রঙিন কাগজের তৈরি সিংহ 🦁[১০% @shyfox 💜]

10-04-2022

২৬ চৈত্র ,১৪২৮ বঙ্গাব্দ
শনিবার


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়াই ভালো আছি। তবে পরীক্ষা চলছে এজন্য আপনাদের কাছে দোয়া চাই। তো আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে সিংহ বানিয়ে দেখাবো। সিংহকে বলা হয় বনের রাজা। বনের রাজাকে রঙিন কাগজ দিয়ে বানানোর চেষ্টা। চলুন তাহলে শুরু করা যাক।

IMG20220409145653.jpg

চলুন তাহলে শুরু করা যাক।

🔰 প্রয়োজনীয় উপকরণ 🔰


রঙিন পেপারকাচি
কলমস্কেল

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০১

IMG20220409135930.jpgIMG20220409140147.jpg
IMG20220409140106.jpgIMG20220409140214.jpg

প্রথমেই রঙিন কাগজ কাচি দিয়ে ২৫*৭ সেমি করে কেটে নিলাম। তারপর মাঝ বরাবর সমান করে ভাজ করে দিলাম। তারপর মাঝ থেকে আবার সমান করে ভাজ করে নিলাম। তারপর একপাশে আবার সমান অংশে ভাজ করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০২

IMG20220409140345.jpgIMG20220409140339.jpg

তারপর আরেকপাশে সমান করে ভাজ করে দিলাম। দেকতে উপরের মতো হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৩

IMG20220409140619.jpg

IMG20220409140727.jpg

তারপর ৩সেমি এবং ৪ সেমি পরে কলম দিয়ে দাগ দিয়ে দিলাম। তারপর সমান করে কেটে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৪

IMG20220409141221.jpgIMG20220409141317.jpg

তারপর একপাশে ফেবিকল গাম লাগিয়ে দিলাম। তারপর জোড়া লাগিয়ে দিলাম। কাচি দিয়ে পা কেটে দিলাম বুঝানোর জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৫

IMG20220409142656.jpg

IMG20220409143505.jpg

তারপর সিংহের মুখের জন্য ৫ সেমি ব্যাসার্ধ করে বৃত্তের মতো বানিয়ে নিলাম এবং ২ সেমি করে দুটি চোখের জন্য বানিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৬

IMG20220409143516.jpgIMG_20220409_171918.jpg

IMG_20220409_172102.jpg

তারপর মাথার চুলের মতো আকার দেয়ার জন্য ৬.৫ সেমি ব্যাসার্ধ করে কেটে নিলাম। তারপর কাচি দিয়ে ১ সেমি করে বৃত্তের পাশে কেটে দিলাম। তারপর মুখের অংশ লাগিয়ে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৭

IMG20220409145509.jpg

তারপর মুখের পুরো শেপ বানিয়ে নিলাম। চোখ অঙ্কন করে দিলাম। মুখের শেপ দিয়ে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০৮

IMG20220409145653.jpg

তারপর সিংহের মুখমণ্ডল পায়ের অংশে লাগিয়ে দিলাম। পাসহ বডি দেকা যাচ্ছে না কারণ মুখ বড় হয়ে গেছে। আপনারা আরও ছোট করে বৃত্তাকার মতো কেটে বানালে সুন্দর হবে। তো এটাই হলো রঙিন কাগজের তৈরি সিংহ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ তৈরি সিংহ 🦁 ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আশা করি রঙিন কাগজের তৈরি সিংহ আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার বানানো স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

বেশ ভালোই কাগজ দিয়ে মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ভালোই ছিল আপনার উপস্থাপনা শুভেচ্ছা রইল ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য দেখে খুশি হলাম ❤️

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি সিংহের মুখ খুব চমৎকার হয়েছে। কালার খুব দারুণ হয়েছে। আপনি খুব ধৈর্য্য নিয়ে বানিয়েছেন। তাই প্রশংসা না করে পারছিনা। সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সিংহের মুখে অসাধারণ একটি অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে ধাপগুলো সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুবই সুন্দর একটি ক্রাফটের কাজ আমাদের মাঝে শেয়ার করেছেন ।রঙিন কাগজের সাহায্যে এভাবে একটি সিংহ তৈরি করার ধারণা খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে অনেকেই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। আপনিও খুব সুন্দর করে এটি তৈরি করেছেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাহ!!কি দারুন ভাবে রঙিন কাগজ ব্যবহার করে সিংহ তৈরি করেছেন ভাইয়া। আর এই সিংহ টাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। সিংহ টিকে আপনি খুবই যত্নের সাথে তৈরি করেছেন। যার কারণে সিংহটিকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। পরিবেশ সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি একটি সিংহ তৈরি করেছেন। এটি দেখতে আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন। আপনার উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার তৈরি রঙিন কাগজের সিংহটি দেখতে অনেক কিউট লাগছে ভাইয়া। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক ধৈর্য্য নিয়ে সিংহটি তৈরি করেছেন তা দেখে বোঝা যাচ্ছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙিন কাগজের এত সুন্দর একটি সিংহ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি সিংহটি দেখে আমার খুব ভালো লাগলো। খুব সহজেই এবং খুব সাধারণভাবে আপনি রঙিন কাগজ দিয়ে সিংহটি তৈরি করেছেন। মাথায় রঙিন কাগজ দিয়ে বানানো চুলগুলো দেখতে অসাধারণ লাগছে। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল। DIY পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এই সব জিনিসপত্র বানাতে যে আপনি বেশি এক্সপার্ট সেটা আমি আগে থেকেই বুঝে গেছি। রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি সিংহ এর মুখ তৈরি করেছেন,তবে সিংহের কেশ গুলো লাগিয়ে দিলে আরো চমৎকার হতো😍

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32