মজাদার স্বাদে চিকেন বিরিয়ানী

28-05-2022

১৪ জৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

মজাদার স্বাদে চিকেন বিরিয়ানী
খুব সহজেই

20220528_213236_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে চলে এলাম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটির সাথে আমরা সবাই পরিচিত। বিরিয়ানী পছন্দ করেনা এমন মানুষ কম আছে। তবে এই বিরিয়ানী ভিন্ন ভিন্ন উপায়ে রান্না করা হয়ে থাকে। আজকের বিরিয়ানী একটু ভিন্ন উপায়ে রান্না করার প্রক্রিয়াটি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

IMG20220524124533.jpgIMG20220524124500.jpg
IMG20220524124244.jpgIMG20220524124221.jpg
মুরগীর মাংস
পোলাও চাল
মটরশুঁটি
গাজঁর
হলুদের গুড়া
মরিচের গুড়া
আদা বাটা
পেয়াজ কুচি
জিরা বাটা
লবণ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png


রন্ধনপ্রক্রিয়ার কাজ চলছে

ধাপঃ০১

IMG20220524123937.jpg

প্রথমেই পোলাও চাল ভালো করে পানিতে ধুয়ে নিলাম। তারপর রাইস কুকারে সংরক্ষণ করলাম।

ধাপঃ০২

IMG20220524124116.jpg

IMG20220524124137.jpg

তারপর রাইস কুকারে প্রয়োজনমত পানি দিয়ে দিলাম। রাইসকুকারের প্লাগ লাগিয়ে দেয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

ধাপঃ০৩

IMG20220524125125.jpgIMG20220524125146.jpg
IMG20220524125209.jpgIMG20220524125236.jpg

তারপর চুলা অন করে কড়াই বসিয়ে দিলাম। তারপর পরিমাণমতো তেল দিয়ে দিলাম। দেয়ার পর পেয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেয়াজ হালকা ভাজা হয়ে গেলে মরিচের গুড়া, হলুদের গুড়া, জিরার গুড়া ও লবণ দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর মুরগীর মাংসের পিচগুলা দিয়ে দিলাম।

ধাপঃ০৪

IMG20220524125304.jpg

মুরগীর মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম।

ধাপঃ০৫

IMG20220524125350.jpg

IMG20220524125439.jpg

এ পর্যায়ে মটরশুঁটি ও গাজরের কুচি করাগুলো দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম।

ধাপঃ০৬

IMG20220524125318.jpg

এ পর্যায়ে চুলায় ২০ মিনিট রাখার পর কালারটা পরিবর্তন হবে।

ধাপঃ০৭

IMG20220524125544.jpg

IMG20220524125653.jpg

এ পর্যায়ে মাংস রান্না হয়ে গেলে চুলা অফ করে দিলাম।

ধাপঃ০৮

IMG20220524130519.jpg

IMG20220524130903.jpg

এদিকে রাইস কুকারে বসানো পোলাও হয়ে গেলে রান্না করা মুরগীর মাংস সেখানে দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস! মিশানো হয়ে গেলেই বিরিয়ানী রান্না হয়ে যাবে।

শেষধাপ

IMG20220524140350.jpg

এখন পরিবেশনের পালা। একটি বাটিতে পরিবেশন করে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

বিষয় মজাদার স্বাদে চিকেন বিরিয়ানী।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কখনো এভাবে রান্না করে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

আল্লাহ হাফেজ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2022-02-19 at 00.53.52.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

অনেকদিন হলো চিকেন বিরিয়ানি খাওয়া হয়না। তবে আপনার চিকেন বিরানি রেসিপি আমার কাছে বেশ ভাল লেগেছে ভাই। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিকেন বিরিয়ানি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর ভাবে মজাদার চিকেন বিরিয়ানি করে ফেলেছেন। চিকেন বিরিয়ানি গুলো দেখে আমারও খেতে ইচ্ছে করছে। খুব লোভনীয় স্টাইলে আপনি রান্না করেছেন। এভাবে গরম গরম চিকেন বিরিয়ানি হলে আমার আর কিছুই লাগে না। আপনি খুব সহজ ভাবে রান্না করে দেখিয়েছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

চিকেন বিরিয়ানী মানেই অন্যকিছু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সবাই দেখছি শুধু বিরিয়ানি রেসিপি শেয়ার করে। আপনাদের বিরিয়ানি রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। আমার কাছে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে বিরিয়ানি তৈরি করেছেন। এভাবে বিরিয়ানি তৈরি করে খেতে অনেক সুস্বাদু লাগে। আমিও একবার তৈরি করেছিলাম। বিরিয়ানি রেসিপির ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সবার মতো আমিও শেয়ার করার চেষ্টা করলাম আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 
 2 years ago 

চিকেন বিরিয়ানী রান্না করে খেতে আমার ও ভীষণ ভাল লাগে । তবে আপনি নতুন একটা জিনিস এড করেছেন দেখে ভাল লাগলো । মটরশুটি স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন। মটরশুঁটি দেয়াতে স্বাদটা বেড়ে গিয়েছিল। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।‌ আপনি অনেক সুন্দর ভাবে বাসায় চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে চিকেন বিরিয়ানির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু খেতে মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মজাদার স্বাদে চিকেন বিরিয়ানি খুবই খুবই সুস্বাদু খাবার। আর এই খাবারে আপনি মটরশুটি ও গাজর ব্যবহার করে স্বাদের মাত্রা দ্বিগুণ করে দিয়েছেন। মটরশুঁটি ও গাজর ব্যবহার করাতে বিরিয়ানি দেখতেও অনেক অনেক সুন্দর লাগে। আপনার রন্ধনপ্রণালী তো বেশ দারুন ছিল। খুবই মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মটরশুঁটি আর গাজঁর দেয়াতে স্বাদটা আরও বেড়েছে।

 2 years ago 

বাহ এতো দেখি ঝটপট চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেলো। এটি আমার খুবই পছন্দের একটি রেসিপি। চিকেন বিরিয়ানি আমি অনেক গুলো খেতে পারি এক সাথে। শুভেচ্ছা রইলো ভাই।

 2 years ago 

একদম ঝটপট বিরিয়ানী। খেতও মজা হয়েছিল ভাই

 2 years ago 

ভাই চিকেন বিরিয়ানি তৈরি করেছেন কিন্তু দাওয়াত দিলেন না এটা কি হয়। দেখতে তো খুব অসাধারণ দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আগামীতে বিরিয়ানি তৈরি করলে অবশ্যই দাওয়াত দিবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হাহাহা ভাইয়া আপনাকে দাওয়াত দিলাম। আসবেন কিন্তু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বিরানি পছন্দ করে না এমন লোক বোধহয় নেই। আপনি খুব সুন্দর করে চিকেন বিরিয়ানি রান্না করেছেন। চিকেন বিরিয়ানি খেতে আমার কাছে ভালই লাগে। ঝটপট রান্না করে ফেলা যায়। আপনার চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু হয়েছে তা আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

জি আপু ঠিক ধরেছেন। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79