ডিজিটাল আর্টঃ১- সিজুকার ডিজিটাল আর্ট [১০% লাজুক খ্যাকের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

03-05-2022

২০ বৈশাখ ,১৪২৯ বঙ্গাব্দ


🌙🌙ঈদ মোবারক সবাইকে🌙🌙

আশা করছি আপনারা ঈদের আনন্দে মেতে উঠেছেন অলরেডি। ঈদ বয়ে আনুক শান্তি ও সম্প্রতি এটাই কামনা করি। সব ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করে থাকি বরাবরের মতো। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর যখন ঈদ আসে তখন সত্যিই খুব ভালো লাগে। যারা রোযা রেখেছেন শুধু তারাই হয়তো এটা অনুভব করতে পারে। বড় কাছ থেকে সালামি নেয়া হতো ছোটবেলা থেকেই । এখন নিজেকেই সালামি দিতে হয় পরিবারের ছোটদের। তবে আমার বাংলা ব্লগের আপু ও ভাইয়াদের কাছ থেকে এখনও সালামি পাওয়া হলোনা 😑। আশা করি আপনারা খুব শীঘ্রই দিয়ে দিবেন। যায়হোক, চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টটি একটু ভিন্ন। কারণ আমি এই প্রথমবারের মতো ডিজিটাল আর্ট করেছি। আমাদের এখানে @sikakon ভাই ও @razuan12 ভাই খুব ভালোই ডিজিটাল আর্ট করে। ডিজিটাল শিখাতে তারা দুজনেই আমাকে সাহায্য করেছে। এজন্য তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ । যেহেতু এটা আমার প্রথম ডিজিটাল আর্ট এজন্য একটু বেশিই এক্সাইটেড ছিলাম। ইতোপূর্বে আপনাদের সাথে এই পোস্টে পেন্সিল দিয়ে সিজুকা আর্ট অঙ্কন করে শেয়ার করেছি। তো আজকে আমি সেটা ডিজিটাল আর্ট করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। চলুন তাহলে দেখে নেয়া যাক।

Project 3.jpg

🔰 প্রয়োজনীয় উপকরণ 🔰


পেপারপেন্সিল
রাবারinfinite design app

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধাপঃ০১

IMG_20220503_020722.jpg

প্রথমেই ছবিটি ইম্পোর্ট করে নিলাম। তারপর ছবিট অপাসেটি বাড়িয়ে লেজি টুল সিলেক্ট করে নিলাম।

ধাপঃ০২

IMG_20220503_020745.jpgIMG_20220503_020818.jpg

তারপর একটি ব্রাশ টুলস নিয়ে মুখসহ বডি অঙ্কন করে নিলাম।

ধাপঃ০৩

IMG_20220503_020831.jpgIMG_20220503_020845.jpg

এ পর্যায়ে মুখ ও পুরো বডির শেপ অঙ্কন করে নিলাম।

ধাপঃ০৪

IMG_20220503_021318.jpgIMG_20220503_021331.jpg

এ পর্যায়ে কালার করার পালা। তো আমি একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। তারপর কালো কালার সিলেক্ট করে মাথার চুল কালার করে দিলাম।

ধাপঃ০৫

IMG_20220503_021550.jpgIMG_20220503_021604.jpg

তারপর আরও একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। এখন চোখের ভিতরে কালো কালার এবং পুরো মুখ পার্পল কালার করে দিলাম।

ধাপঃ০৬

IMG_20220503_021619.jpgIMG_20220503_021631.jpg

তারপর আরও একটি লেয়ার নিয়ে নিলাম। নেয়ার পর গলার নিচে সেইম কালার করে দিলাম। একইভাবে আরেকটি লেয়ার নিয়ে বডিতে অন্য একটি কালার করে দিলাম।

ধাপঃ০৭

IMG_20220503_021651.jpg

এ পর্যায়ে আরেকটি লেয়ার নিয়ে নিলাম। তারপর সার্কেল টুল সিলেক্ট করে সিজুকার জামাতে দুটি বোতাম অঙ্কন করে নিলাম।

শেষধাপ

Project 4.jpg

ফাইনাল স্টেপে আমার নামটি অঙ্কন করে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়সিজুকার ডিজিটাল আর্ট ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

এই প্রথমবারের মতো ডিজিটাল আর্ট করেছি। জানিনা কেমন হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার আর্ট বানানো স্বার্থক। ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবারো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।


🌙🌙ঈদ মোবারক🌙🌙


ধন্যবাদ


WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

খুব ভালো লাগলো এই ডিজিটাল আর্ট টি। আমাদের রেজোয়ান ভাইয়া আর কাকন ভাইয়াও অনেক সুন্দর আর্ট করে। ভালো লাগলো আপনার আর্ট টি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা আপু তাদের কাছ থেকেই শিখতেছি । ধন্যবাদ আপনাকেও আপু 😍

 2 years ago 

ভাইয়া প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। আপনি অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। সিজুকার ডিজিটাল আর্ট অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার দক্ষতা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে এই ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

প্রথমেই ইদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক।

বাহ আপনিও শুরু করে দিলেন তাহলে ডিজিটাল আর্ট।আর প্রথমবার হলেও খারাপ হয় নি মোটেও।আর এই স্টাইলে ডিজিটাল আর্ট বেশ সহজসাধ্য দেখি।চেষ্টা করি রাখুন ভাই সাফল্য কামনা করি আপনার।🖤

 2 years ago 

হ্যা ভাই শুরু করে দিলাম। আপনাকে ধন্যবাদ ভাই

 2 years ago 

এটা ঠিক বলেছেন আগে যেমন শালা আমি নিতাম এখন আমাদের সালামি দিতে হয় হাহাহা বড় হয়ে গিয়েছে বলে কথা। 😄

যাইহোক এটা আপনার প্রথম ডিজিটাল আর্ট হিসেবে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এভাবেই প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন আশা করি খুব শীঘ্রই আপনি ডিজিটাল আর্টে অনেক পারদর্শী হয়ে উঠবেন। ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য। ❤️

 2 years ago 

হাহাহা! আর পাবেন না ভাই। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই, আসলেই আমরা এখন অনেক বড় হয়ে গিয়েছি। আগে আমাদের সেলামি দিত এখন আমাদের সালামি দিতে হচ্ছে। যাইহোক আপনার ডিজিটাল অংকনটি অনেক সুন্দর হয়েছে। প্রথম হিসেবে দেখতে খুবই ভালো লাগছে। একদম হুবহু চিত্র অঙ্কন করেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

হ্যা ভাইয়া আপনি ঠিক বলেছেন আপনি। আপনাকে ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই।
আপনার প্রথম আর্ট অসাধারণ হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে ।আপনি পারফেক্ট ভাবে আপনার আর্টটি করতে সক্ষম হয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনাকেও ভাইয়া ঈদের শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আমিও এদের এসআই কাঁকন ভাইয়ার ডিজিটাল আর্ট গুলো ফেলো করি ভাইয়া, তারা সত্যি অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করেন, আর আপনার প্রথম শিজুকার ডিজিটাল আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া, আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

হুমম আপনিও চেষ্টা করে দেখতে পারেন। পারবেন আশা করি

 2 years ago 

আমার প্রিয় সিজুকাকে আপনি খুবই সুন্দরভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন। যা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন যার মাধ্যমে আমরা খুব সহজেই ডিজিটাল আর্টটি নিজে করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিজুকার এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 
 2 years ago 

আপনার এত সুন্দর কাজ দেখে আমি আর থেমে থাকতে পারলাম না, তাই আপনার জন্য একটি সুন্দর প্যাঁকেটে মোড়ানো গিফট বক্স এর মধ্যে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলাম, ঈদ মোবারক।

 2 years ago 

হাহাহা আপনাকে ঈদ মোবারক ভাইয়া। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67692.69
ETH 3797.88
USDT 1.00
SBD 3.51