রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি 🐓🐓[ ১০% @shyfox এর জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago

02-03-2022

১৮ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারো চলে এলাম একটি পেপারক্রাফট নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে মোরগ বানিয়েছি। তো যায়হোক চলুন তাহলে দেখে নেয়া যাক মোরগ বানানোর প্রসেসটা।
IMG20220301143614.jpg

QVdSJhgNm7rjW1q3xF9jL9tPsyRtGcvg6r69KFVj85FmVDc2PaBjpxJyWeNPuerozk1pmubYe1UfAKfzUh3RhnmDBCPZAGxNQ9jKfgiJQxLS8n5RKwQpbuLposTFeJj55NjPjLNVY7ojWgxCifAX7dC9Fg2Awx1mWpQTifehFVeB4V5PffKrpSS.png

চলুন তাহলে শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ


A4 সাইজের রঙিন পেপারকাচি
কলমফেবিকল গাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🐓 ধাপঃ১ 🐓
IMG20220301135435.jpgIMG20220301135725.jpg
IMG20220301140323.jpgIMG20220301140707.jpg
প্রথমেই একটি রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর কাচি দিয়ে বর্গাকার করে কেটে নিলাম। নেওয়ার পর মাঝখান থেকে কোণাকুণি বরাবর ভাজ করে নিলাম। তারপর ভাজের শীর্ষে ত্রিভুজের মতো করে আবার ভাজ করে নিলাম। তারপর সম্পূর্ণ ভাজ খুলে নিয়েছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🐓 ধাপঃ০২ 🐓
IMG20220301141335.jpg
IMG20220301141552.jpg
তারপর মোরগের শরীরের শেপ দেয়ার জন্য ভাজ করে নিলাম। মোরগের দেহ বানিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🐓 ধাপঃ০৩ 🐓
IMG20220301141605.jpgIMG20220301141748.jpg
IMG20220301142623.jpgIMG20220301142725.jpg
এ পর্যায়ে মোরগের মুখ বানানোর জন্য ভাজ করে নিলাম। তারপর আরেকটি রঙিন পেপার নিয়ে নিলাম। নেয়ার পর মোরগের ঠোটে কাচি দিয়ে কেটে ফেবিকল গাম লাগিয়ে দিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🐓 ধাপঃ০৪ 🐓
IMG20220301143119.jpgIMG20220301142839.jpg
তারপর মোরগের মাথার উপরের মুকুট এর মতো অংশ বানিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🐓 ধাপঃ০৫ 🐓
IMG20220301143425.jpg
তারপর মোরগের মাথার মুকুটের অংশটা ফেবিকল গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🐓🐓চূড়ান্তধাপ 🐓🐓
IMG20220301143638.jpg

ছবিঃ রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি 🐓

ব্যাস! হয়ে গেল খুব সুন্দর করে রঙিন কাগজের মোরগ তৈরি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি 🐓
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি রঙিন কাগজ দিয়ে বানানো আজকের মোরগ তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটা রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি করেছেন ভাইয়া। মোরগটি দেখতে অনেক ইউনিট হয়েছে এবং অরিজিনাল লাগছে। আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে সাজিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago (edited)

আপনার পোস্টটি দেখে খুবই ভাল লেগেছে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি করেছেন। খুবই অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

খুব সুন্দর একটি মোরগ তৈরি করেছেন আপনি। মোরগ দেখতে সত্তিকারের মোরগ এর মত লাগতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনাকেও স্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️

 2 years ago 

খুবই সুন্দর একটি মোরগ তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করে কত সহজ উপায়ে মোরগটি তৈরি করলেন। যা দেখতে বেশ ভালো লাগছে। আপনার উপস্থাপনার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি করেছেন। আপনার ক্রিয়েটিভ আইডিয়া আমার কাছে ভালো লেগেছে। সত্যি ভাইয়া আপনার প্রশংসা না করে পারছি না। খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❤️

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক অসাধারণ একটি মোরগ তৈরি করেছেন। বলতে গেলে রঙিন কাগজের তৈরি সব কিছুই খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন কিভাবে রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি করেছেন। আমাদের মাঝে এত অসাধারন একটি রঙিন কাগজের মোরগ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি মোরগ তৈরি করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখছি। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের মোরগটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর ভাবে মোরগ তৈরি করা যায় সেটি আমি সত্যিই জানতাম না। এত সুন্দর একটি রঙিন কাগজের মোরগ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

রঙ্গিন কাগজ দিয়ে মোরগ তৈরি সত্যিই অনেক ইউনিক একটা আইডিয়া। সত্যিকারের মোরগের মতো মাথায় ঝুটি দিয়ে দিয়েছেন । সেটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ❤️

 2 years ago 
আমাদের এলাকায় নির্বাচনের সময় এই রকম মোরগ বানিয়েছিলাম। তবে সেইটা তৈরি করা হয়েছিলো কার্টুন কাগজ দিয়ে। অনেক দিন ভালো ছিলো তবে বৃষ্টির পর নাষ্ট হয়ে যায়। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা মোরগ দেখে মনে পড়লো। আপনার মোরগটি অনেক সুন্দর লাগছে।
 2 years ago 

হাহাহা হা ভাই ! মোরগ মার্কা অনেকেই নমিনেশন পায় নির্বাচন । যাই হোক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66374.00
ETH 3067.84
USDT 1.00
SBD 3.67