নতুন অভিজ্ঞতা- 'কমিউনিটি পুলিশিং ডে' উদযাপন

29-10-2022

১৪ কার্তিক ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আমি ভালো আছি। গত পরশু বাড়িতে এসেছিলাম! আজ চলে যাচ্ছি। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে যাবো তাই আগেই ভেবে রেখেছিলাম। সকাল সকাল লোকাল ট্রেন আছে। নাসিরাবাদ এক্সপ্রেস। ময়মনসিংহ থেকে চট্রগ্রাম যাবে! যাওয়ার পথে বিভিন্ন মালপত্র নিয়ে যায় আবার কিছু জায়গায় মালপত্র রেখে যায়।

IMG20221029095847.jpg

যেহেতু লোকাল এজন্য বিভিন্ন স্টেশনে দাড়াঁয় ট্রেন! লোকাল বলে একটা কথা! কিন্তু লোকাল হলেও এর যে বিশেষ সুবিধা আছে! সেটা নিশ্চয় আপনারা বুঝে গেছেন! লোকাল ট্রেনে চড়ে কোথাও গেলে ভাড়া দিতে হয় না। বলতে পারেন একদম ফ্রিতে যাওয়া যায়! তবে এ ট্রেনে সবাইকে উঠতে দেখা যায় না। গ্রামের সহজ সরল মানুষগুলো এ ট্রেনে বেশি যাতায়াত করে আমি যেটা দেখে আসছি। ২টি বগী থাকে। প্রত্যেকটি বগী একদম ফিল আপ হয়ে যায় মানুষজনে। যাক, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। সকাল সাড়ে দশটায় নাসিরাবাদ এক্সপ্রেস কিশোরগঞ্জ রেলস্টেশনে এসে দাঁড়াবে। বাড়ি থেকে বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। কিন্তু বাস আর পেলাম না। তাই সিএনজি করে সোজা চলে এলাম কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে!

ঘড়িতে তখন নয়টা বেজে ত্রিশ মিনিট! বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে চলে গেলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে! স্টেশনে গিয়ে দেখি মানুষজন খুব কম। আমি তাহলে এতো তাড়াতাড়ি এসে পড়লাম! কিছুক্ষণ পর খেয়াল করলাম রেলওয়ে পুলিশ থানা থেকে বের হয়ে রেলস্টেশনে আসছে! আমি একটি বেঞ্চে বসেছিলাম। একজন পুলিশ এসে বললো পাচঁ মিনিটের জন্য আসতে! একটা র্যালি হবে। আমি অবশ্য না করতে পারিনি। না করলে আবার ঝামেলা করতে পারে এই ভয়ে, হাহাহা! যাক, রেল স্টেশনের সামনে দেখলাম ব্যানার টাঙানো। সেখানে লেখা 'কমিউনিটি পুলিশিং ডে'। এরকম ডে আছে আজ প্রথম শুনলাম! কিন্তু যখন ওসি মহোদয় জনাব আজিজুল স্যার আসলেন তখন কিছুটা বুঝতে পারলাম ব্যাপারটা! প্রতিবছর অক্টোবরের শেষ শনিবারে সারাদেশে এই দিনটি পালন করা হয়! কমিউনিটি পুলিশিং ডে এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল, 'কমিউনিটি পুলিশিং ডে এর মূলমন্ত্র, শান্তিশৃঙ্খলা সর্বত্র '।

IMG20221029095900.jpg

কিছুক্ষণ ওসি মহোদয় বক্তব্য দিলেন! উপস্থিত সবাই উনার কথাগুলো মন দিয়ে শুনছিলেন। কমিউনিটি পুলিশের মূল লক্ষ্য সারাদেশে অপরাধমূলক কার্যক্রম ও গণসচেতনতা সৃষ্টি করে। সেই লক্ষ্যে নিয়েই এগিয়ে যাচ্ছে পুলিশ। আর তাদেরকে সব রকমের তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলা হয়েছে। মনে রাখতে হবে পুলিশ জনগণের বন্ধু! পুলিশ সবসময় জনগণের ভালো চায়। এছাড়াও বলেন যে, প্রত্যেক পরিবারের ছেলে মেয়েকে যেন পারিবারিক শিক্ষাটা দেয়া হয়। সমাজের অপরাধমূলক কর্মকান্ডে যেন লিপ্ত হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে! আলোচনা শেষ হওয়ার পর ওসি মহোদয় উপস্থিত সবাইকে বলেন যে একটি শোভাযাত্রা করতে হবে, কিছুক্ষন থাকার জন্য! সর্বোচ্চ দুই মিনিট শোভাযাত্রা। শোভা যাত্রার ছবি আবার ডিআইজি স্যারকে নাকি দিতে হবে। আমি এবং আরও যারা ছিল সবাইকে নিয়ে রেল স্টেশনের এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত শোভাযাত্রা করা হয়। তারপর কিছু ফটোগ্রাফি করে শোভাযাত্রা শেষ করা হয়। আজকের কমিউনিটি পুলিশিং ডে সারাদেশে একইভাবে উদযাপন করা হচ্ছে।

IMG20221029095423.jpg

যাক, নতুন একটা অভিজ্ঞতা হলো! রেলস্টেশনে না গেলে হয়তো জানাই হতো না যে এমন একটি ডে আছে! যদিও পুলিশ তেমন গুরুত্বের সাথে কাজটি করেনি। তবে জানতে পারলাম বেশ কিছু তথ্য। আর আপনাদের সাথেও কিছু তথ্য শেয়ার করলাম। আর বেশি কথা বাড়ালাম না। সকলের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ 🌼

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w
Date29 October, 2022


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg




VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 
 2 years ago 

এইদিনের ব্যাপারে আমিও প্রথম শুনলাম। আর বাংলাদেশের লোকাল ট্রেন ফ্রী এটা জেনে অবাক হলাম। আমাদের কিছুই ফ্রী না। তবে দিল্লিতে মেয়েদের জন্য কিছু ট্রান্সপোর্ট ফ্রী। গরীব মানুষের অনেক সুবিধা হয় ফ্রী হলে। আর আপনাকে পুলিশ ডে পালন করতে ডেকে নিয়ে গেলো আপনি বললেন না যে মিষ্টি খাওয়াতে? 😀

 2 years ago 

হাহাহা দিদি!! পুলিশ কখনো মিষ্টি খাওয়াবে কি 😁😁

 2 years ago 

জী ভাইয়া আমি আগেই জানতাম যে কমিউনিটি পুলিশিং ডে আছে। ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে খুব ঘটা করেই সেটা তারা পালন করে থাকে। আমি জেনেও কোনদিন পালন করার সুযোগ পায়নি। আপনি না জেনেও পালন করার সুযোগ পেয়ে গেলেন। যায়হোক সর্বশেষ নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন কখন আসলো আর আপনি কে যেতে পারছেন কি না সেটা তো জানা হলো না। ধন্যবাদ ভাইয়া হ্যাপি জার্নি।

 2 years ago 

জি ভাইয়া নাসিরাবাদ ট্রেন এগারোটার দিকেই এসে পরেছিল! আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য 🌼

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65