"আই এম সিঙ্গেল" নাটক রিভিউ 😎

23-08-2022

০৮ ভাদ্র ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শুভ সন্ধ্যা সবাইকে 🌼। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি , তবে সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা এজন্য সবার কাছে দোয়া চাই। বিকালে একটি নাটক দেখেছিলাম আর সেটা চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। নাটকটির নাম হচ্ছে আই এম সিঙ্গেল। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি নাটকটি রিলিজ হওয়ার পর থেকে জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

Screenshot_2022-08-23-19-02-41-57.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামআই এম সিঙ্গেল ।
রচনা ও পরিচালনাজাকারিয়া সৌখিন।
প্রযোজকএসকে শাহেদ আলী।
অভিনয়েআফরান নিশো, তানজিন তিশা, নাদিয়া মিম, সালহা খানম নাদিয়া সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৫৩ মিনিট ২৪ সেকেন্ড
আবহ সংগীতশুভ্র সাহা।
মুক্তির তারিখ৮ই আগস্ট , ২০২২ ইং
ধরনকাল্পনিক, ড্রামা
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


তুর্জয়ঃ
আফরান নিশো ।
মুনাঃ
তানজিন তিশা ।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2022-08-23-19-12-14-83.jpg

নাটকের শুরুতে দেখা যায় তুর্জয় ফাইজার সাথে বসে আছে। ফাইজা তার জীবনে ১২ তম গার্লফ্রেন্ড। কিন্তু ফাইজা মেয়েটে সুপার গ্লো এর মতো তুর্জয়ের পিছনে লেগেছিল। ফাইজা অবশ্য তুর্জয়কে ভালোবেসেছিল। কিন্তু তুর্জয় শুধু টাইম পাসের জন্য কথা বলে। এখন পর্যন্ত কোনো মেয়েকে মন থেকে ভালোবাসেনি। সবার সাথেই সে টাইমাপাস করেছে। এজন্য তুর্জয়কে কেউ ডাকে রোমিও, কেউ ডাকে লাভারবয় কেউবা ডাকে প্লে বয়। তুর্জয় শুধু সিংগেল হিসবেই দাবি করে নিজেকে। আর এই সিংগেল লাইফটাকে সে উপভোগ করে। তুর্জয় ফাইজার পরিবারের কাছে বিয়ের কথা বলতে পারবেনা। এজন্য ফাইজার বিয়ে ঠিক হয়েছে। এতে তুর্জয়ের কোনো মাথা ব্যথা নেই। তুর্জয়ের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দেয়। সেটা দেখে তুর্জয় খুশিতে আত্মহারা। কারণ তার উপর থেকে চাপ সরে যাচ্ছে। ফাইজা অবশ্য তাকে দাওয়াত দেয় যেন তার বিয়েতে আসে। একজন ক্যারেক্টারলেস ছেলে তুর্জয় সেটা ফাইজা দেরিতে হলেও বুঝতে পারে।

Screenshot_2022-08-23-19-13-31-05.jpg

বিয়েতে তুর্জয় দাওয়াত খেতে যায়। আর সেখানে গিয়ে আরেক কান্ড বাধিয়ে ফেলে তুর্জয়। ফাইজার হাসবেন্ড এর কাজিনকে চয়েস করে ফেলে তুর্জয়। তুর্জয় ভালো করেই জানে ফার্স্ট ইমপ্রেশনে কিভাবে মেয়ে পটাতে হয়। মেয়ের নামটি অবশ্য জানতো না তুর্জয়। এজন্য তার এক্স গার্লফ্রেন্ড ফাইজাকে জিজ্ঞাস করে মেয়েটির নাম কি। ফাইজা তাকে অনুরোধ করে যেন মুনার কোনো ক্ষতি না করে। প্রথম দেখাতেই মুনাকে পটিয়ে ফেলে তুর্জয়। ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে। তুর্জয় ভালো করেই জানে মেয়েদের রূপের প্রশংসা করলে বেশ খুশি হয়। আর সেজন্য মুনাকে রূপের প্রশংসা দিয়েই শুরু করেছে। আর তখন তুর্জয় মুনাকে একটি লাল গোলাপ দেয় দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। তুর্জয় ভালো করেই জানে যে মুনা তার প্রেমে পড়ে যাবে। কারণ তার অভিজ্ঞতা তো অনেক হলো । মুনা তার জীবনে ১৩ নাম্বার গার্লফ্রেন্ড। বলা হয়ে থাকে আনলাকি থার্টিন। এটা নিয়ে অবশ্য তুর্জয়ের মাথাব্যাথা নেই। তুর্জয় তখন তার এক্স গার্লফ্রেন্ড ফাইজাকে ফেন দিয়ে বলে মুনার ফোন নাম্বারটা দিতে। প্রথমে ফাইজা রাজি হয়নি পরে অবশ্য দিয়েছে মুনার ফোন নাম্বার।

Screenshot_2022-08-23-19-14-35-98.jpg

তুর্জয় মুনাকে ফোন দেয়। তারপর মুনার সাথে দেখা করতে বলে। আর এভাবে ধীরে ধীরে মুনাকে পটিয়ে ফেলার চেষ্টা করে। ফাইজা অবশ্য মুনাকে বলেছিল যে তুর্জয়কে বিশ্বাস না করতে। মুনা অবশ্য তুর্জয়কে ভালো লেগে যায়। আর তুর্জয়ের লাইফে অনেক মেয়েকেই পটিয়েছে কিন্তু মুনার মতো এতো সহজ সরল মেয়ে পায়নি। এরই মাঝে মুনা তুর্জয়ের সাথে দেখা করে। তুর্জয় মুনাকে বলে যে সে তাকে ভালোবাসে এবং সেটা সিরিয়াসলি। কিন্তু মুনা তুর্জয়কে ভালোবাসে কি না জানে না। এজন্য তুর্জয়ের কাছে একমাস সময় চেয়েছে। এই একমাসে যদি তুর্জয়কে মুনা ভালোবাসে তাহলে সে ফিরে আসবে। আর যদি ফিরে না আসে তাহলে আর ফিরে আসবে না। এটা তুর্জয়ের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু তুর্জয় এতোদিন থাকতে পারবেনা। আনলাকি থার্টিন তার জীবনে আনলাকি হয়েই গেলো। এরই মাঝে তুর্জয় আরেকটা রিলেশনে জরিয়ে পরে। এদিকে ঠিক একমাস পর মুনা তুর্জয়কে ফোন দেয়। তুর্জয় কিছুটা অবাক হয়ে যায় যে এতোদিন পর মুনা থাকে ফোন দিয়েছে। মুনা তখন তুর্জয়ের সাথে দেখা করতে যায়।

Screenshot_2022-08-23-19-16-33-69.jpg

মুনা তখন তার মনের কথা সব তুর্জয়কে বলে দেয়। কিন্তু তুর্জয় এখন আরেকটি নতুন রিলেশনে জরিয়ে গেছে। এটা শুনে মুনার অনেক মন খারাপ হয় আর সেখান থেকে চলে যায়। ঠিক কিছুদিন পর তুর্জয়ের নতুন রিলেশনটাও চলে যায়। তুর্জয় তখন বুঝতে পারে মুনার সাথে সে অন্যায় করে ফেলেছে। এজন্য ক্ষমা চাইতে সে মুনার বাসায়। কিন্তু অনেক দেরি হয়ে গেল। গিয়ে দেখে মুনা এবং তার মা তার বাবার কাছে লন্ডনে চলে যাচ্ছে। তুর্জয় মুনাকে আটকে রাখতে পারিনি। মুনাে সে হারিয়ে ফেলে তার জীবন থেকে। তারপর তুর্জয় প্রতিজ্ঞা করে আর কোনো মেয়ের দিকে তাকাবে না। ভালো ছেলে হয়ে যাবে। কিন্তু এরই মাঝে আবার একটা কোইনসিডেন্ট ঘটে যায়। তুর্জয় যে বাসায় তাকে সে বাসায় নতুন ভাড়াটিয়া উঠেছে। আর সে বাসার সুন্দর একটি মেয়েকে দেখেই আবার প্রেমে যায়। তুর্জয়কে এক বড় ভাই বলেছিল, একজন প্রেমিকের বুকে প্রেমের ফুল ফুটে বারবার। আসলে কথা দেয় ছিল, কিন্তু মুনার কথাও সে রাখতে পারলো না। সেখানেই নাটকটির সমাপ্তি ঘটে।


শিক্ষণীয় দিক


আসলে আমরা রিয়েল লাভ চিনতে ভুল করি। লাইফ সঠিক সময়ে সঠিক মানুষটাকে চিনতেই ভুলে যায় আমরা। একটা মেয়ে যখন প্রথম ভালোবাসে তখন একটা ছেলের সবকিছুই ভালো লাগে । আর ছেলে যদি তার বিশ্বাস ভঙ্গ করে তাহলে তা আর কখনোই জোড়া লাগানো সম্ভব হয়না। প্রেমে পড়া যায় কিন্তু সত্যিকারের মানুষকে ভালোবাসা যায় না।


ব্যক্তিগত মতামত


নাটকটি প্রথমদিকে ফানি মনে হচ্ছিল। পরে দেখি নাটকের গল্প ভিন্ন হয়ে গেলো। তবে একজন ছেলে বেশকটি রিলেশন কিভাবে করে সেটা ফুটে উঠেছে বেশি। বর্তমানে আসলে এটা দেখা যায়। দিনশেষে সঠিক মানুষটাকে চিনতেই ভুল করে ফেলি। পরিচালক বর্তমান সময়ের রিলেশনের প্রেক্ষাপটের আলোকে বলা যায় ভালো একটি নাটক উপহার দিয়েছে। আফরান নিশুর অভিনয় নিয়ে তেমন কিছ বলতে চায় না , বরাবরই অনবদ্য অভিনয় করে। তানজিন তিশাও চমৎকার অভিনয় করেছে।

ব্যক্তিগত রেটিং


৮.৫/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

খুব সুন্দর হয়েছে নাটকটার রিভিউ। আমার খুবই ভালো লাগে আফরান নিশোকে। আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন নাটকটার। বর্ণনা করে একটা আর্ট, যেটা আপনি পেরেছেন।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম। আসলে আমি চেষ্টা করি খুব সুন্দর করে রিভিউটা শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 
 2 years ago 

আই এম সিঙ্গেল আরফান নিশো এর নাটক আমার অনেক ভালো লাগে। তেমনি তানজিন তিশা অনেক ভালো লাগে এই দুই অভিনেতার নাটক আমার এই নাটকটা আমার অনেক আগে দেখা ছিল।তেমন একটা মনে নেই কিন্তু এই নাটকটা অনেক মজার ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

জি ভাই নাটকটি মজারও বটে, দেখলে উপভোগ করতে পারবেন।

 2 years ago 

চারজনের নাটক আমার বেশ ভালো লাগে। সবার অভিনয় দুর্দান্ত। যদিও নাটকটি আমার দেখা হয়নি। তবে সময় বের করে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব।

 2 years ago 

আশা করি নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার নাটকের রিভিউ পোস্ট। আপনি খুবই সুন্দর ভাবে এই নাটকটি রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। এরকম নাটক দেখতে আমি ভীষণ পছন্দ করি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া নাটকটি উপভোগ করতে পারবেন দেখলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আই এম সিঙ্গেল নাটকটি আমার এখনো দেখা হয়নি আপনার নাটক রিভিউ দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি নাটক। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুমম ভাই নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাকেও

 2 years ago 

সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করেছেন কমিউনিটিতে অনেকেই এই নাটক রিভিউ তুলে ধরেছে সকলের রিভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে। আজ বিকেল বেলা নাটকটি দেখব ভাবছি ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাই দেখলে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88