মজাদার স্বাদে চিকেন বিরিয়ানী
28-05-2022
১৪ জৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
খুব সহজেই |
---|
কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে চলে এলাম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটির সাথে আমরা সবাই পরিচিত। বিরিয়ানী পছন্দ করেনা এমন মানুষ কম আছে। তবে এই বিরিয়ানী ভিন্ন ভিন্ন উপায়ে রান্না করা হয়ে থাকে। আজকের বিরিয়ানী একটু ভিন্ন উপায়ে রান্না করার প্রক্রিয়াটি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেয়া যাক।
মুরগীর মাংস |
---|
পোলাও চাল |
মটরশুঁটি |
গাজঁর |
হলুদের গুড়া |
মরিচের গুড়া |
আদা বাটা |
পেয়াজ কুচি |
জিরা বাটা |
লবণ |
ধাপঃ০১
প্রথমেই পোলাও চাল ভালো করে পানিতে ধুয়ে নিলাম। তারপর রাইস কুকারে সংরক্ষণ করলাম।
ধাপঃ০২
তারপর রাইস কুকারে প্রয়োজনমত পানি দিয়ে দিলাম। রাইসকুকারের প্লাগ লাগিয়ে দেয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ধাপঃ০৩
তারপর চুলা অন করে কড়াই বসিয়ে দিলাম। তারপর পরিমাণমতো তেল দিয়ে দিলাম। দেয়ার পর পেয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেয়াজ হালকা ভাজা হয়ে গেলে মরিচের গুড়া, হলুদের গুড়া, জিরার গুড়া ও লবণ দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর মুরগীর মাংসের পিচগুলা দিয়ে দিলাম।
ধাপঃ০৪
মুরগীর মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম।
ধাপঃ০৫
এ পর্যায়ে মটরশুঁটি ও গাজরের কুচি করাগুলো দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম।
ধাপঃ০৬
এ পর্যায়ে চুলায় ২০ মিনিট রাখার পর কালারটা পরিবর্তন হবে।
ধাপঃ০৭
এ পর্যায়ে মাংস রান্না হয়ে গেলে চুলা অফ করে দিলাম।
ধাপঃ০৮
এদিকে রাইস কুকারে বসানো পোলাও হয়ে গেলে রান্না করা মুরগীর মাংস সেখানে দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস! মিশানো হয়ে গেলেই বিরিয়ানী রান্না হয়ে যাবে।
শেষধাপ
এখন পরিবেশনের পালা। একটি বাটিতে পরিবেশন করে নিলাম।
বিষয় | মজাদার স্বাদে চিকেন বিরিয়ানী। |
---|---|
ডিভাইস | oppo A12 |
ফটোগ্রাফার | @haideremtiaz |
লোকেশন | w3w |
ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
অনেকদিন হলো চিকেন বিরিয়ানি খাওয়া হয়না। তবে আপনার চিকেন বিরানি রেসিপি আমার কাছে বেশ ভাল লেগেছে ভাই। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিকেন বিরিয়ানি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ আপনি তো খুব সুন্দর ভাবে মজাদার চিকেন বিরিয়ানি করে ফেলেছেন। চিকেন বিরিয়ানি গুলো দেখে আমারও খেতে ইচ্ছে করছে। খুব লোভনীয় স্টাইলে আপনি রান্না করেছেন। এভাবে গরম গরম চিকেন বিরিয়ানি হলে আমার আর কিছুই লাগে না। আপনি খুব সহজ ভাবে রান্না করে দেখিয়েছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।
চিকেন বিরিয়ানী মানেই অন্যকিছু। ধন্যবাদ আপনাকে
সবাই দেখছি শুধু বিরিয়ানি রেসিপি শেয়ার করে। আপনাদের বিরিয়ানি রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। আমার কাছে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে বিরিয়ানি তৈরি করেছেন। এভাবে বিরিয়ানি তৈরি করে খেতে অনেক সুস্বাদু লাগে। আমিও একবার তৈরি করেছিলাম। বিরিয়ানি রেসিপির ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
সবার মতো আমিও শেয়ার করার চেষ্টা করলাম আপু। ধন্যবাদ আপনাকে
Link
চিকেন বিরিয়ানী রান্না করে খেতে আমার ও ভীষণ ভাল লাগে । তবে আপনি নতুন একটা জিনিস এড করেছেন দেখে ভাল লাগলো । মটরশুটি স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে ।
একদম ঠিক বলেছেন। মটরশুঁটি দেয়াতে স্বাদটা বেড়ে গিয়েছিল। ধন্যবাদ আপনাকে
মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে বাসায় চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে চিকেন বিরিয়ানির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু খেতে মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে
মজাদার স্বাদে চিকেন বিরিয়ানি খুবই খুবই সুস্বাদু খাবার। আর এই খাবারে আপনি মটরশুটি ও গাজর ব্যবহার করে স্বাদের মাত্রা দ্বিগুণ করে দিয়েছেন। মটরশুঁটি ও গাজর ব্যবহার করাতে বিরিয়ানি দেখতেও অনেক অনেক সুন্দর লাগে। আপনার রন্ধনপ্রণালী তো বেশ দারুন ছিল। খুবই মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া মটরশুঁটি আর গাজঁর দেয়াতে স্বাদটা আরও বেড়েছে।
বাহ এতো দেখি ঝটপট চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেলো। এটি আমার খুবই পছন্দের একটি রেসিপি। চিকেন বিরিয়ানি আমি অনেক গুলো খেতে পারি এক সাথে। শুভেচ্ছা রইলো ভাই।
একদম ঝটপট বিরিয়ানী। খেতও মজা হয়েছিল ভাই
ভাই চিকেন বিরিয়ানি তৈরি করেছেন কিন্তু দাওয়াত দিলেন না এটা কি হয়। দেখতে তো খুব অসাধারণ দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আগামীতে বিরিয়ানি তৈরি করলে অবশ্যই দাওয়াত দিবেন। শুভকামনা রইল আপনার জন্য।
হাহাহা ভাইয়া আপনাকে দাওয়াত দিলাম। আসবেন কিন্তু। ধন্যবাদ আপনাকে
ঠিক বলেছেন ভাইয়া বিরানি পছন্দ করে না এমন লোক বোধহয় নেই। আপনি খুব সুন্দর করে চিকেন বিরিয়ানি রান্না করেছেন। চিকেন বিরিয়ানি খেতে আমার কাছে ভালই লাগে। ঝটপট রান্না করে ফেলা যায়। আপনার চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু হয়েছে তা আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে।
জি আপু ঠিক ধরেছেন। ধন্যবাদ আপনাকে