্তব ঘটনার নিরিখে তৈরি ।অনেক ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই, চমৎকারভাবে আপনার রিভিউটি উপস্থাপন করার জন্য। আগের তুলনায় বেশ ভালো হয়েছে আশা করছি এর ধারাবাহিকতা বজায় থাকবে এবং কমিউনিটিতে এ্যাকটিভ থাকবেন। ধন্যবাদ

 3 years ago 

আপনার মন্তব্য বরাবরের মতো কাজের প্রতি অনুপ্রেরণা যোগায় ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বড় ছেলে নাটক টি খুবি সুন্দর নাটক এবং শিক্ষামূলক নাটক, শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 63841.10
ETH 3299.71
USDT 1.00
SBD 3.92